কর্মীদের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
হাসপাতালের কোয়ার্টার থেকে আটটি শয্যা তুলে নিয়ে যাওয়ার অভিযোগে একটি গাড়ি আটকে দেন কর্মীদের একাংশ। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি হাসপাতালে। কর্মীদের অভিযোগ, হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়ার্টারে শয্যা রাখা হয়েছিল। এ দিন সন্ধ্যায় সেগুলি কয়েকজন গাড়িতে করে তা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে এক জন হাসপাতালের ঠিকাদার রয়েছেন। কলকাতায় থাকলেও শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বিষয়টি জানতে পারেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। রুদ্রবাবু বলেন, “হাসপাতালের জিনিস অনুমতি না নিয়ে কেউ নিয়ে যেতে পারেন না। পুরনো জিনিস বিক্রির জন্য একটি নিয়ম রয়েছে। যদি অনুমতি না নেওয়া থাকে বিষয়টি নিয়ে এফআইআর করতে হবে। সুপারের সঙ্গে কথা বলব।” ভারপ্রাপ্ত সুপার মুকুল রায় বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সহকারী সুপার কথা বলছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
নয়া ফোনে ক্যানসারের আশঙ্কা কমবে, দাবি
সংবাদসংস্থা • মেলবোর্ন |
ক্ষতিকর বিকিরণের পরিমাণ কম, এমন এক মোবাইল ফোন তৈরি করেছে বলে দাবি করল একটি সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, নাসার মহাকাশযান যে পদার্থ দিয়ে তৈরি, ফোনের বাইরের দিকটা তা দিয়েই তৈরি। এর ফলে এই ফোনের বিকিরণের পরিমাণ অন্তত ৯৫% কম বলে সংস্থার দাবি। ফলে ক্যানসারের সম্ভাবনাও কমবে। মোবাইলের বিকিরণ স্বাস্থ্যের পক্ষে ঠিক কতটা খারাপ, সে সম্পর্কে স্পষ্ট ধারণা এখনও নেই। তবে এই বিকিরণ থেকে ক্যানসার হতে পারে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। নির্মাতা সংস্থার বক্তব্য, সাধারণ ভাবে মোবাইলের বিকিরণ ব্যবহারকারীর শরীর ও মাথায় শোষিত হয়। যাবতীয় সমস্যার সূত্রপাত সেখানেই। নতুন এই মোবাইলের নির্মাতা সংস্থার দাবি, তাদের তৈরি মোবাইলের বিকিরণের বেশিরভাগটাই বিশেষ প্রযুক্তিতে ব্যবহারকারীর শরীর থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তাতেই বিকিরণজনিত ক্ষতি কমানো সম্ভব হয় জানিয়েছে সংস্থাটি।
|
স্বাস্থ্য-শিক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুল কর্তৃপক্ষ ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এক স্বাস্থ্য- শিক্ষা শিবির হল নারায়ণগড়ের মকরামপুর হাইস্কুলে। বৃহস্পতিবার দুপুরে এই শিবিরে ছিলেন প্রধান শিক্ষক উত্তম মহান্তি, মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার সৌম্যদীপ মহাপাত্র প্রমুখ। এক প্রশ্নোত্তর-পর্বেরও আয়োজন ছিল। ক’দিন আগেই জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গি ছড়িয়েছিল। কিছু এলাকায় আবার জলবাহিত রোগ, অজানা জ্বর ছড়ায়। নারায়ণগড়ের গ্রামেও জ্বরের প্রকোপ দেখা দেয়। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সচেতন করতেই শিবির বলে স্কুল কর্তৃপক্ষ জানান। ডেঙ্গি, ম্যালেরিয়া, ডায়েরিয়া রোগ কেন হয়, সতর্কতায় কী কী করা উচিত, শিবিরে তাই জানানো হয়েছে। মেডিক্যাল অফিসার সৌম্যদীপবাবু বলেন, “ছাত্রছাত্রীদের কয়েকটি রোগ সম্পর্কে সচেতন করতেই এই শিবিরের আয়োজন।”
|
চিকিৎসকের ‘দুর্ব্যবহার’
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কালনা মহকুমা হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয়ের সঙ্গে দুর্বব্যহারের অভিযোগ উঠল কালনা হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। কালনার সিমলন গ্রামের বাসিন্দা কৃষ্ণ হালদার বৃহস্পতিবার লিখিত অভিযোগে জানান, শ্বাসকষ্ট নিয়ে ২২ সেপ্টেম্বর তিনি ভর্তি হন। বুধবার ওয়ার্ডে রোগী দেখতে আসেন চিকিৎসক সুকুমার ঘোষ। কৃষ্ণবাবুর স্ত্রী অপর্ণাদেবী চিকিৎসককে স্বামীর শারীরিক অবস্থার কথা জানতে গেলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। অপর্ণাদেবীকে ঠেলে ওয়ার্ডের বাইরে বের করে দেন বলে অভিযোগ। এর পরে অন্য রোগীদের দেখলেও তাঁর চিকিৎসা করেননি বলে অভিযোগ কৃষ্ণবাবুর। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে এ দিন যোগাযোগ করা যায়নি। সুপার অভিরূপ মণ্ডল জানান, অভিযোগের তদন্ত হবে।
|
শিশুদের ওয়ার্ডে একটি অক্সিজেন সিলিণ্ডার আচমকা পাইপ খুলে যাওয়ায় বিকট আওয়াজে রোগীরা ভয় পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি জেলা হাসপাতালে। বিকট আওয়াজে ভয় পেয়ে বেশ কয়েকজন রোগী শয্যা ছেড়ে হাসপাতালের বাইরে বেরিয়ে যান। পরে নার্সরা ওই রোগীদের হাসপাতালে ফিরিয়ে নিয়ে যান। কিভাবে ওই সিলিণ্ডার থেকে পাইপ খুলে গিয়েছে খতিয়ে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিলিগুড়ি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার মুকুল রায় বলেন, “ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।” |