টুকরো খবর
মানিকপাড়া কলেজে ‘নিরঙ্কুশ’ টিএমসিপি
ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের ছাত্র সংসদ ফের নিরঙ্কুশ ভাবে দখল করল টিএমসিপি। ২২টি আসনেই কেবলমাত্র টিএমসিপি প্রার্থীরাই মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১১ অক্টোবর নির্বাচনের দিন ছিল। তবে অন্য কোনও ছাত্র সংগঠন প্রার্থী না-দেওয়ায় ওই দিন আর নির্বাচন হবে না। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর গত বছরও ছাত্র সংসদের নির্বাচনে সব ক’টি আসনে জয়ী হয়েছিল টিএমসিপি। গতবার অবশ্য এসএফআই ৯টি আসনে এবং ঝাড়খণ্ডী জোট ৭টি আসনে প্রার্থী দিয়েছিল। এসএফআইয়ের ঝাড়গ্রাম গ্রামীণ জোনাল সম্পাদক সৌমেন মাহাতোর অভিযোগ, “এলাকার প্রাক্তন মাওবাদীরা এখন তৃণমূলে যোগ দিয়েছে। ওদের সশস্ত্র বাহিনী আমাদের কর্মী-সমর্থদের কলেজের কাছে যেতে দেয়নি।” টিএমসিপি’র জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরির পাল্টা দাবি, “এসএফআই এবং তাদের সঙ্গীরা প্রার্থী দিতে না পেরে এখন আমাদের নামে সন্ত্রাসের মিথ্যা অভিযোগ করছে।”

ট্রেকার দুর্ঘটনায় মৃত দুই
ট্রেকার দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার সকালে নন্দীগ্রাম বাজার লাগোয়া জাইরুর মোড়ের কাছে নন্দীগ্রাম-সোনাচূড়া গ্রামীণ সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন এক মহিলা-সহ আরও দুই যাত্রী। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মুস্তাক শাহ (২২) ও শেখ রাজা (২৬)। মুস্তাকের বাড়ি বিনন্দপুর গ্রামে। শেখ রাজা ৭ নম্বর জালপাই গ্রামের বাসিন্দা। তাঁরা দুজনেই দর্জির কাজ করতে কলকাতায় যাচ্ছিলেন। আহত মালতী প্রামাণিক ও শেখ আসমত নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। শেখ আসমতের বাড়ি সরবেড়িয়া ও মালতীদেবীর বাড়ি বিজামতলা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নন্দীগ্রামের সোনাচূড়া থেকে যাত্রীবোঝাই ট্রেকারটি নন্দীগ্রাম বাজারের দিকে যাচ্ছিল। সাড়ে ৯টা নাগাদ জাইরুর মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেকারকে পাশ কাটানোর সময় এই ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান মুস্তাক শাহ। শেখ রাজা, মালতী প্রামাণিক ও শেখ আসমতকে গুরুতর জখম অবস্থায় নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান শেখ রাজা। এঁরা সকলেই ট্রেকারটির বাঁ দিকে ঝুলছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রেকারগুলি প্রায়ই অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া ভাবে যাতায়াত করে। তাতেই এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ট্রেকারটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক।

কেন্দ্রের বিরোধিতায় শিশির
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি জোরদার করতে মাঠে নামলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী। শুক্রবার দেশপ্রাণ ব্লকের ধোবাবেড়িয়া পঞ্চায়েতের চাট্টাবেড়িতে এক জনসভায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “সাধারণ মানুষের সঙ্গে তঞ্চকতা করে কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় পেট্রোপণ্যের দাম বাড়াচ্ছে। খুচরো ব্যবসা থেকে শুরু করে দেশের লক্ষ লক্ষ মানুষের পেনশনের টাকা, বিমায় বিদেশী বিনিয়োগের দরজা খুলে দিয়ে দেশকে চরম সবর্নাশের পথে ঠেলে দিচ্ছে। সরকারের এই অবিবেচক কাজের প্রতিবাদ জানিয়ে দেশ জুড়ে আন্দোলন শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” আগামী দিনেও এই আন্দোলনকে জোরদার করতে দলতে শক্তিশালী করার ডাক দেন তিনি। অনুষ্ঠানে ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মামুদ হোসেন, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা ও বিধায়ক বনশ্রী মাইতি।

কথাকৃতির নাট্যসন্ধ্যা
সম্প্রতি ‘ঝাড়গ্রাম কথাকৃতি’ ও মধ্যমগ্রামের ‘অল্টারনেটিভ লিভিং থিয়েটার’-এর যৌথ উদ্যোগে শহরের দেবেন্দ্রমোহন মঞ্চে দু’টি নাট্য সন্ধ্যার আয়োজিত হল। ৩০ সেপ্টেম্বর রবিবার, সূচনা সন্ধ্যায় প্রথমে ‘কথাকৃতি’র কচিকাঁচাদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ্ন’ কবিতাটি অবলম্বনে নাট্যনির্মিতি উপস্থাপিত হয়। এরপর মঞ্চস্থ হয় কথাকৃতির নাটক ‘বিসর্জন’। ১ অক্টোবর সোমবার, সন্ধ্যায় ‘অল্টারনেটিভ লিভিং থিয়েটার’ প্রযোজিত ‘বিষাদকাল’ নাটকটি মঞ্চস্থ হয়। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব প্রবীর গুহের পরিকল্পনায় ও নির্দেশনায় এই নাটকে রবীন্দ্রনাথের ‘বিসর্জন’ ও শেক্সপীয়রের ‘হ্যামলেট’ নাটক দু’টির বিষয়বস্তুকে মেলানোর অভিনব প্রচেষ্টা ছিল।

স্কুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল
ভবানীচক অঘোরচাঁদ হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ৬ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। স্কুল সূত্রে খবর, শুক্রবার কাঁথি দেশপ্রাণ ব্লকের এই স্কুলে পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তৃণমূল সমর্থিতরা মনোনয়নপত্র জমা দিলে বিরোধীরা কেউ তা জমা দেননি। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধা পেয়েছেন বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন অভিভাবক।

পেটুয়াঘাটে প্রতিনিধিদল
রাজ্য বিধানসভার মৎস্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি কাঁথি দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাট মৎস্যবন্দর ঘুরে দেখলেন। বৃহস্পতিবার বিকালে বিধায়ক নেপাল মাহাতোর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল বন্দরের কাজ দেখেন। কমিটির সদস্যদের কাছে মৎস্যবন্দর চালুর দাবি জানান স্থানীয় দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা। বিষয়টি রাজ্য সরকারের কাছে জানানোর প্রতিশ্রুতি দেন বিধায়ক নেপাল মাহাতো।

সুতাহাটার স্কুলে চুরি
স্কুল থেকে খোওয়া গেল সর্বশিক্ষা মিশনের টাকায় কেনা ৪টি কম্পিউটার। শুক্রবার সকালে জানলার শিক ভেঙে এই চুরির বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় হলদিয়ার সুতাহাটা পূর্ব শ্রীকৃষ্ণপুর বিটিএম বিদ্যাপীঠে। প্রধানশিক্ষক দীপক সামন্ত বলেন, “বৃহস্পতিবার আমিই স্কুল বন্ধের পরে তালা লাগিয়ে গিয়েছি। এ দিন এসে দেখলাম জানালা ভাঙা। বেশ কিছু জিনিসও নেই।” তদন্ত শুরু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.