টুকরো খবর
নাদালের প্রত্যাবর্তন আবুধাবিতে বছরের শেষে
এই দৃশ্য ফের দেখা যাবে।
রাফায়েল নাদালের বহুপ্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটতে চলেছে আবুধাবিতে আগামী ডিসেম্বরে। বছরের প্রান্তে টেনিসের মহাতারকাদের বাৎসরিক প্রদর্শনী টুর্নামেন্টেই হাঁটুর চোট থেকে সেরে ওঠার পরে ক্লে কোর্ট সম্রাট নিজের ম্যাচ ফিটনেসের পরীক্ষা করতে চান। প্রত্যাবর্তনেই নাদালকে খেলতে হবে জকোভিচ, অ্যান্ডি মারে, ডেভিড ফেরারদের বিরুদ্ধে। সুতরাং ১১ গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন তাঁর ২৬ বছরের শরীরের ফিটনেসের চূড়ান্ত পরীক্ষাতেই বসবেন। আবুধাবিতে ২৭-২৯ ডিসেম্বর খেলে আগামী জানুয়ারিতে অস্ট্রেলীয় ওপেনের জন্য নিজেকে ঝালিয়ে নেওয়াই নাদালের লক্ষ্য। যার মানে দাঁড়াচ্ছে, নভেম্বরে এটিপি ট্যুর ফাইনাল বা স্পেনের ডেভিস কাপ ফাইনালদু’টো বিশাল মঞ্চে নাদালকে দেখা যাবে না। এ বারের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে লুকাস রোসলের কাছ হারার পর থেকে সাত বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল কোর্টের বাইরে। লন্ডন অলিম্পিক এবং যুক্তরাষ্ট্র ওপেন খেলেননি। ২০০৫-এ উল্কার বেগে বিশ্ব টেনিসে আবির্ভাবের পরে নাদাল আট বছরে মাত্র তিনটি বড় টুর্নামেন্ট চোটের জন্য খেলেননি। তার মধ্যে দু’টোই চলতি বছরে (অন্যটি ২০০৯ উইম্বলডন)।

মারে ভাইদের হারালেন লি-রা
বেজিংয়ে নতুন স্প্যানিশ জুটি নারিয়া লাগোসতেরাকে নিয়ে চায়না ওপেন ডাবলস ফাইনালে উঠলেন সানিয়া মির্জা। টোকিওয়ে শীর্ষ বাছাই লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি জাপান ওপেনের সেমিফাইনালে। কিন্তু চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভূপতি-রোহন বোপান্না। সানিয়ারা স্লোভাক-চিনা জুটি সার্বোটনিক-জেং জিকে ৭-৫, ৬-১ হারিয়ে রুশ জুটি মাকারোভা-ভেসনিনার মুখোমুখি। অলিম্পিকের আগে ভেসনিনার সঙ্গেই সানিয়ার জুটি ভেঙে গিয়েছিল। বেজিংয়ে খেতাব পেলে সেটা সানিয়ার ১৫ নম্বর পেশাদার ডাবলস খেতাব হবে। সেই সঙ্গে র্যাঙ্কিংয়ে ১৯ থেকে ১৩ নম্বরে উঠে আসবেন এক লাফে। বেজিংয়েই অবশ্য মহেশ-বোপান্না অবাছাই ইস্তোমিন-বার্লোকের কাছে ২-৬, ৬-৭ (৬-৮) হেরে যান। তবে জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে টিম লিয়েন্ডার কোয়ার্টার ফাইনালে অ্যান্ডি মারে ও তাঁর ভাই জেমি-র জুটিকে সুপার টাইব্রেকে ৬-৪, ৩-৬, ১-০ (১০-২) হারিয়ে ব্রাসিয়ালি-কার্মাকের সামনে।

মুম্বই এফসি-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
শনিবার পৈলান অ্যারোজের বিরুদ্ধে যুবভারতীতে আই লিগের প্রথম ম্যাচ খেলতে নামার আগে বিতর্কের সামনে মুম্বই এফসি। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন কেভিন লোবো, নোয়েল উইলসন, পিটার সিদ্দিকিরা। গত মরসুমে ফুটবলারদের শেষ দু’মাসের বেতন না দেওয়ার অভিযোগ উঠছে হেনরি পিকার্ডোদের বিরুদ্ধে। এই মরসুমে দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও নাকি একেবারে শেষ মুহূর্তে ফুটবলারদের অর্ধেক বাজেটে সই করাতে চেয়েছিলেন ক্লাব কর্তারা। কিন্তু সিদ্দিকি, নোয়েলরা সই না করে ক্লাব ছেড়ে দেন। স্বভাবতই ক্লাবের বিরুদ্ধে তাঁরা আইনি পদক্ষেপ নিতে চলেছেন। ফুটবলারদের দাবি, প্রমাণ হিসেবে তাঁদের কাছে সমস্ত নথিপত্র রয়েছে। মুম্বই এফসি-র অন্যতম শীর্ষকর্তা পিকার্ডো অবশ্য বলছেন, “ফুটবলাররা গত মরসুমে শেষ দু’মাস নয়, এক মাসের বেতন পায়নি। কারণ ক্লাব তহবিলে একটু সমস্যা রয়েছে। তবে তাড়াতাড়িই সেই সমস্যা মিটিয়ে ফুটবলারদের বেতন দেওয়ার ব্যবস্থা করব। তবে ফুটবলারদের দ্বিতীয় অভিযোগ একেবারেই ভিত্তিহীন।”

যুব টেস্ট ড্রয়ের পথে
পাঁচ নম্বরে নেমে ডিন ব্রাউনলির ম্যাচ বাঁচানো সেঞ্চুরি (১০৬)। তার জেরেই চার দিনের প্রথম টেস্ট ড্রয়ের পর ভারত-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় টেস্টেরও পরিণতি সেই দিকেই এগোচ্ছে। প্রথম ইনিংসে অভিনব মুকুন্দের দলের তোলা ৫৫৪ রানের জবাবে এ দিন ১৯৮-৫ থেকে শুরু করে ৪২৪ রানে অল আউট হয় কিউইরা। ভারতীয় বোলারদের মধ্যে সফল মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার (৩-৯৪)। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে উন্মুক্ত চাঁদ (৪৪ রান) এবং নমন ওঝার (৮ রান) উইকেট হারিয়ে ভারত ‘এ’ ১১৯-২। অধিনায়ক মুকুন্দের (৫৬) সঙ্গে ক্রিজে বাংলার অনুষ্টুপ মজুমদার (৮)। শনিবার ম্যাচের শেষ দিন।

ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ছে ঝাড়খণ্ড
ঝাড়খণ্ডে ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য ক্রীড়া দফতর। নির্মাণ প্রকল্পের জন্য জমিরও কোনও সমস্যা নেই। প্রকল্পটি গড়ে তোলা হবে রাঁচির হাটিয়া স্পোটর্স কমপ্লেক্স চত্বরে। ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পটি যৌথ উদ্যোগে গড়ে তুলতে চাইছেন দফতরের মন্ত্রী তথা উপ-মুখ্যন্ত্রী সুদেশ মাহাতো। রাজ্য ক্রীড়া দফতরের কর্তারা জানিয়েছেন, মূলত উপ-মুখ্যমন্ত্রীর উদ্যোগেই ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। নির্মাণ প্রকল্পের আনুষঙ্গিক সমস্ত কাজই হয়ে গিয়েছে। প্রকল্পের নির্মাণ কাজ শুরুর জন্য এখন শুধু মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.