কাজ হারানোর প্রতিবাদে শনিবার থেকে ডিপিএল (দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড)- এর গেটের সামনে অনশন বিক্ষোভ শুরু করলেন পুরনো নিরাপত্তা সংস্থার কর্মীরা। কারখানার প্রাক্তন কর্মী দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলেন, “কাজ ফিরে পাওয়ার দাবিতে আমরা চার জন কর্মী শনিবার থেকে অনশন করছি।” সংস্থা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ডিপিএলের কারখানা, টাউনশিপ, হাসপাতাল, বিভিন্ন সাবস্টেশনে প্রহরার দায়িত্বে ছিলেন একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার প্রায় সাড়ে চারশো নিরাপত্তা কর্মী। কিন্তু চলতি বছর অগস্ট মাসে ওই সংস্থার সঙ্গে ডিপিএলের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। দিন কয়েক পরে নতুন নিরাপত্তা সংস্থাকে দায়িত্বে বহাল করে কারখানা কর্তৃপক্ষ। সেই সংস্থা নিজেদের কর্মীদের কাজে নিয়োগ করায় কাজ হারান পুরনোরা। এর পরই শনিবার থেকে অনশন আন্দোলন শুরু করেন তাঁরা। এ বিষয়ে ডিপিএলের এক আধিকারিকের বক্তব্য, নির্দিষ্ট নিয়ম মেনে নতুন নিরাপত্তা সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। তারা কাদের নিয়োগ করবে সে বিষয়ে ডিপিএলের কিছু করণীয় নেই।
|
অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক ২ কমিটির নেতৃত্বে দু’ ঘণ্টা বেলবাঁধ প্যাচের উৎপাদন বন্ধ রেখে প্রতিবাদ জানালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বেলবাঁধ প্যাচ থেকে পড়াশিয়া পর্যন্ত তিন কিমি রাস্তার বেহাল অবস্থা। তাঁদের নেতা উদিত সিংহের দাবি, বারবার আবেদন জানিয়ে কোনও ফল হয়নি। কর্তৃপক্ষ জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
|
সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আসানসোলের ডামরার ৫০০ জন। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও রানিগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলি। ওই গ্রামের বাসিন্দা তথা আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারির বক্তব্য, “দু’বছর আগেও এই এলাকায় সিপিএম বিরোধীরা কিছু বলতে পারত না।’ সিপিএমের আসানসোল জোনাল কমিটির সম্পাদক পার্থ মুখোপাধ্যায়ের অবশ্য বক্তব্য, “কারা সিপিএমে ছিল, সেটাই আমাদের জানতে হবে।”
|
পুকুরে ডুবে মৃত্যু হল শ্রীরাম ভকত (৫০) নামে এক ব্যক্তির। বাড়ি বোগড়া গ্রাম চার নম্বর কলোনিতে। তাঁর আত্মীয় ভূপিন্দর মাহাতো জানান, তিনি ও শ্রীরামবাবু প্রতিদিন গ্রামের ইটভাটার পাশে ওই পুকুরে স্নান করতে যেতেন। এ দিন আচমকা জলে তলিয়ে যান শ্রীরামবাবু। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে মৃতদেহ উদ্ধার করা হয়।
|
দুর্গাপুর
প্রবীন দিবস পালন। বিকাল ৫টা। উদ্যোগ: বাদশা।
আসানসোল
ফুটবল প্রতিযোগিতা। টিএমসি মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: শীতল সঙ্ঘ।
বারাবনি
ফুটবল প্রতিযোগিতা। কাপিষ্টা মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: শিবশঙ্কর ক্লাব। |