রাজ্য স্তরে আন্তঃকলেজ নাটক প্রতিযোগিতায় প্রথম হল ময়নাগুড়ি কলেজ পড়ুয়াদের রাজবংশী নাটক, ‘নরলোকের চিত’। মহাভারতের বনপর্বের কাহিনি অবলম্বনে ওই নাটকের কলাকুশলীরাও জিতে নিয়েছেন একাধিক পুরস্কার। গত ৯ সেপ্টেম্বর সল্ট লেকের একটি মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। রাজ্য স্তরে সেরা হওয়ার পরে এ বার ময়নাগুড়ি কলেজ কর্তৃপক্ষ তাঁদের নাটক নিয়ে বিদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বাংলাদেশ সফরের প্রস্তুতিও শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ দেবকুমার মুখোপাধ্যায় বলেন, “ছাত্রছাত্রীরা অভিনয় দক্ষতার জন্য রাজ্যস্তরে সেরার শিরোপা পেয়েছে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ এসেছে। এ বার শীতে সেখানে নাটকের দলটি যাবে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, ‘নরলোকের চিত’ অর্থাৎ মনুষ্য সমাজের চিন্তা নাটকে মাতৃতান্ত্রিক সমাজ পিতৃতান্ত্রিকতায় উত্তোরণের পরিণতিতকে চুম্বকে তুলে ধরা হয়েছে। মহাভারতের বিশেষ একটি পর্বের কাহিনি অবলম্বনে লেখা হলেও সেখানে স্থান পেয়েছে সাম্প্রতিক বধূ নির্যাতন থেকে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের মতো বিভিন্ন ঘটনা। কলেজের অধ্যক্ষ বলেন, “নাটকের প্রতিটি বিষয় বিচারক, দর্শনার্থীদের মন জয় করেছে। মঞ্চাশ মিনিটের অভিনয়ে সমাজের বিভিন্ন জটিল সমস্যাকে যে ভাবে তুলে ধরা হয়েছে তা দেখে অনেকে অবাক হয়েছেন।” সেরা নাটক ছাড়াও দ্রৌপদী ও কৃষ্ণের চরিত্রে অভিনয়ের জন্য তৃতীয় শ্রেষ্ঠ হয়েছেন প্রথম বর্ষের পড়ুয়া ঝিমি রায় বসুনীয়া ও উজ্জ্বল রায়। নাটক পরিচালনায় সেরা হয়েছেন সব্যসাচী দত্ত।
|
মঙ্গলবার খড়্গপুর শহরের উত্তর তালবাগিচায় মঞ্চস্থ হল গৌতম রায় রচিত নাটক ‘স্বার্থের ভালবাসা’। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে ‘মঞ্চসেন’ গোষ্ঠী মঞ্চস্থ করে নাটকটি। নির্দেশনা দেবব্রত দত্তের।
|