ফের টুইটারে বিষোদগার। আর তার জেরেই প্রাক বিশ্বকাপ ম্যাচের আগে অশান্তির কালো মেঘ ইংল্যান্ড দলে। এফ এ কর্তাদের ‘একদল নির্বোধ’ বলে এবার কাঠগড়ায় রুনিদের সতীর্থ অ্যাশলে কোল। যদিও এই ঘটনার জন্য পরে ক্ষমা চেয়েছেন কোল। কিন্তু তাতেও বিতর্কের সমাপ্তি হয়নি।
জানা গিয়েছে, জন টেরি-অ্যান্টন ফার্দিনান্দ বিতর্কে এফ এ-এর শাস্তির সিদ্ধান্তই অ্যাশলে কোলের রাগের কারণ। গত অক্টোবরে প্রিমিয়ার লিগে চেলসি-কুইন্স পার্ক রেঞ্জার্স ম্যাচে ফার্দিনান্দের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করে দোষী সাব্যস্ত হয়েছিলেন টেরি। যদিও আদালত টেরিকে রেহাই দেয় গত জুলাইয়ে। যেখানে টেরির পক্ষে অ্যাশলে কোলের সাক্ষ্য একটা বড় ভূমিকা নিয়েছিল। আদালত রেহাই দিলেও কিন্তু এফ এ কমিশন কোলের সাক্ষ্যে অস্বচ্ছতার অভিযোগ তুলে টেরিকে শাস্তি দেয়। ঠিক এই কারণেই চটে গিয়ে অ্যাশলে কোলের এই সাড়া জাগানো টুইট। যদিও পরে পরিস্থিতি বেগতিক দেখে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন তিনি। বলেছেন, “উত্তেজনার বশে টুইট করেছিলাম। এফএ-র বিরুদ্ধে মন্তব্য করে ক্ষমা চাইছি।”
প্রথমে ঘরের মাঠে প্রাক বিশ্বকাপে ম্যাচ সান মারিনোর বিরুদ্ধে। তারপরেই অ্যাওয়ে ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ পোল্যান্ড। এই পরিস্থিতিতে অ্যাশলে কোলের এই টুইটে ইংল্যান্ড ম্যানেজার রয় হজসনের কপালের ভাঁজ বেড়েছে। |