টুকরো খবর |
রানিগঞ্জে স্কুলভোট বয়কট সিপিএমের
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে রানিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পরিচালন সমিতির নির্বাচন বয়কট করল সিপিএম। ওই বিদ্যালয়ের শিক্ষক তথা সিপিএম নেতা কল্লোল ঘোষ জানান, তিন জন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মীর আসন রয়েছে। চার জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে তিন জনকে মনোনয়ন প্রত্যাহার না করলে এলাকা ছাড়া করার প্রকাশ্যে হুমকি দেন তৃণমূল সমর্থকেরা। কল্লোলবাবুর দাবি, লিখিত অভিযোগ জানিয়ে কোনও লাভ হবে না বুঝে প্রশাসনকে মৌখিকভাবেই সবকিছু জানিয়েছেন তাঁরা। চার জনই মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। তৃণমূলের শিক্ষা সেলের নেতা বাসুদেব গোস্বামীর অবশ্য বক্তব্য, “এতদিন ভয় দেখিয়ে এখানে ভোটই হতে দিত না সিপিএম। এখন হেরে যাবে বুঝে ওরা মনোনয়ন প্রত্যাহার করছে।” এ দিন জামুড়িয়ার বাবা বৈতালি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনেও মনোনয়ন পত্র দাখিল করতে পারেনি সিপিএম। সংগঠনের অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্তের দাবি, তৃণমূলের সন্ত্রাসেই তাঁদের প্রর্থীরা মনোনয়ন দাখিল করতে পারেননি। জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। তৃণমূলের জামুড়িয়া ব্লক ১ সভাপতি পূর্ণশশী রায়ের অবশ্য দাবি, “চার জন প্রার্থী ওরা জোগাড় করেছিল। শেষপর্যন্ত কেউই মঙ্গলবার মনোনয়ন তোলেননি। সুতরাং বৃহস্পতিবার জমা দেওয়ার কোনও প্রশ্ন নেই।”
|
দুর্নীতিতে অভিযুক্ত বিডিও
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
পাণ্ডবেশ্বরের বিডিও সুশান্তকুমার রায়ের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলল পিসিসি সিপিআই(এমএল)। বৃহস্পতিবার ওই সংগঠনের পাণ্ডবেশ্বর আঞ্চলিক সম্পাদক সাধন দাসের নেতৃত্বে দুর্গাপুরের মহকুমাশাসকের হাতে একটি অভিযোগপত্র তুলে দেওয়া হয়। সাধনবাবুর অভিযোগ, তিন বছর আগে জব কার্ড নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে বৈদ্যনাথপুর ও কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতে। ২১ জনকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। দুই গ্রামপ্রধানকেও সরিয়ে দিয়েছিল তারা। এরপর প্রশাসনিক পর্যায়ে তদন্ত হলেও অভিযুক্তদের সাজা হয়নি। সাধনবাবুর দাবি, বিডিও নিজেও এই দুর্নীতিতে যুক্ত। তাই বারবার আশ্বাস দেওয়া হলেও প্রশাসনিক তৎপরতা বাড়েনি। সাধনবাবুর আরও অভিযোগ, এক বছর আগে বিডিও প্রতিশ্রুতি দিয়েছিলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জয়পুরিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদটি পূরণের ব্যবস্থা করবেন। গরিবদের শীতবস্ত্র এবং বর্ষায় ক্ষতিগ্রস্তদের ত্রিপল দেওয়ার জন্যও নিজে নামের তালিকা দিয়েছিলেন বিডিও। কিন্তু কেউই কিছু পাননি। মহকুমাশাসক আয়েষা রানি এ তাঁদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। বিডিও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।
|
বিপিএল কার্ডের দাবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিপিএল কার্ড ও স্বাস্থ্যবিমার কার্ডের দাবিতে বৃহস্পতিবার কুলটির নিয়ামতপুরে প্রকাশ্য সমাবেশ করলেন আইএনটিইউসি অনুমোদিত অসংগঠিত শিল্পের শ্রমিকেরা। আইএনটিইউসির বর্ধমান জেলার সাধারণ সম্পাদক চণ্ডী চট্টোপাধ্যায়ের অভিযোগ, “এই অসংগঠিত শিল্প শ্রমিকেরা কুলটি পুরসভা এলাকায় দীর্ঘদিন ধরে বাস করছেন। দারিদ্র সীমারেখার নীচে বসবাস করেও বিপিএল তালিকায় তাঁদের নাম উঠছে না। ফলে স্বাস্থ্যবিমার কার্ডও তাঁরা পাচ্ছেন না। চণ্ডীবাবু বলেন, “কুলটি পুরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার আবেদন নিবেদন করেও কোনও ফল মিলছে না। অগত্যা আমরা প্রকাশ্যে আন্দোলন শুরু করেছি।” পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় অবশ্য সরাসরি অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে যাঁদের নাম পাঠানো হয় তাঁরা সকলেই এই প্রকল্পের আওতায় চলে আসেন। |
|
আসানসোল সরকারি আবাসন কলোনির সামনে বৃহস্পতিবার সন্ধ্যায়
হঠাৎই আগুন লেগে যায় এই গাড়িটিতে। কেউ অবশ্য হতাহত হননি।
দমকল গিয়ে আগুন নেভায়। ছবি: শৈলেন সরকার। |
|
নিকাশির দাবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নিকাশি, রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার আসানসোল পুরসভার ২৮নম্বর ওয়ার্ডে গুলজার মহল্লার একমাত্র রাস্তাটি অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। বেশ কয়েক ঘণ্টা অবরোধ চলায় এলাকায় ব্যপক যানজট হয়। বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা। বাসিন্দাদের অভিযোগ, পুর কর্তৃপক্ষকে দাবিগুলি বারবার জানিয়েও সুরাহা হচ্ছে না। ঘণ্টা তিনেক অবরোধ চলার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর নূর রফত পারভিন ও কংগ্রেস নেতা কুরবান আলি। তাঁরা যত দ্রুত সম্ভব দাবিপূরণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
|
খনিকর্মীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জাতীয় সড়কের পাশ থেকে একটি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ জামুড়িয়ার বেনালির কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম ভুলেশ্বর সাহানি (৫৯)। বাড়ি মর্ডান সাতগ্রাম এলাকায়। তিনি ইসিএলের সাতগ্রাম প্রজেক্টে কাজ করতেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজে যাওয়ার জন্য বুধবার রাত ১১টা নাগাদ বেরিয়েছিলেন তিনি। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরা কর্মস্থলে গিয়ে জানতে পারেন তিনি কাজে যোগ দেননি। সকাল ১০টা নাগাদ জাতীয় সড়কের ধারে প্রতিবেশীরা তাঁর মৃতদেহ দেখতে পান। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।
|
আদালতে চুরি মোটরবাইক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল আদালত চত্বর থেকে একটি মোটরবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার দুপুরে। ওই মোটরবাইকের মালিক রাজ্য সরকারি কর্মচারী স্বপন মুখোপাধ্যায় আসানসোল দক্ষিণ থানায় অভিযোগে জানান, আদালত চত্বরে মোটরবাইকটি রেখে তিনি দফতরের কাজ সারার জন্য গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে সেটি আর দেখতে পাননি। বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। পুলিশ আসে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
লরি নিয়ে চম্পট
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বাঁশড়া থেকে এক ব্যবসায়ীর লরি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। লরির মালিক রাজপাল সিংহ জানান, মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা তাঁর লরিটি নিয়ে পালায়। বুধবার সন্ধ্যায় আমরাসোতা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন তিনি। |
|