টুকরো খবর |
ছিনতাই, ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছিনতাইয়ে জড়িত অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মেদিনীপুর কোতয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে শহর থেকে এঁদের ধরা হয়। পুলিশ জনায়, ধৃতদের কাছ থেকে ভোজালি ও প্রায় ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত বিমল মাইতি, শুভজিৎ মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ চক্রবর্তীর মধ্যে বিমল ও বিশ্বজিৎকে শুক্রবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয় । শুভজিতের বয়স ১৭। তাই তাকে জুভেনাইল আদালতে হাজির করা হয়। ৩ জনেরই ১৪ দিন জেল হেফাজত হয়। কয়েক দিন আগে রাতে বাড়ি ফেরার পথে জয়দীপ দাস মজুমদার নামে হবিবপুরের এক বাসিন্দা দুষ্কৃতিদের কবলে পড়েন। ওষুধ সরবরাহকারী জয়দীপবাবুর কাছে প্রায় ৩৫ হাজার টাকা ছিল। মোটর সাইকেলে এসে দুষ্কৃতীরা তাঁর মাথায় ভোজালি দিয়ে আঘাত করে ব্যাগ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনায় শহরেরই কিছু যুবক জড়িত।
|
চাল-গম উদ্ধার, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেলদা ও মেদিনীপুর থেকে প্রচুর পরিমাণ চাল-গম উদ্ধার করল পুলিশ। এই সব খাদ্যশস্য রেশনের কি না, খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার বেলদা থানার দেউলিতে একটি চাল বোঝাই লরি আটক করা হয়। কেশিয়াড়ির দিক থেকে বেলদার দিকে আসা ওই লরিতে প্রায় ৩০০ বস্তা চাল ছিল। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটিকে আটক করে পুলিশ। চালক দেবব্রত রাউতকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যাতেই মেদিনীপুর শহরের কর্নেলগোলার একটি গুদামে হানা দেয় পুলিশ। এখানে অবৈধ ভাবে খাদ্যশস্য মজুতের অভিযোগ ছিল। তখন দু’টি লরি আটক করা হয়। ১২০ বস্তা গম উদ্ধার হয়। গ্রেফতার করা হয় শেখ বাবউদ্দিন ও আনন্দ আগরওয়াল নামে দু’জনকে। এই দু’টি ঘটনায় ধৃত ৩ জনকেই শুক্রবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক।
|
আনন্দপুরে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ফুটবল চ্যাম্পিয়নকে পুরস্কার |
পুলিশের উদ্যোগে শুক্রবার ফুটবল প্রতিযোগিতা হল আনন্দপুরে। কেশপুর ও আনন্দপুর থানার ৩২টি দল নিয়ে প্রতিযোগিতা হয় আনন্দপুর হাইস্কুল মাঠে। ফাইনালে কেশপুর থানার তসরআড়ার একটি ক্লাবের মুখোমুখি হয়েছিল আনন্দপুর থানার হরিণামারির একটি ক্লাব। চ্যাম্পিয়ন হয়েছে তসরআড়ার ক্লাবটি। ফাইনাল উপলক্ষে অনুষ্ঠানের ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষ্মীনারায়ণ মিনা, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী প্রমুখ। জনসংযোগ বাড়াতেই এই আয়োজন বলে জানিয়েছে পুলিশ। |
|