নদীতে পড়ে নিখোঁজ কিশোর
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নৌকা করে যাওয়ার সময় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে এক কিশোর। রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনরা সন্দেশখালি থানার গোপালের ঘাটের কাছে কলাগাছি নদীতে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিখোঁজ কিশোর সাদ্দাম গাজির বাড়ি স্থানীয় কোড়াকাটি পঞ্চায়েতের ধুচনেখালি গ্রামে। এ দিন মায়ের সঙ্গে হিঙ্গলগঞ্জে মামার বাড়ি যাচ্ছিল সে। নৌকায় সে মাথায় ছাতা ধরে যাচ্ছেল। হঠাৎ প্রবল হাওয়ায় ছাতা সামলাতে গিয়ে সে নদীতে পড়ে যায়। মাঝি-সহ কয়েক জন যাত্রী ঝাঁপিয়েও তার সন্ধান পাননি। পরে পুলিশ ডুবুরি নামালেও রাত পর্যন্ত সাদ্দামের খোঁজ মেলেনি। |
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • ভাঙড় |
আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় ভাঙড় থানার চণ্ডীপুরের কাছ থেকে মহিউদ্দিন বৈদ্য, জুলফিকার মোল্লা, এনতাজুল মোল্লা, আমিরুল মোল্লা এবং আনারুল মোল্লা নামে ওই পাঁচ জনকে ধরা হয়। পুলিশ জানায়, প্রথম দু’জনের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। বাকিরা মিনাখাঁর বাসিন্দা। তাদের কাছ থেকে একটি গাড়ি, পাইপগান ও তিন রাউন্ড গুলি আটক করা হয়েছে। |
চ্যাম্পিয়ন ‘আমরা সবাই’
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
গাইঘাটার ঢাকুরিয়া ইয়ংস্টার ক্লাব আয়োজিত ৮ দলের নক-আউট ফুটবলে জয়ী হল ঝাউডাঙার আমরা সবাই ক্লাব। শনিবার ক্লাবের মাঠে আয়োজিত ফাইনালে তারা হারিয়ে দেয় পুরুলিয়ার ডামপাড়া আদিবাসী সঙ্ঘকে। খেলার ফল ২-১। প্রথমার্ধে ঝাউডাঙার কিরণ মণ্ডল গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে পুরুলিয়ার হয়ে গোল শোধ করেন বাদল মুর্মু। কিছুক্ষণের মধ্যে কিরণ আরও একটি গোল করে দলকে এগিয়ে দেন। বাদল মুর্মু প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার বাসুদেব সিংহ। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। |
টাকা-গয়না গায়েব, বধূ অন্তর্ধানে রহস্যের গন্ধ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সোনারপুর থানা এলাকার দক্ষিণ পাঁচপোতায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর অন্তর্ধান ঘিরে রহস্য দানা বেঁধেছে। রূপালি দিনদাল নামে ওই গৃহবধূ শনিবার দুপুরে নিখোঁজ হয়ে যান। বাড়ি থেকে বেশ কিছু নগদ টাকা এবং গয়নাও উধাও। রবিবার রাত পর্যন্ত ওই মহিলার খোঁজ পায়নি পুলিশ। পুলিশি ও স্থানীয় সূত্রের খবর, শনিবার দুপুরে পরে রূপালির শাশুড়ি ফিরে দেখেন, বৌমা ঘরে নেই। দরজার তালা খোলা। আলমারিও খোলা। গয়না ও নগদ টাকা নেই। বাড়িতে সাতটি মোবাইল ফোন। সব ক’টিরই সিমকার্ড খুলে নেওয়া হয়েছে। পড়ে আছে শুধু একটি কালো বোরখা। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্করপ্রসাদ বারুই-সহ পুলিশকর্তারা ওই মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যদের জিজ্ঞাসাবাদ করেন। দরজা ও আলমারির তালা ভাঙা হয়নি। সব তালাই চাবি দিয়ে খোলা হয়েছে। তাই প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটা চুরি-ডাকাতির ঘটনা নয়। পুলিশ জানায়, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে রূপালির বনিবনা হচ্ছিল না। মিলমিশ করানোর জন্য সম্প্রতি পরিবার তাঁদের পুরীতেও পাঠায়। রূপালি একটি আর্থিক সংস্থার এজেন্ট। চুরি-ডাকাতি যে নয়, কী ভাবে বোঝা গেল? তদন্তকারীরা জানান, লুঠপাটের ঘটনা হলে পড়শিরা আঁচ পেতেন। কিন্তু তাঁরা কোনও সাড়াশব্দ পাননি। তাই চুরি-ডাকাতি নয় বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এবং রহস্যটাও বেড়েছে সেই কারণে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “একটি নিখোঁজ মামলা দায়ের করে তদন্ত চলছে।” |
নৈহাটিতে অবরোধ, ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • নৈহাটি |
একটি পথ অবরোধকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়াল নৈহাটির ঘোষপাড়া রোডে। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হন ২ পুলিশকর্মী। অবরোধকারীদের ছোড়া ইটে ৫টি বাসের কাচ ভাঙে। জখম হন চার পথচারী। অবরোধ তুলতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ।
গত ২৩ সেপ্টেম্বর একটি ট্রাক ঘোষপাড়া রোডে সামনে উল্টে যায়। ট্রাক চাপা পড়ে শুয়ে থাকা ৩ জনের মৃত্যু হয়। রবিবার সকালে প্রশাসন ট্রাকটি সরাতে গেলে স্থানীয়রা ক্ষতিপূরণের দাবিতে অবরোধ শুরু করেন। আধ ঘণ্টা পরে নৈহাটি থানার পুলিশ অবরোধ তুলতে যান। অবরোধকারীরা ইট ছুড়তে শুরু করে। দুই পুলিশকর্মী জখম হন। তখনই পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। অতিরিক্ত ডেপুটি কমিশনার (ব্যারাকপুর) শুভঙ্কর ভট্টাচার্য অবশ্য বলেন, “অবরোধ তুলতে গিয়ে পুলিশই আক্রান্ত হয়েছে। পুলিশ শুধু লাঠি উঁচিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। লাঠি চালানো হয়নি।” |
মোটরসাইকেল চক্রে জড়িত সন্দেহে পাঁচ জন গ্রেফতার হল। শনিবার, ভাঙড় থানার চণ্ডীপুরে। পুলিশ জানায়, ধৃতদের কাছে পিস্তল ও সাত রাউন্ড গুলি মিলেছে। এ দিনই গড়িয়া স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় সাত দুষ্কৃতীকে। |