বাজ পড়ে রবিবার বীরভূমে মোট চার জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ভগবতী গড়াই (৩৪), চিন্তাময়ী মুর্মু (৩৫), সুস্মিতা গড়াই (১০) ও তুলসি হেমব্রম। প্রথম তিনজনের বাড়ি ইলামবাজার থানার ডোমরুটে। এ দিন তাঁরা ইলামবাজারে ডোমরুট যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়েছিলেন। বাজ পড়লে ৯ জন জখম হন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত বলে জানিয়ে দেন। বাকি ৬ জনকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য দিকে, সাঁইথিয়ার আমোদপুরের উদয়নগরের বাসিন্দা তুলসি বাড়ির উঠোনে বসেছিল। সেই সময় বাজ পড়লে তার মৃত্যু হয়।
|
দুবরাজপুর থানা এলাকার মদনপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে শনিবার রাতে বিউটি গড়াই (১৯) নামে এক বধূর দেহ উদ্ধার করে পুলিশ। তাঁকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতারও করে পুলিশ। ধৃতের নাম তাপস গড়াই। বধূর বাবা সদাইপুর থানার কালোসোনা গ্রামের মধুসূদন গড়াই লিখিত অভিযোগে জানিয়েছেন, মাস তিনেক আগে বিয়ে দিয়েছিলেন মেয়ের। জামাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁর মেয়েকে শ্বাস রোধ করে খুন করেছে জামাই ও তার পরিবারের লোকেরা। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। ধৃতকে রবিবার দুবরাজপুর অদালতে তোলা হলে ৪ দিনের পুলিশ হেফাজত হয়।
|
এমনিতে রাস্তার অবস্থা খারাপ। তার উপর দিনভর বেআইনি যন্ত্রচালিত ভ্যানের অবৈধ কয়লা পাচার। সব মিলিয়ে রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ হয়ে শনিবার বোলপুর-রাজগ্রাম সড়ক অবরোধ করলেন এলাকার তিনটি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী। পরে মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম ঘটনাস্থলে এসে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এ দিকে, জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা-র দাবি, “ওই এলাকায় অবৈধ কয়লা পাচার আটকে পুলিশ যথেষ্ট সক্রিয়।” |