টুকরো খবর
লরির ধাক্কা, সাত আরোহী জখম
নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পর পর তিনটি সিটি অটোকে ধাক্কা মারায় জন জখম হয়েছেন। রবিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি পুলিশ ফাঁড়ির জলেশ্বরী মোড়ে। ওই ঘটনার পরে উত্তেজিত জনতা কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বাসিন্দারা জলেশ্বরী মোড়ে ট্রাফিক পোস্টের দাবি করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম জনের জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার জি পাল বলেন, “ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, এদিন ওই গাড়িটি ভক্তিনগর থেকে ভবেশ মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় জলেশ্বরী মোড় পর পর দুটি সিটি অটোকে ধাক্কা মারে ট্রাকটি। একটি সিটি অটোর কর্মী জখম হন। অটোর জন যাত্রীও জখম হন। পরে সিটি ভবেশ মোড়ে গিয়েও একটি সিটি অটোতে ধাক্কা দেয়। সেখানেও কয়েকজন সামান্য জখম হন। ওই ঘটনার পরেই উত্তেজিত জনতা জলেশ্বরী মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ডাবগ্রাম - গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিখা চট্টোপাধ্যায় বলেন, “ওই এলাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। এদিন যেভাবে ঘটনা ঘটল তা ভাবা যায় না। জলেশ্বরী মোড়ে ট্রাফিক পয়েন্টের দরকার। পুলিশকে বিষয়টি জানিয়েছি।”

গ্রেফতার অভিযুক্ত
পুরসভার অর্থ তছরুপ এবং প্রতারণায় অভিযুক্ত রাকেশ পালকে এক সপ্তাহ পরে গ্রেফতার করতে পারল পুলিশ। পার্কিংয়ের বরাত পেয়ে বছর ধরে ফি সংগ্রহ করলেও শিলিগুড়ি পুরসভার প্রাপ্য প্রায় ১২ লক্ষ টাকা ওই ব্যক্তি দেননি বলে অভিযোগ। পুরসভার অভিযোগ, ২০১১ -২০১২ সালের পার্কিংয়ের বরাত নেওয়ার জন্য ওই টাকা মেটাননি তিনি। বছরের বেশি সময় ধরে ওই টাকা অভিযুক্ত বকেয়া ফেলে রাখেছে। পুরসভার তরফেও বকেয়া টাকা আদায়ে নানা ভাবে গড়িমসি করার অভিযোগ ওঠে। এর পরেই গত ১০ সেপ্টেম্বর পুরসভার তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। তা ছাড়া বছর পার্কিংয়ের বরাত না পেলেও অবৈধ ভাবে স্লিপ ছাপিয়ে পার্কিং ফি সংগ্রহের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। পুলিশ অবশ্য দাবি করেছে, অভিযুক্ত পলাতক। পুলিশ তাকে খুঁজছে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার জি পাল বলেন, “অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।” এ দিকে রাকেশ পালের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও বাকি আরও জনের বিরুদ্ধে পুর কর্তৃপক্ষ এখনও কোনও ব্যবস্থা নিতে পারেননি। রাকেশবাবুর মতোই তাদের বিরুদ্ধে পার্কিংয়ের বরাত পেয়েও পুরসভার প্রাপ্য টাকা না মেটার অভিযোগ রয়েছে। রাকেশবাবু -সহ জনের কাছে পুরসভার প্রায় ২২ লক্ষ টাকা বকেয়া পড়ে রয়েছে। কংগ্রেসের নেতৃত্বের ঘনিষ্ঠ বলে তাদের একাংশের বিরুদ্ধে পুর কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে গড়িমসি করছেন বলে বিরোধী বামেরা সরব হয়েছেন।

বন্যা পরিস্থিতি দেখবেন মানস
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, সোমবার উত্তরবঙ্গে আসছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেচমন্ত্রী মালবাজারে যাবেন। প্রশাসন সূত্রের খভর, ওদলাবাড়িতে বন্যা পরিস্থিতি দেখে মালবাজারে সেচ দফতর এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। বৈঠকের পরে তিনি শিলিগুড়িতে যাবেন শিলিগুড়িতে উত্তরবঙ্গের ছয় জেলার সেচ কর্তাদের সঙ্গে আরও একটি বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।

স্কুলে জয়ী তৃণমূল
দেশবন্ধুনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতি দখল করল তৃণমূল। রবিবার ওই স্কুলে ভোট হয়। পরিচালন সমিতির ভোটে ৬টি আসনের মধ্যে ৫ টিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছে। বাকি একটি আসন সিপিএমের দখলে গিয়েছে। এই প্রথম স্কুলের পরিচালন সমিতি বামেদের হাত ছাড়া হল। ওই স্কুলে কংগ্রেসের তরফেও ৬টি আসনেই প্রার্থী দেওয়া হয়েছিল। ৫টি আসন জিতেও তৃণমূলের অভিযোগ, নির্বাচনের দায়িত্বে থাকা একাংশের মদতে একটি আসনে দলের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। এদিন রাত পর্যন্ত তৃণমূল সমর্থকরা স্কুলে বিক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল কংগ্রেসের নেতা মনোতোষ রায় বলেন, “এতদিন স্কুলে কোনও ভোট হয়নি। এবার ভোট হওয়াতেই তৃণমূল ক্ষমতায় এসেছে।”

