সোহরাবুদ্দিন শেখ মামলায় কিছুটা স্বস্তি পেয়েছেন সম্প্রতি। গুজরাতে ঢোকার উপরে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আজই ফিরলেন বাড়িতে। কিন্তু, তুলসীরাম প্রজাপতি মামলায় ফের বিপাকে পড়লেন বিজেপি নেতা ও গুজরাতের
|
অমিত শাহ |
প্রাক্তন মন্ত্রী অমিত শাহ। গুজরাতের একটি আদালতে তুলসীরাম মামলায় অমিতের বিরুদ্ধে আজই চার্জশিট দিল সিবিআই।
২০০৫-এর ২৩ নভেম্বর গুজরাত পুলিশের একটি দল সোহরাবুদ্দিন শেখ ও তাঁর স্ত্রীকে ভুয়ো সংঘর্ষে খুন করে বলে অভিযোগ। সোহরাবুদ্দিনের বন্ধু তুলসীরাম প্রজাপতিও ২০০৬-এর গুজরাতের দান্তায় রাজ্য পুলিশের ওই একই দলের সঙ্গে সংঘর্ষে নিহত হন। তাঁকেও ভুয়ো সংঘর্ষে খুন করা হয় বলে অভিযোগ। সোহরাবুদ্দিন ও তুলসীরামের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। ভুয়ো সংঘর্ষের অভিযোগের তদন্ত সিবিআইকে দেয় সুপ্রিম কোর্ট।
সিবিআইয়ের বক্তব্য, দু’টি ঘটনাতেই জড়িত ছিলেন অমিত শাহ। মামলার বিচার গুজরাতে চলাকালীন অমিতের সে রাজ্যে প্রবেশ নিষিদ্ধ করেছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি সেই মামলা মহারাষ্ট্রে সরানোর পাশাপাশি ওই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শীর্ষ আদালত। মোদী-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অমিত। গাঁধীনগরে আডবাণীর নির্বাচনী প্রচারের দায়িত্বেও ছিলেন বহু বার। তবে আইনি ঝামেলায় জড়িয়ে থাকায় মোদী আপাতত তাঁর থেকে মুখ ফেরাতে পারেন বলে ধারণা রাজনৈতিক শিবিরের একাংশের।
অমিতের বাড়ি ফেরার দিনেই আমদাবাদের বিশেষ সিবিআই আদালতে পেশ করা চার্জশিটে তাঁকে তুলসীরাম মামলার “মূল ষড়যন্ত্রী” হিসেবে উল্লেখ করেছে সিবিআই। এই মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও সিবিআই সূত্রে খবর। আগে দান্তার আদালতে চার্জশিট পেশ করেছিল সিবিআই। কিন্তু, ওই আদালতের চার্জশিট নেওয়ার এক্তিয়ার নেই বলে জানায় গুজরাত হাইকোর্ট। তাই আজ আমদাবাদের আদালতে ফের ওই চার্জশিট দেওয়া হয়েছে। |