মহাযুদ্ধ। রোনাল্ডো না মেসি, কাল শেষ হাসি কার?
রিয়াল মাদ্রিদ যখন বার্সেলোনার সঙ্গে খেলে, গোটা বিশ্ব তখন চুপ হয়ে যায়!
উপরোক্ত বিবৃতিকে রবিবারের মহাযুদ্ধের ‘ক্যাচলাইন’ হিসেবে বেছে নিলে অভিযোগের বিশেষ জায়গা থাকে কি? আর এই অসামান্য ‘ক্যাচলাইন’-ও সৃষ্টি করলেন কে? রিয়াল মাদ্রিদ ‘বস’ হোসে মোরিনহো। ফুটবলদুনিয়ায় এমন গরম-গরম বিবৃতি দেওয়ার ক্ষমতা ফুটবল ম্যানেজারদের মধ্যে তিনিই ধরেন। এবং তাঁর হাত ধরেই রবিবারের রিয়াল বনাম বার্সা ‘এল ক্লাসিকো’র ঢাকে কাঠি। “আসলে এটা এমন একটা ম্যাচ যেটায় শুধু আমরাই নামতে পছন্দ করি, এমন নয়। ওরাও করে। আর পাঁচটা লিগ ম্যাচের চেয়ে এটা একটু আলাদা,” বলেছেন মোরিনহো। সঙ্গে ছোট্ট সংযোজন, “আসলে রিয়াল-বার্সেলোনা যখন মাঠে মুখোমুখি হয়, গোটা বিশ্ব তখন চুপ করে থাকে। স্তব্ধ হয়ে যায়!”
একে মোরিনহো-মন্ত্র। সঙ্গে আবার সি আর সেভেনের আগুনে ফর্ম। এই অবস্থায় লিও মেসিদের পিছনে দলের ডিফেন্স পাহারা দিতে থাকবেন না দু’দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পাওয়া কার্লোস পুওল। সব মিলিয়ে ‘এল ক্লাসিকো’য় একটু হলেও যেন ব্যাকফুটে বার্সেলোনা। পুওলের কনুইয়ের হাড় সরেছে। আর উল্টো শিবিরে গোলমেশিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিরুদ্ধে নামার আগে তিনি জোড়া হ্যাটট্রিক করে বসে আছেন! গত সপ্তাহে লা লিগায় ডেপারটিভোর বিরুদ্ধে একটা। দিন দু’য়েক আগে আয়াখসের বিরুদ্ধে আরও একটা! বিশেষজ্ঞরা মনে করছেন, একেবারে ঠিক সময়ে ফর্মের এভারেস্টে পৌঁছেছেন রোনাল্ডো। “আয়াখসের বিরুদ্ধে যে ভাবে আমরা জিতলাম, তাতে সত্যিই আমি খুশি। টিম আত্মবিশ্বাস পেয়েছে। তিনটে গোল করে আমিও প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি,” বলেছেন পর্তুগিজ মহাতারকা। তবে ন্যু কাম্পে ম্যাচ বলে রোনাল্ডো একটু টেনশনেও আছেন। “বার্সার ঘরের মাঠে ওদের মোকাবিলা করাটা বেশ কঠিন। কিন্তু বিশ্বাস করি, সুযোগ আমাদেরও আছে। বার্সা টিম কেমন, কী করতে পারে, সবই আমরা জানি। কিন্তু এটাও জানি যে আমরা নিজেরা কী করতে পারি।” |
এই মুহূর্তে লা লিগায় বার্সেলোনার চেয়ে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল। কিন্তু গত মরসুমের চেয়ে এই মহাম্যাচটার ঠিক আগে অনেক বেশি ‘খুনে’ দেখাচ্ছে মোরিনহোর দলকে। “গত বারের টিমের সঙ্গে এ বারেরটার একটাই তফাত। গত বার আমরা চ্যাম্পিয়ন টিম ছিলাম না। কিন্তু এ বার আমরা চ্যাম্পিয়ন হিসেবে খেলছি। বার্সেলোনার ম্যাচটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বারও আমরা চ্যাম্পিয়নশিপ জেতার কথা ভাবছি,” বলেছেন মোরিনহো। ‘স্পেশাল ওয়ান’-এর টিমেও উত্তেজনার লাভাস্রোত বইছে। জাবি আলন্সো যেমন। বলেছেন, “জিতলে ব্যাপারটা অসাধারণ হবে। আর হারলে ঠিক ততটাই খারাপ। জানি ওদের চেয়ে আমরা কত পয়েন্টে পিছিয়ে। আমরা জেতার জন্যই নিজেদের তৈরি করছি।”
রবিবার রাতে কে কাকে শেষ পর্যন্ত চুপ করায়, সেটাই শুধু দেখার। |