টুকরো খবর
মাঠ নিয়ে ফেডারেশনকে চিঠি ক্ষুব্ধ প্রয়াগের
বৃষ্টিতে বেহাল দশা জামশেদপুরের মাঠের। মাঠ নিয়ে এতটাই অসন্তুষ্ট প্রয়াগ ইউনাইটেড যে, মঙ্গলবার রাতেই ফেডারেশনকে চিঠি পাঠিয়েছেন ক্লাব-কর্তারা। এ দিন জামশেদপুর থেকে ফোনে ক্লাবের শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য বললেন, “এই মাঠে খেলা যায় না। ফেড কাপের মতো টুর্নামেন্ট এই মাঠে করার কোনও মানেই হয় না।” বৃহস্পতিবার সালগাওকরের বিরুদ্ধে প্রথম ম্যাচ প্রয়াগের। তার আগের দিন জেআরডি টাটা মূল স্টেডিয়ামে অনুশীলন করতে পারলেন না র্যান্টিরা। বুধবার মাঠ দেখে প্রয়াগ কোচ সঞ্জয় সেনের মনে হয়েছে, এখানে খেললে ফুটবলারদের চোট লাগতে পারে। বিপক্ষ কোচ করিম বেঞ্চারিফাও একমত। প্রয়াগকে চিন্তায় রেখেছে সুব্রত পালের গোড়ালির চোটও।

মুম্বইয়ের ক্লাবে হয়তো জিদান, বেকহ্যামের সতীর্থ
সব ঠিক থাকলে ভারতের ক্লাবে খেলতে আসছেন ফ্রান্সের জাতীয় দলের ফুটবলার মিখায়েল সিলভেস্ত্রা। মুম্বইয়ের নতুন ক্লাব ডডসাল এফসি’র সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। সিলভেস্ত্রার সঙ্গে চুক্তি পাকা করতে ক্লাবটির কোচ বিমল ঘোষ এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন। আর্সেনাল, ম্যান ইউয়ের হয়ে খেলেছেন সিলভেস্ত্রা। জিদান থেকে বেকহ্যাম তাঁর সতীর্থ ছিলেন। ফ্রান্সের জার্সি গায়ে ২০০১-০৬ পর্যন্ত ৪০টি ম্যাচ খেলেছেন মহাতারকা ডিফেন্ডারটি।

সেরা ঋষভ, সৃষ্টি
সিএলটি টেবল টেনিসে সাব জুনিয়র বালক বিভাগে চ্যাম্পিয়ন ঋষভ দাস। সাব জুনিয়র বালিকা বিভাগে জয়ী সৃষ্টি ঘোষ । অন্য বিভাগে জিতেছে প্রিয়াক্ষী রায়, উপায়ন ভট্টাচার্য, অঙ্কিতা দে, দেবজ্যোতি রায়, ইষিকা দেবনাথ, সামন্ত কুমার দাস এবং অনুষ্কা দত্ত।

আই লিগে বড় ম্যাচ ৯ ডিসেম্বর
প্রাথমিক সূচিই চূড়ান্ত থাকল। আই লিগে ৯ ডিসেম্বর ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হচ্ছে। ফিরতি লড়াই ২০১৩-র ৯ ফেব্রুয়ারি। প্রথম পাঁচ রাউন্ডের পর ১১ নভেম্বর-১৩ ডিসেম্বর টুর্নামেন্ট বন্ধ থাকবে এএফসি চ্যালেঞ্জার কাপের জন্য। ১১ ফেব্রুয়ারি-২২ মার্চ ফের বন্ধ থাকবে ভারতের আর্ন্তজাতিক ম্যাচের জন্য। ৬ অক্টোবর উদ্বোধনী দিন শিলংয়ে মোহনবাগান-লাজং। পরের দিন গোয়ায় ইস্টবেঙ্গল-স্পোর্টিং ক্লুব এবং যুবভারতীতে প্রয়াগ-এয়ার ইন্ডিয়া।

ফর্মুলা ওয়ানে সচিনের এনার্জি ড্রিঙ্ক
ভারতের দ্বিতীয় ফর্মুলা ওয়ানের সঙ্গে যুক্ত হল সচিনের এনডোর্স করা এনার্জি ড্রিঙ্ক বুস্ট। তাদের সঙ্গে চু্ক্তি হয়েছে ম্যাকলারেনের।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.