মহকুমা ক্রীড়া সংস্থার বৈঠক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আন্তঃস্কুল ক্রীড়া ফুটবল প্রতিযোগিতার আয়োজন করবে আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা। শনিবার আসানসোলের অতিরিক্ত জেলাশাসক তথা মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি জয়ন্ত কুমার আইকতের পৌরহিত্যে কার্যনির্বাহী কমিটির একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মহকুমা ক্রীড়া সংস্থার এক অধিকর্তা জানান, পাঁচবছর আগে পুরসভার তৎকালীন মেয়র তাপস রায় এক বার এবং ক্ষমতা বদলের পর বর্তমান মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় এক বার প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। স্কুল ছাত্রছাত্রীদের আগ্রহকে মর্যাদা দিতে প্রতি বছর নিয়মিত এই প্রতিযোগিতা হওয়া দরকার। সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, এ দিনের বৈঠকে মহকুমা ক্রীড়া সংস্থা ও সংস্থা অনুমোদিত আসানসোল রেফারি অ্যাসোসিয়েশনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। মর্যাদাসম্পন্ন পারিশ্রমিকের দাবি ছিল দীর্ঘ দিন ধরেই। এ দিন সংস্থার সম্পাদক অমল সরকার বলেন, “ওঁদের দাবি নিয়ে আমরা বরাবরই সহানুভূতিশীল। কিন্তু অনেক সময়েই ওঁদের সদস্যেরা মহকুমা ক্রীড়া সংস্থাকে না জানিয়ে বাইরের খেলা পরিচালনা করতে চলে যান। ফলে অনেক সময়েই মহকুমা ক্রীড়া সংস্থার নিজস্ব খেলাগুলি ব্যাহত হয়। নিজের সংস্থার কাজ করার পরেই অন্য খেলা পরিচালনা করতে হবে।”
|
জিতল ডিএসপি
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় জিতল ডিএসপি। পানশিউলী মাঠে তারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ২-১ গোলে হারায়।
|
হার ডায়মন্ডের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
রবিবার দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে হল দ্বিতীয় ডিভিশনের খেলা। |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশনের ফুটবলে শনিবারের খেলায় জিতল ডিএসএমএস। তারা এমএএমসি মাঠের খেলায় ডায়মন্ড ক্লাবকে ১ গোলে হারায়। এই প্রতিযোগিতার রবিবারের গ্যামন ব্রিজ মাঠের খেলায় জিতল রবীন্দ্র ভবন। তারা ২ গোলের ব্যবধানে হস্টেল এসিকে হারায়।
|
জয়ী বাটানগর
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
এড়াল অঞ্চল ফ্রেন্ডস ইউনিয়ন আয়োজিত সুধীর মণ্ডল ও রঞ্জিত কুমার রাজা স্মৃতি ফুটবলের রবিবারের খেলায় বিজয়ী হল বাটানগর স্পোর্টিং ক্লাব। অভিরামপুর মাঠে তারা ১ গোলে দশঘড়া জাতীয় সঙ্ঘকে হারায়। গোল করেন সমর বসু।
|
হার দুর্গাপুরের
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
গোপালপুর জাতীয় সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জিতল মোহনবাগান সেইল অ্যাকাডেমি। ক্লাবের মাঠে তারা দুর্গাপুর ইয়ং বেঙ্গলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।
|
অনূর্ধ্ব ১৯ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৯ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠল বর্ধমান। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেডিয়ামে বর্ধমান মালদহকে ৩-১ গোলে হারায়। গোল করেন আশিস বাউরি, সুখেন মান্ডি ও সোনা সরদার।
|
সুপার ডিভিশন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সুপার ডিভিশন ফুটবল লিগে কল্যাণ স্মৃতি সঙ্ঘ ১-০ গোলে হারায় জাতীয় সঙ্ঘকে। গোল করেন তরুণ বাগ। দ্বিতীয় ডিভিশনে আমরা সবাই ক্লাব ২-০ গোলে হারায় বাম অ্যাপালোকে। গোলদাতা বিমল বাস্কে ও রঞ্জিত সোরেন। |