|
|
|
|
‘আক্রান্ত’ সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএম কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ডেবরা থানার ভবানীপুরে। খবর পেয়ে যায় পুলিশ। অশান্তির জন্য সিপিএম-তৃণমূল দু’পক্ষই পরস্পরকে দুষছে। ডেবরা থানার ওসি কৃষ্ণেন্দু হোতা বলেন, “একটা গোলমাল হয়েছিল। দু’পক্ষই অভিযোগ করেছে। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।”
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে এলাকায় মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। মিছিল শেষে কয়েকজন সিপিএম কর্মী-সমর্থকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের লোকজন। তাই গড়ায় মারধর পর্যন্ত। সিপিএমের ডেবরা জোনাল কমিটির সম্পাদক প্রাণকৃষ্ণ মণ্ডলের অভিযোগ, “খেতমজুরদের মারধর করা হয়েছে। দু’জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।” তাঁর আরও অভিযোগ, “অশান্তির খবর পেয়ে এলাকায় এসেছিল পুলিশ। পুলিশ দেখে তৃণমূলের লোকজন আরও উত্তেজিত হয়ে পড়েন। রাতে ৫-৬টি বাড়ি ভাঙচুর করা হয়।”
তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের ডেবরা ব্লক সভাপতি রতন দে বলেন, “সামান্য একটা গোলমাল হয়েছে বলে শুনেছি। সিপিএমের লোকজন আমাদের এক কর্মীকে তুলে নিয়ে গিয়েছিল। পরে অবশ্য ছেড়ে দিয়েছে।” তবে ডেবরারই এক তৃণমূল নেতার বক্তব্য, “স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে ১-২ টি ঘর ভাঙচুর করেছেন। ওখানে অবৈধ ভাবে মদ তৈরি হত। তাই মানুষ ক্ষুব্ধ ছিলেন।” পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। |
|
|
|
|
|