প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা |
হুগলির হরিপালের বন্দিপুর উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি শিক্ষক দিবস পালিত হল। প্রধান শিক্ষক অসিতকুমার ঘোষ জানান, সর্বপল্লি রাধাকৃষ্ণণের উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১২ জন শিক্ষক-শিক্ষিকা এবং ২ জন শিক্ষাকর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বর্তমান শিক্ষক প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়। পৌরহিত্য করেন প্রাক্তন শিক্ষক ব্রজগোপাল ব্রহ্মচারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক কানাইলাল চক্রবর্তী। অন্যান্য প্রাক্তনীদের মধ্যে ছিলেন পাঁচুগোপাল বাগ, দাশরথি মাল, পশুপতি পরামানিক, কল্পনা শাসমল, মদনচন্দ্র দাস, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ। প্রাক্তনদের বরণ করে নেন বর্তমান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পড়ুয়ারা। আবৃত্তি, নাচ, গান, নাটক পরিবেশন হয়।
|
স্ত্রীকে খুনে যাবজ্জীবন স্বামীর |
স্ত্রীকে কুপিয়ে খুন করার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল চুঁচুড়া আদালত। বৃহস্পতিবার প্রথম ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্যামলকুমার বিশ্বাস সাহাগঞ্জের ওয়াজেদনগরের বাসিন্দা জাফর আলিকে ওই সাজা শোনান। যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’বছর কারাবাসের সাজা ঘোষণা করেন বিচারক। সরকার পক্ষের আইনজীবী কালীপ্রসাদ সিংহরায় জানান, ২০০৮ সালের ১৭ জানুয়ারি রাতে স্ত্রী জহুরন বিবিকে কুপিয়ে খুন করে জাফর। খুনের আগে তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়। পরিকল্পিত ভাবে স্ত্রী-কে খুন করে জাফর। যে কারণে ঘটনার আগের দিন ছেলেকে বর্ধমানে মামার বাড়িতে রেখে আসে। জাফর বলে, “ডানলপ কারখানার ঠিকাকর্মী ছিলাম। কারখানা বন্ধের পর সে ভাবে কাজ করতাম না বলে স্ত্রী ভর্ৎসনা করত। সেই রাগেই মেরে ফেলি।”
|
হাওড়ার উলুবেড়িয়ার বাণীবনে ‘বনানী’ পত্রিকার ৩০ বর্ষ পূর্তি উপলক্ষে গত রবিবার সারা দিন ধরে কবি সম্মেলন হয়ে গেল। বাণীবন যদুরবেড়িয়া বিদ্যাপীঠ ভবনে ওই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী দেবকুমার ঘোষ। স্বরচিত কবিতা পাঠ, ছড়া পাঠ, আলোচনা এবং আবৃত্তিতে সম্মেলন ছিল জমজমাট। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং কলকাতা থেকে শতাধিক কবি যোগ দিয়েছিলেন সম্মেলনে। ৫ জন কবি এবং ৫ জন সম্পাদককে পুরস্কৃত করা হয়। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি শ্যামলকান্তি দত্ত।
|
ট্রাকের ধাক্কায় বুধবার রাতে মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। পুলিশ জানায় মৃতের নাম সুকুমার দিগের (২৭)। তাঁর বাড়ি স্থানীয় দামোদরপুরে। আরামবাগ থেকে বাড়ি যাবার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মোটর বাইকে ধাক্কা মারে। গুরুতর জখম ওই ব্যক্তিকে স্থানীয় মানুষ আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করান। রাতেই মৃত্যু হয় তাঁর। মৃতদেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক।
|
বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ |
একশো দিনের কাজে বকেয়া টাকার দাবিতে বৃহস্পতিবার মিছিল করলেন পোলবা-দাদপুর ব্লকের গোস্বামী-মালিপাড়া পঞ্চায়েতের বাসিন্দারা। বুধবার তাঁরা বিক্ষোভ-অবস্থান করেন বিডিও অফিসের সামনে। আন্দোলনে সামিল সিপিআই (এমএল) লিবারেশন। আন্দোলনকারীদের দাবি, ওই পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্পে গত তিন মাসে শ্রমিকদের প্রায় ৫৭ লক্ষ টাকা বকেয়া আছে। প্রকল্পের বিভিন্ন খাতে বকেয়া রয়েছে আরও ১২ লক্ষ টাকা। টাকা তছরুপ করা হয়েছে বলেও অভিযোগ। বিডিও শর্মিষ্ঠা ঘোষ বলেন, “টাকা কম থাকায় সমস্যা হয়েছে। আশা করছি, পুজোর আগেই বকেয়া যতটা সম্ভব মেটানো যাবে।”
|
চোলাই মদের বিরুদ্ধে অভিযান |
বৃহস্পতিবার সকালে গোঘাটের কুলিয়া গ্রামে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ এবং আবগারি দফতর। গোঘাট-২ ব্লকের বিডিও শিবপ্রিয় দাশগুপ্তের নেতৃত্বে ওই অভিযানে গ্রামের প্রায় ২৫টি মদের ভাটি ভেঙে দেওয়া হয়। নষ্ট করা হয়েছে ২৭০০ লিটার মদ। |