|
|
|
|
সুরাতে ধৃত বিহারের মাওবাদী নেতা |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারের মাওবাদী নেতা সুহাগ পাসোয়ানকে বিহারের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গুজরাতের সুরাত থেকে গ্রেফতার করল। গত কাল তাকে গ্রেফতার করা হয়। বিহারে বিভিন্ন মাওবাদী নেতা ও কর্মী গ্রেফতার হলেও সাম্প্রতিককালে এই মাপের জঙ্গি নেতা গ্রেফতার হয়নি বলে পুলিশের দাবি।
এই সুহাগ পাসোয়ান চারটি জেলা জুড়ে তার কাজকর্ম চালাতো। সুহাগের এক সঙ্গী পবন ওরফে রাজেশ রাইকেও গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সুহাগ পাসোয়ান দলের জোনাল কম্যান্ডার। সীতামঢ়ী, সিওহর, মুজফফ্রপুর এবং মোতিহারিতে সে কাজকর্ম চালাতো। মোতিহারির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সিংহ বলেন, “সুহাগের বিরুদ্ধে অন্তত ২৪টির উপর মামলা আছে। খুন, জোর করে টাকা আদায়, সরকারি সম্পত্তি ধ্বংস থেকে শুরু করে অপহরণ, সব রকম অভিযোগই রয়েছে।” ধৃত পবন বৈশালী, সারন এবং মুজফফ্রপুরের একাংশে কাজকর্ম চালাতো। তার বিরুদ্ধেও একাধিক খুন এবং সরকারি সম্পত্তি ধ্বংসের মামলা আছে।
এসটিএফের আইজি (অপারেশন) অমিত কুমার বলেন, “আজ ওই দু’জনকে গুজরাতের আদালতে তোলা হবে। তাদের বিহারের নিয়ে আসার জন্য আবেদন পেশ করা হয়েছে। তাদের জেরা করে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।”
এরই পাশাপাশি, সীতামঢ়ীতে পুলিশ সাত মাওবাদী জঙ্গিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র এবং নগদ টাকা। গত কাল রাতে মাওবাদীদের দলটিকে গ্রেফতার করা হয়েছে রুনি-সাহিবপুর থানার সুভাইগড় এলাকা থেকে। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ১টি কার্বাইন, ১টি দেশি পিস্তল, কিছু কার্তুজ, মোবাইল ফোন, ১৬ কিলোগ্রাম বিস্ফোরক এবং ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মাওবাদী পত্রপ্রত্রিকাও তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে।
পুলিশ সুপার পঙ্কজ কুমার সিংহ বলেন, “গোয়েন্দাদের দেওয়া নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে এই দলটিকে গ্রেফতার করেছে।” |
|
|
|
|
|