সিপিএমের ফেলে যাওয়া নীতি এবং কর্মসূচি ওরা (তৃণমূল) গ্রহণ করে কংগ্রেস কর্মীদের উপরে অত্যাচার চালাচ্ছে। তৃণমূলের প্রতি এমন কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রবিবার দুপুরে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর-১ ব্লকের ভাষা সেঞ্চুরি হাইস্কুলের মাঠে দলের সাধারণ ব্লক সম্মেলনে এসে প্রদীপবাবু আরও বলেন, “খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ হলে বেকারদের কর্মসংস্থান হবে। রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দিলে বড়লোকদের উপরে চাপ বাড়বে কিন্তু যাঁরা দুঃস্থ মানুষ, যাঁরা খড়ের জ্বালানিতে রান্না করেন, তাঁদের কী এসে গেল? তা ছাড়া রান্নার গ্যাসে ভর্তুকি তোলা এবং ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে যে কয়েক হাজার কোটি টাকা আয় হবে, তা গ্রামীণ কর্মসূচিতে বিনিয়োগ হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া।
এ দিন বিকেলে বারুইপুরে রবীন্দ্রভবনে জেলা পর্যায়ের মাইনরিটি সম্মেলনেও উপস্থিত ছিলেন প্রদীপবাবু। সেখানে তিনি বলেন, “ওরা (তৃণমূল) বলতে চাইছে বাংলার মুসলমানদের বেশি উপকার করেছি। কিন্তু আদৌ তা সত্য নয়। সাচার কমিটির রিপোর্ট সামনে রেখে ওই সংখ্যালঘুদের সরকারি অনুদান, শিক্ষা ক্ষেত্রে, চাকরি-সহ নানা সুবিধার ব্যবস্থা হয়েছে।”
অন্যদিকে, নামখানার নারায়ণপুর ফেরিঘাট ওয়ার্কার্স ইউনিয়নের আইএনটিইউসি-র যুব ব্লক বার্ষিক সম্মেলন হয়ে গেল রবিবার। সম্মেলনে ছিলেন আইএনটিইউসি-র দক্ষিণ ২৪ পরগনার জেলার সাধারণ সম্পাদক শৈবাল রায়, জেলা সভাপতি অনির্বাণ পুরকাইত, রাজ্যের যুব কার্যকরী সভাপতি রমেন পাণ্ডে। |