টুকরো খবর
ফের চালু মিড-ডে মিল
—নিজস্ব চিত্র।
টানা ১৯ মাস বন্ধ ছিল পুরুলিয়া রাষ্ট্রীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল। জেলাশাসক অবণীন্দ্র সিংহ পরিদর্শন করে এক শিক্ষিকাকে ফের মিড-ডে মিল চালুর নির্দেশ দিয়েছিলেন। তার পর শনিবার থেকে ফের ওই স্কুলে মিড-ডে মিল চালু হল। ছাত্রীদের সঙ্গে স্বয়ং জেলাশাসকও মিড-ডে মিল খেলেন। জেলাশাসক পদাধিকার বলে ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতিও। গত ২২ অগস্ট তিনি ওই স্কুল পরিদর্শনে এসে মিড-ডে মিল বন্ধের খবর শুনেছিলেন। স্কুলের মিড-ডে মিল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা কস্তুরী মুখোপাধ্যায় বলেন, “এতদিন বন্ধ থাকার পরে মূলত জেলাশাসকের উদ্যোগেই আমাদের স্কুলে মিড-ডে মিল চালু হল।” ভাত, পাঁচমেশালি তরকারি ও ডিমের ঝোল ছিল। খুশি পড়ুয়ারাও। তৃতীয় শ্রেণির দেবারতি পাত্র, প্রীতি দাস, অন্বেষা মণ্ডলরা বলেন, “ফের স্কুলে মিড-ডে মিল চালু হল। আমরা খুশি।”

যুবক ‘খুন’
এক যুবককে খুন করার অভিযোগ উঠল পাড়ায়। মৃতের নাম দেবেন রজক (৩০)। পাড়া থানার তেতুলহেটি গ্রামে তাঁর বাড়ি। তিনি ফব-র পাড়া লোকাল কমিটির সদস্য। তাঁকে খুনের অভিযোগ হয়েছে বহড়া গ্রামের আকাশ মাহাতো নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শুক্রবার সকালে দেবেনকে আকাশ বাড়ি থেকে মোটরবাইকে নিয়ে যায় বলে দাবি করেছেন মৃতের দাদা কিশোর রজক। ওই দিন দুপুরে পাড়া স্বাস্থ্যকেন্দ্রে দেবেনকে কিছু বাসিন্দা নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। রবিবার পুলিশের কাছে আকাশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন কিশোরবাবু। পুলিশ জানায়, ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সর্ম্পক নেই। অভিযুক্ত পলাতক।

বাস বন্ধের ডাক
রাজ্যের অন্যান্য এলাকার মতোই আজ, সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলা বাস মালিক সমিতি। সংগঠনের পুরুলিয়া জেলা সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্ত বলেন, ২০০৬ সালের পর থেকে জেলায় বাসের ভাড়া বাড়েনি। কিন্তু এখন ডিজেলের দাম অত্যন্ত বেড়ে যাওয়ায় ওই ভাড়ায় বাস চালানো সম্ভব নয়।”

মদ উদ্ধার, ধৃত
ঝালদা ও জয়পুর থানা এলাকায় শনিবার অভিযান চালিয়ে মদ তৈরির উপকরণ, নকল বিদেশি মদ, পাঞ্চিং মেশিন ও ঝাড়খণ্ডে তৈরি দেশি মদ আটক করল আবগারি দফতর। পুরুলিয়ার আবগারি দফতরের অতিরিক্ত সুপারিন্টেডেন্ট অমিয়াংশু দে’র নেতৃত্বে বরকিটাঁড়, পুন্দাগ, জয়পুর, ঝালদা, ইচাগ ও কর্মাডি গ্রামে অভিযান হয়। ওই ঘটনায় যুক্ত অভিযোগে বরকিটাঁড় গ্রামের বাসিন্দা দুযোর্ধন কুম্ভকারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে সারেঙ্গা থানার সুকাডালি গ্রামের এক যুবককে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম গিয়াসুদ্দিন খান। যুবতীর অভিযোগ, বছর খানেক ধরে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে অনেকবার ধর্ষণ করেছেন ওই যুবক। শনিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হয়।

অবরোধে ছাত্রীরা
বেতন বৃদ্ধির দাবিতে ছাত্রী আবাসে রান্না বন্ধ করেছিলেন রাঁধুনিরা। খাবার না পেয়ে রাস্তা অবরোধ করল ছাত্রীরা। বাঁকুড়ার ইঁদপুর ব্লকের শালডিহা গার্লস হাইস্কুলের কয়েকশো আবাসিক ছাত্রী শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঘণ্টা তিনেক বাঁকুড়া-মানবাজার রাস্তা অবরোধ করে। বিডিও-র প্রতিনিধি ও পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। প্রধান শিক্ষিকা অনিতা মহাপাত্র মন্তব্য করতে চাননি। ইঁদপুরের বিডিও সুবল মহাপাত্র বলেন, “রাঁধুনিদের সমস্যা নিয়ে বৈঠক করব।”

স্টেডিয়ামের বদলে স্পোর্টস অ্যাকাডেমি
পুরুলিয়ায় ইন্ডোর স্টেডিয়াম গড়ার পরিকল্পনা আপাতত স্থগিত রাখল প্রশাসন। মূলত টাকার অভাবেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলাশাসক অবণীন্দ্র সিংহ বলেন, “আপাতত স্টেডিয়ামটিকে খোলা স্টেডিয়াম হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে স্পোর্টস অ্যাকাডেমি গড়া হবে। তিনি জানান, এই পরিকাঠামো গড়ার জন্য পিছিয়ে পড়া এলাকা উন্নয়ন তহবিল (বিআরজিএফ) থেকে দেড় কোটি টাকা মিলেছে। তার সঙ্গে রাজ্য সরকারও সাড়ে ৩৭ লক্ষ টাকা দিয়েছে।

দেহ উদ্ধার
শ্বশুরবাড়ির অদূরে গলায় দড়ি দেওয়া রাইপুর থানার কাড়ামাড়া গ্রামের রাজীব মাণ্ডির (৪৮) ঝুলন্ত দেহ উদ্ধার হল। শনিবার রাইপুরের তেঁতুলচিটা গ্রামের কাছে তাঁর দেহ মেলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.