ত্রিফলা আলো বিতর্কে সিবিআই তদন্ত দাবি করল যুব কংগ্রেস। বৃহস্পতিবার পুরসভার সামনে বিক্ষোভ দেখায় কলকাতা উত্তর লোকসভা যুব কংগ্রেস। পরে বিক্ষোভকারীরা পুর-কমিশনার খলিল আহমেদকে স্মারকলিপি দেন।
|
এন্টালিতে গুলি চালনার ঘটনায় বৃহস্পতিবার গ্রেফতার হল বাচ্চা সোনা ও আদিল নামে দুই অভিযুক্ত । এ দিনই ধরা পড়ে সইফুদ্দিন লস্কর নামে আর এক ছিনতাইকারী। ধৃতের কাছে সোনার হার, হেলমেট, রিভলভার, কার্তুজ ও ছুরি মিলেছে।
|
বাড়ির সামনে থেকে সব্জি কিনে দোতলায় গিয়েছিলেন গৃহকর্তা। তখনই নজর এড়িয়ে বাড়িতে ঢুকে লক্ষ্মীর ভাঁড়, ল্যাপটপ ও মোবাইল হাতিয়ে পালাল চোর। বৃহস্পতিবার, সল্টলেকের বি এ ব্লকে। |