৯ প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে বললেন তিনি। যিনি সম্পূর্ণ ব্যতিক্রমী পাকিস্তানি ক্রিকেটার। বেশির ভাগ সময় থাকেন ভারতে! ভারতের জামাই শোয়েব মলিক। কলম্বোর টিম হোটেলে আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকার দিলেন শোয়েব শনিবার দুপুরেপ্রচণ্ড কড়া পাক মিডিয়া ম্যানেজারের শ্যেনদৃষ্টি এড়িয়ে। দশম প্রশ্নটা জিজ্ঞেস করা গেল না। পাক বোর্ড প্রেসিডেন্টের ডাকা লাঞ্চের সময় হয়ে গিয়েছে।
প্রশ্ন: জামাইরাজ কেমন অনুভূতি হচ্ছে ইন্ডিয়া ম্যাচের আগের দিন?
শোয়েব: জামাইরাজ কোথায়? আমি তো এখন ঘরের ছেলে। বেশির ভাগ সময় হায়দরাবাদে কাটাই।
প্র: সবার মনে হচ্ছে রোববার পাকিস্তান অবিসংবাদী ফেভারিট।
শোয়েব: সেটা ঠিক নয়। যারা বলছে কেন বলছে?
প্র: বলছে কাল রাত্তিরে দুটো টিমকে যে ভাবে খেলতে দেখল।
শোয়েব: আমার অভিজ্ঞতা থেকে দেখেছি ভারত-পাকিস্তানে আগের রাতের ম্যাচ দেখেও কিছু বোঝা যায় না। এটা নার্ভ আর টেম্পারামেন্টের সম্পূর্ণ স্বতন্ত্র লড়াই। |
প্র: সহবাগের খেলা নিয়ে জল্পনা চলছে।
শোয়েব: আমার বিশ্বাস সহবাগকে ইন্ডিয়া খেলাবে। পাকিস্তান ম্যাচে ও অতীতে অবিশ্বাস্য কিছু ইনিংস খেলেছে। একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমি একা নই, আমাদের টিমও খুব বিস্মিত হবে সহবাগকে বাইরে রাখা হলে।
প্র: সইদ আজমল দারুণ বোলিং করছেন।
শোয়েব: সইদ তো করছেই। হাসান রাজাও কী ভাল বল করল কালকে। সাউথ আফ্রিকার মতো টিমের সঙ্গে নার্ভ ঠিক রেখে এই বোলিংভাবাই যায় না। এই একটা বাঁ-হাতি স্পিনার দেখছি খুব তাড়াতাড়ি ম্যাচিওর করছে।
প্র: টিমে আপনার ভূমিকাটা এখন ঠিক কী?
শোয়েব: আমাকে নতুন রোল দেওয়া হয়েছেম্যাচ ফিনিশ করার। সেটা এনজয়ও করছি।
প্র: অস্ট্রেলিয়া কাল ভারতকে যে ভাবে উড়িয়ে দিল! যে ভাবে সাউথ আফ্রিকা ম্যাচটা হারলেও খেলেছে, তাতে একটা কথা সবার মনে হচ্ছে। টি-টোয়েন্টিতে যে পরিমাণ ফিটনেস আর পাওয়ার দরকার হয়, সেটা এদের বেশি আছে। আর মনে হচ্ছে, এক দিন শ্বেতাঙ্গ দেশগুলো না এগোতে এগোতে হকির মতোই অবস্থা করে ছাড়ে ভারত-পাকিস্তানের!
শোয়েব: মনে হয় না। হকিতে সারফেস বদল হয়েছে। ক্রিকেটে তো আর অ্যাস্ট্রোটার্ফের মতো নতুন সারফেস আসেনি।
|
প্র: বিশ্ব পর্যায়ের টুর্নামেন্টে যখনই ভারত-পাকিস্তান দেখা হয়েছে বেশির ভাগ সময় ভারত জিতেছে!
শোয়েব: ঠিক কথা। তবে বিশ্বকাপের বাইরে যে ম্যাচগুলো আমরা জিতেছি সেগুলোও তো ক্রিকেট ম্যাচ।
প্র: ভারতের সঙ্গে ওয়ার্ম আপ খেলার দিন আর গত কালও অবিশ্বাস্য ভাবে আপনারা জিতেছেন!
শোয়েব: এই টিমের এটা একটা বৈশিষ্ট্য। কেউ না কেউ ঠিক শেষে এসে মেরে দিয়ে যায়। ইনশাল্লাহ, যেন কালকেও ধারাবাহিকতাটা থাকে।
|
ভারতের বিরুদ্ধে শোয়েব |
ওয়ান ডে ৩৩
রান ১৫৫৪
সর্বোচ্চ ১৪৩
গড় ৫১.৮
|
সেঞ্চুরি ৪
উইকেট ২১
টি-টোয়েন্টি ২
রান ২৮ |
পাকিস্তানের শেষ বড় জয়ে (২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফি)
শোয়েব করেন ১২৮। |
সানিয়ার সঙ্গে বিয়ের পরে
ওয়ান ডে ১, রান ৩৯,
বোলিং- ১/২৮ |
|