দুই লোহা চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন কাঁকসার ট্রাক মালিকেরা। শুক্রবার রাতে কাঁকসার গোপালপুরে ঘটনাটি ঘটে। অভিযোগ, তাদের বেঁধে রেখে মারধরও করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম সুকান্ত পাল ও সুশান্ত ঢালি। বাড়ি গোপালপুরেই। তাদের জেরা করে লোহাচুরির সঙ্গে জড়িত অন্যদের খোঁজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর এলাকায় বিভিন্ন কারখানা থেকে আসা ট্রাক থেকে লোহা চুরি করে তা তুলে দেয় মাফিয়াদের হাতে। দু’ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বিভিন্ন ধাবার সামনেই তাদের অপেক্ষা করে এলাকার লোহাচোরেরা। ট্রাক মালিকদের দাবি, লোহা চুরির ক্ষতিপূরণ তাদেরই দিতে হয়। কিন্তু চুরিতে বাধা দিলে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার রাতেই এ সবের বিহিত করার সিদ্ধান্ত নেন তাঁরা।
রাতে সুশান্ত ও সুকান্ত যখন ট্রাক আটকে লোহা নামাচ্ছিল, তখনই তাঁরা তাদের পাকড়াও করে। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, স্বপন কেশ নামে এক ব্যক্তিকে চোরাই লোহা পৌঁছে দিত তারা। দুর্গাপুর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসেসিয়েশনের সম্পাদক কার্তিক রানাও বলেন, “দীর্ঘদিন ধরে লোহা চোরেদের উপদ্রবে লরি মালিকেরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” তাঁর আশা, এ বার হয়তো লোহা চুরির কারবার পুরোপুরি বন্ধ হবে। জেলা পুলিশ সুপার মহম্মদ সৈয়দ হোসেন মির্জার আশ্বাস, লোহা মাফিয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |