পিচ উঠে গিয়েছে। গোটা রাস্তা খানা-খন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই দাঁড়িয়ে যায় জল। বড় যান চলাচল তো দূর অস্ত, ওই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়াই দুস্কর। এমনই হাল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমার ভাঙড় থানা থেকে ঘটকপুকুর পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার। এলাকার লোকের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি এই একই অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন জায়গায় আবেদন-নিবেদন করে কোনও কাজ হয়নি। মিলেছে শুধুই আশ্বাস।
অথচ এই রাস্তার উপর নির্ভর করে আছেন ভাঙড় এবং সংলগ্ন এলাকার কয়েক হাজার মানুষ। এই রাস্তার পাশেই ভাঙড় হাইস্কুল, ভাঙড় বালিকা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, থানা, পোস্ট অফিস, ব্যাঙ্ক, বিভিন্ন অফিস, বাজার। বেহাল রাস্তার জন্য নিত্য দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রী, এলাকার মানুষ, ছাত্রছাত্রীদের। নিত্যযাত্রী খলিল আহমেদ, আকবর মোল্লারা বলেন, “ভাঙড় থানার সামনে থেকে রিকশা ধরে ঘটকপুকুর যেতে হয়। |
তারপর সেখান থেকে বাসে যেতে হয় কলকাতা। রাস্তা খারাপ হওয়ায় কোনও যানবাহনই সেখান দিয়ে যেতে চায় না। অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দিতে হয়। বর্ষাকাল তো অবস্থা আরও দুর্বিষহ।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এ ব্যাপারে প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। ভাঙড় ১-এর বিডিও কনকলতা জাটুয়া বলেন, “রাস্তাটি জেলা পরিষদের অধীন। তাই এ ব্যাপারে আমার কিছুই বলার নেই।”
মহকুমাশাসক আরশাদ হোসেন ওয়ারসি বলেন, “অবিলম্বে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” ভাঙড়ের জেলা পরিষদ সদস্য তৃণমূলের মির তাহের বলেন, “ওই রাস্তা জেলা পরিষদের অধীন। দ্রুত যাতে ওই রাস্তা সংস্কার করা হয় তা দেখছি। |