তৃণমূলে নতুন মুখ
আলিপুদুয়ার কুমাগ্রাম ব্লকের দলীয় সভাপতি পদে নতুন মুখ নিয়ে আসল তৃণমূল। রবিবার আলিপুরদুয়ার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের জেলা নেতৃত্ব। সেখানে জানানো হয়, আলিপুরদুয়ার এর ব্লক সভাপতি পদে কাজল দত্ত এবং কুমারগ্রামর ব্লক সভাপতি হিসেবে দুলাল দে -এর নাম ঘোষণা করা হয়। আলিপুরদুয়ার সাংগঠনিক জেলা সভাপতি অনিল অধিকারী বলেন, “রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে এই দুই ব্লক সভপতিদের নাম ঘোষণা করা হয়েছে।” দলীয় সূত্রের খবর, আলিপুরদুয়ারকে সাংগঠনিক জেলা ঘোষণা করে রাজ্য নেতৃত্ব ফালাকাটার বিধায়ক অনিল অধিকারীকে সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব দেয়। জেলা সভাপতি পদে নতুন মুখ আসায় ব্লক সভাপতির ক্ষেত্রে ওই দুটি ব্লকে নতুন মুখ আনা হতে পারে বলে জল্পনা চলছিল। এতদিন আলিপুরদুয়ার ব্লকের সভাপতির পদে দায়িত্ব ছিলেন অরুণ দাস। কাজলবাবু দলের তরুণ নেতা হিসেবে পরিচিত। জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য তিনি। ১৯৯৩ থেকে কুমারগ্রাম ব্লকে সভাপতির দায়িত্বে ছিলেন হিল্লোল সরকার।

অভিযোগ
বিট অফিসারের নামে বেআইনি কাঠের আসবাবপত্র রাখার অভিযোগ তুলল গ্রামসভার সদস্যরা। রবিবার সকালে ঘণ্টা তিনেক বন্যপ্রাণ তিন নম্বর বিভাগের মেন্দাবাড়ির বিট অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রাম সভার সদস্যরা। কাঠ চুরি রুখতে ওই অফিসার কড়া পদক্ষেপ করায় কাঠ মাফিয়ারা পরিকল্পিত ভাবে তাঁকে হেনস্থার চেষ্টা করেছে বলে বন কর্তাদের অভিযোগ। উত্তর মেন্দাবাড়ির গ্রামসভার পবিত্র রাভার অভিযোগ, বিট অফিসার বেআইনি ভাবে কাঠ এনে আসবাব করেছেন। কোদলবস্তি রেঞ্জ অফিসার সুরঞ্জন সরকার জানান, মেন্দাবাড়ির বিট অফিসার সুপ্রিয় চক্রবর্তী কিছু দিন ধরে মেন্দাবাড়ি লাগোয়া এলাকায় কাঠ চোরদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। সেপ্টেম্বর রাতে কিছু কাঠ সহ এক জনকে ধরেন। তাকে জেরা করে কয়েক জন কাঠ মাফিয়ার নাম পাওয়া যায়। রবিবার মাফিয়াদের আত্মসমর্পণ করার কথা ছিল। তা না করে তারা গ্রামবাসীদের উসকে বিট অফিসারের বাড়ির আসবাবের কাগজ দেখতে চান।

মেলা জমাট
রবিবার সকাল থেকে জমজমাট হয়ে উঠল শামুকতলার মহাকাল ধামের মেলা। চেপালি গ্রামের ধারসী নদীর ধারে মহাকাল পুজোকে কেন্দ্র করে প্রতি বছর ভাদ্র মাসের শেষ রবিবার এই মেলা বসে। একদিনের মেলায় ১৫ -২০ হাজার জনসমাগম হয়। অন্তত কয়েক হাজার ছাগল, হাঁস বলি দেওয়া সেখানে। উদ্যোক্তারা জানান। দুশো বছর আগে জোতদার বঙ্কনাথ রায় স্বপ্নে আদেশ পেয়ে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। তখন থেকে ওই পুজাকে কেন্দ্র করে মেলা হয়ে আসছে। এক সময় ওই মন্দিরে পুজো দিতে যান কোচবিহারের রাজা। তিনি মন্দিরে একটি তরোয়াল কিছু বাসনপত্র দিয়ে যান। সেগুলি এখনও রয়েছে মন্দিরে।

ব্যাগ ছিনতাই
মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। রবিবার ঘটনাটি ঘটে নিউ আলিপুরদুয়ারে। মহিলার নাম দেবলীনা মজুমদার। জলপাইগুড়ির করলাভ্যালি চা বাগানের বাসিন্দা ওই মহিলা জানান, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ আলিপুরদুয়ারের নম্বর ওর্য়াডে বাপের বাড়ি থেকে মেয়েকে নিয়ে জলপাইগুড়ি যাচ্ছিলেন। তিনি নিউ আলিপুরদুয়ার স্টেশনের কাছে রিকশায় উঠতে যান। সেই সময় বাইকে চড়ে যুবক তাঁর কাধে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ তদন্ত করছে।

আত্মপ্রকাশ
শহর সবুজ করার পরিকল্পনা নিয়ে আত্মপ্রকাশ করল সেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক মুখ’। রবিবার নিউ শোভাগঞ্জে সংগঠনের ওয়েবসাইটের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়। সভাপতি রাতুল বিশ্বাস জানান, দুঃস্থের পাশে দাঁড়ানো শহর সবুজ করার ইচ্ছা রয়েছে।

হুমকি
স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ দিয়েও চাকরি না পাওয়ায় আমরণ অনশনের হুমকি দিল অল ইন্ডিয়া এসএসবি ভলেন্টিয়ার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক রামসুন্দর মহন্ত জানান, ১৯ সেপ্টেম্বর এসএসবির উত্তরবঙ্গের প্রধান দফতর রানিগরে তারা অনশনে বসবেন। অনশনে ৫০০ জন অংশগ্রহণ করবেন বলে তারা দাবি করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.