রাষ্ট্রপতি ভবনের অশোক হলে এমন মুহূর্ত আগে কখনও আসেনি। এক বাঙালির কাছ থেকে শপথ গ্রহণ করলেন আর এক বাঙালি!
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন আলতামাস কবীর। প্রসঙ্গত, স্বাধীনতার পরে গত ছ’দশকে তাঁর আগে পাঁচ জন বাঙালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। এ দিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি ভবনের অশোক হলে সম্পন্ন হল আলতামাস কবীরের শপথ অনুষ্ঠান।
সাংবিধানিক শীর্ষ পদে থাকা এই দুই বাঙালির সম্পর্ক কিন্তু অল্প দিনের নয়। বরং বি কে মুখোপাধ্যায় বা সুধীরঞ্জন দাস-সহ পূর্বতন পাঁচ বাঙালি প্রধান বিচারপতির নাম যেমন গড়গড় করে বলে যেতে পারেন প্রণববাবু, তেমনই বলে দিতে পারেন কবীর পরিবারের কথা। আলতামাস কবীরের বাবা জাহাঙ্গীর কবীর এক সময় পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্য ছিলেন। |
তাঁর কাকা তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গেও রাজনীতির সুবাদে যোগ ছিল প্রণববাবুর। বাঙালি রাষ্ট্রপতির থেকে শপথ নিয়ে আবেগতাড়িত প্রধান বিচারপতিও। ঘরোয়া কথোপকথনে বলেছেন, এটা আমার কাছে অন্য রকম পাওয়া। এক জন বাঙালির কাছ থেকে শপথ নিলাম।
১৯৯০ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন আলতামাস কবীর। পরে ২০০৫ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন তিনি। বিচারপতি হিসেবে এই দীর্ঘ পরিসরে মানবাধিকার ও নির্বাচন সংক্রান্ত আইন নিয়ে তিনি এমন অনেক রায় দিয়েছেন যা মাইলফলক হয়ে রয়েছে।
যেমন তাঁর নেতৃত্বেই সর্বোচ্চ আদালতের বেঞ্চ রায় দিয়েছিল যে, কোনও সাংসদ দল থেকে সাসপেন্ড বা বহিষ্কৃত হলেও তাঁর সাংসদ পদ বহাল থাকবে। |
সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের আয়ের অতিরিক্ত সম্পত্তি মামলার শুনানিও তাঁর নেতৃত্বেই চলছে সুপ্রিম কোর্টে। ২০১৩ সালের ১৮ জুলাই পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকবেন তিনি।
প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। আইনজীবী পুত্র দীপ চেইম কবীর, মেয়ে মিকা এবং স্ত্রী কলকাতা হাইকোর্টের বিচারপতি শুক্লা কবীর সিনহা এ জন্য গত কালই কলকাতা থেকে দিল্লি চলে আসেন। আজ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, লালুপ্রসাদ যাদব প্রমুখ। |