ইস্টবেঙ্গল: চ্যাম্পিয়ন হতে পারে। তিন বছর ধরে এক দল, এক কোচ ধরে রাখাটাই সাফল্যের আসল চাবিকাঠি। তবে বল হোল্ড করে খেলার ফুটবলার কম।
মোহনবাগান: তিন বা চারে শেষ করতে পারে। দলে সংহতির মারাত্মক অভাব। অহেতুক চাপ সৃষ্টি করা হচ্ছে। ভরসার হাত শুধু ওডাফা-টোলগে জুটি।
প্রয়াগ: ইস্টবেঙ্গল-মোহনবাগানের চেয়েও ভাল টিম। কিন্তু এত বড় দলকে ঠিক ভাবে পরিচালনা করার লোক নেই। সমর্থকহীন ক্লাব। চার-পাঁচে থাকবে। |
ইস্টবেঙ্গল: চ্যাম্পিয়ন হতে পারে। ফেড কাপটা ফুটবলারদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। চোট-আঘাতের সমস্যা না হলে কেউ আটকাতে পারবে না।
মোহনবাগান: ওডাফা একাই একশো। ও জ্বললে আর কাউকে লাগবে না। সমস্যা হল, ওকে বল বাড়ানোর লোক নেই। প্রথম তিনে থাকবে।
প্রয়াগ: ফেড কাপের ব্যর্থতা ভুলে যত তাড়াতাড়ি মূল স্রোতে ফিরে আসবে, তত ভাল। তারকার অভাব নেই। র্যান্টি চ্যাম্পিয়ন করতে না পারলেও, প্রথম পাঁচে রাখবেই। |
ইস্টবেঙ্গল: চ্যাম্পিয়ন হওয়ার ভাল সুযোগ আছে। মাঝে মাঝে একটু মনঃসংযোগের অভাব হচ্ছে। তবে মাঝমাঠ দলের সব দুর্বলতা ঢেকে দিচ্ছে।
মোহনবাগান: চ্যাম্পিয়ন হওয়ার কোনও সম্ভাবনা দেখছি না। স্ট্রাইকিং লাইন ভাল হলে কী হবে? এখনও একটা দল হয়ে উঠতে পারেনি।
প্রয়াগ: কালো ঘোড়া। এখনও খোলস ছেড়ে বেরোয়নি। যে দিন বেরোবে অন্যদের ব্যথা বাড়িয়ে দেবে। প্রথম তিনে রাখছি। |