শেষ চার থেকে বিদায় নিতে হয়েছে প্রাক্তন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তানকে। এ রকম ক্ষেত্রে দলের অধিনায়ককে নিয়েই টানাটানি বেশি হয় ভারতের প্রতিবেশী দেশে। কিন্তু এ বার পাক-প্রাক্তনদের রাগ গিয়ে পড়েছে অভিজ্ঞ শাহিদ আফ্রিদির উপর। পুরো টুর্নামেন্টে তাঁর মোট রান মাত্র ৩০। উইকেট পেয়েছেন চারটি।
সেই প্রাক্তনদের মধ্যে আছেন সরফরাজ নওয়াজ, আকিব জাভেদ, বাসিত আলির মতো ক্রিকেটাররা। নওয়াজ মনে করেন আফ্রিদি তাঁর সেরা সময় পেরিয়ে এসেছেন। নওয়াজের কথায়, “আফ্রিদি দলে একটা গুরুত্বপূর্ণ পজিশন আঁকড়ে আছে। নির্বাচকদের উচিত, এ বার ওর পরিবর্ত খুঁজে বের করা।” সেমিফাইনালে শূন্য করার পর ড্রেসিংরুমে ফিরে পাক আইকন আফ্রিদি আছড়ে ভেঙেছেন তাঁর ব্যাট এবং হেলমেট। যদিও তাঁর নিজের প্রতি রাগ দেখানোয় খান্ত হচ্ছেন না প্রাক্তনরা। আফ্রিদির এক সময়ের সতীর্থ আকিব জাভেদ আরও আক্রমণাত্মক। তাঁর বক্তব্য, “গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে হারের পরই আফ্রিদির অবসর নেওয়া উচিত ছিল।” কিছু দিন আগে পর্যন্ত আকিব বোলিং কোচ ছিলেন পাক দলের। দলের অনেককেই কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি আরও বলেছেন, “সীমিত ওভারের ক্রিকেটে সব সময়েই দরকার তরুন রক্ত এবং টগবগে পা। এই টিমের অনেককেই বয়ে বেড়াচ্ছে যাদের নিজেদের কী কাজ সেটাই জানে না।” বাসিত আলি মনে করেন, আফ্রিদির উচিত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বিদেশের বিভিন্ন ক্রিকেট লিগে খেলা। প্রাক্তন লেগ স্পিনার মুস্তাক আহমেদ আবার ব্যাখ্যা করেছেন আফ্রিদির খারাপ ফর্মের কারণ। মুস্তাক বলেছেন, “আফ্রিদি শুধু অভিজ্ঞই নয়। যথেষ্ট দায়বদ্ধও। ও পিঠের একটা ব্যথা নিয়েই শ্রীলঙ্কা গিয়েছিল। তাতেই ওর পারফরম্যান্সের উপর প্রভাব পড়েছে।” |