|
|
|
|
ধোনির পাড়ায় ফুটবল শেখাবেন কোলাসো |
রতন চক্রবর্তী • শিলিগুড়ি |
ফেডারেশন কাপ শেষ হলেই নতুন কাজে ব্যস্ত হয়ে যাবেন আর্মান্দো কোলাসো। ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পাড়ায় তাঁকে শেখাতে হবে ফুটবল!
ডেম্পো স্পোর্টস ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। এখনও পর্যন্ত ঠিক আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফেরার পরই ধোনির সঙ্গে চুক্তি হবে। তার আগে বুধবার রাতে ডেনমার্ক থেকে ডেম্পোর চেয়ারম্যান শ্রীনিবাস ডেম্পো ফোন করেন শিলিগুড়িতে দলের কোচ কোলাসোকে। পাঁচ বারের আই লিগ জয়ী কোচকে অনুরোধ করেন, ফেড কাপ শেষ হওয়ার পর ধোনির শহর রাঁচিতে একটি ফুটবল অ্যাকাডেমিতে কয়েক দিন কোচিং করানোর। ধোনি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে রাজি হয়েছেন, এই ট্রেনিং-এর ব্যাপারটা নাকি তারই অঙ্গ। |
|
শন রুনি: করিমের ভরসা। ছবি: শঙ্কর নাগ দাস |
কিন্তু ধোনিকে কেন বাছা হচ্ছে ফুটবল দূত হিসেবে? ভোরে অনুশীলন সেরে মোনার্ক আচল হোটেলে নিজের ঘরে বসে আর্মান্দো বললেন, “ধোনি ছোটবেলায় ফুটবলই খেলত। এখনও সময় পেলে বল পায়ে পাড়ার মাঠে নেমে পড়ে। আমাদের চেয়ারম্যান মনে করেন, ধোনি হচ্ছে প্রকৃত অধিনায়ক। পুরো টিমকে সামনে থেকে নেতৃত্ব দেয়। সে জন্যই ওকে আমরা টিমের অ্যাম্বাসেডর হিসাবে চাইছি।” বিশ্বস্ত সূত্রের খবর, ডেম্পো ধোনির রাজ্য ঝাড়খন্ডে বিশাল টাকা লগ্নি করছে ব্যবসায়। ধোনিকে দিয়ে বিজ্ঞাপন করিয়ে নিজেদের পণ্যের বিপণনও করা যাবে। গোয়ায় ডেম্পো বড় কর্পোরেট কোম্পানি। তবে তাদের আসল ব্র্যান্ড নিজেদের ‘ফুটবল টিম’। ধোনিকে ডেম্পোর সঙ্গে জুড়ে ঝাড়খন্ডের মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌছোতে চায় গোয়ার কোম্পানিটি।
ডেম্পোর ফুটবল-দূত ধোনি। আর শাহরুখ খানকে ফুটবল ক্লাবের অংশীদার করা হচ্ছে মাঠে লোক টানার জন্য। ডেম্পো ফুটবল টিমের সর্বময় কর্তা আর্মান্দোর কথায়, “চেয়ারম্যান চাইছেন আই লিগ শুরুর আগেই শাহরুখের সঙ্গে চুক্তিটা সেরে ফেলতে। যাতে মারগাওতে ডেম্পোর ম্যাচগুলিতে শাহরুখ মাঠে থাকতে পারেন। তার টানে মাঠে আসুক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। অনেকে মনে করছেন আমাদের টিমের টাকার অভাবের জন্য শাহরুখকে আনছি। ব্যাপারটা তা নয়। মাঠে লোক আসছে না বলেই অমিতাভ বচ্চনের পর দেশের সবথেকে জনপ্রিয় তারকাকে ডেম্পোর অংশীদার করতে চাইছেন আমাদের চেয়ারম্যান।”
এ দিকে ডেনমার্কের প্রথম ডিভিসনের ফুটবল ক্লাব এফ সি মিডজিল্যান্ডের সঙ্গে যৌথ ভাবে একটি আন্তর্জাতিক ফুটবল অ্যাকাডেমি করছে ডেম্পো। গোয়ার কুরলিমে এ জন্য কয়েকশো একর জমি কিনেছে তাঁরা। সেখানে সাতটি মাঠ হবে। তার মধ্যে দু’টি অ্যাস্ট্রোটার্ফ। থাকবে স্কুল। ডেনমার্কের পেশাদার ক্লাবটির ৬৭ ভাগ শেয়ার কিনেছে ডেম্পো। কোলাসোর দাবি, “টি এফ এ-র চেয়েও বড় ফুটবল অ্যাকাডেমি করছি আমরা। সেখান থেকে কোচ-ফুটবলাররা নিয়মিত ডেনমার্কে যাবে।”
আজ শুক্রবার কাঞ্জনজঙ্ঘায় গোয়ার ডার্বি ম্যাচে লড়াই ডেম্পো বনাম সালগাওকরের। সেখানে নামার আগে কোলাসোর দল অবশ্য সামান্য সমস্যায়। তাদের দুই বিদেশির একজন সুয়েকা জ্বরে কাবু। ফলে অন্য বিদেশি--কোকোকে নিয়েই নামতে হচ্ছে তাঁকে। তাতে অবশ্য একটুও চিন্তায় নেই দেশের সর্বকালের অন্যতম সফল কোচ। বললেন, “আমাদের ডেম্পো হাউসে ট্রফি রাখার আর জায়গা নেই। ডেম্পো ক্লাব হিসাবে যা রেকর্ড করে রেখেছে আগামী একশো বছরে কেউ ছুঁতে পারবে না। ফলে ট্রফি জেতার চাপ নেই। সালগাওকর ব্যালান্সড দল। চেষ্টা করব জেতার। সবাইকে বলেছি মনের আনন্দে খেলো।” ডেম্পোর বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে অবশ্য দারুণ জায়গায় করিম বেঞ্চারিফার দল। দলে যোগ দিয়েছেন নতুন দুই বিদেশি স্ট্রাইকার অস্ট্রেলিয়ার শন রুনি (যাঁকে মর্গ্যান ইস্টবেঙ্গলে নেওয়ার জন্য কর্তাদের বলেছিলেন) এবং ফিলিপিন্স জাতীয় দলের অধিনায়ক লম্বা চুলের অ্যাঞ্জেল গিরাদো। বৃহস্পতিবার দুপুরে অনুশীলনের পর গতবারের ফেড কাপ জয়ী দলের কোচ করিম বলছিলেন, “ওরাও আমাদের চেনে। আমিও চিনি। ফলে খেলাটা হবে ট্যাকটিক্যাল। ডেম্পোর মহেশ, ক্ল্যাইম্যাক্স, মিরান্ডারা যে কোনও বিদেশির চেয়ে ভাল।” দেখার গোয়ার দুই সেরা ফুটবল টিমের লড়াইয়ে কে জেতে। |
|
|
|
|
|