টুকরো খবর
স্কুল ভোটে উত্তেজনা
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে উত্তেজনা তৈরি হল নদিয়ার ধানতলার হাজরাপুর হাইস্কুলে। ওই নির্বাচন উপলক্ষে সিপিএম যে শিবির করেছিল, তা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সিপিএমের আড়ংঘাটা লোকাল কমিটির সম্পাদিকা লিপিকা বিশ্বাস বলেন, “তৃণমূলের কর্মীরা বহিরাগতদের নিয়ে এসে জাল ভোট দিচ্ছিল। প্রতিবাদ করতে গেলে তারা আমাদের কর্মীদের মারধর করেছে এবং শিবির ভাঙচুর করেছে।” তবে স্থানীয় তৃণমূল বিধায়ক সমীর পোদ্দার বলেন, “সিপিএম মিথ্যা অভিযোগ করছে। কোনও গণ্ডগোল হয়নি।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই স্কুলে ৬টি করে আসনে প্রার্থী দিয়েছে সিপিএম এবং তৃণমূল। স্কুলটি গতবার তৃণমূল দখল করেছিল। নির্বাচন ঘিরে এই দিন সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল। দুপুর ১২টা নাগাদ উত্তেজনা বাড়ে। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। নির্বাচনও ঠিক মতো হয়েছে। ভোটে তৃণমূল পেয়েছে চারটি আসন। সিপিএম দু’টি। রানাঘাট ২ নম্বরের বিডিও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “সকাল থেকেই উত্তেজনা ছিল। তাই ব্যাপক পুলিশি ব্যবস্থাও ছিল। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন যথারীতি হয়েছে। কোনও সমস্যা হয়নি।”

দলবদল
সাগরদিঘির ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দাউদ মণ্ডল সহ দলের ৩ জন দলীয় সদস্য রবিবার কংগ্রেসে যোগ দিলেন। গত বিধানসভা নির্বাচনের সময় সিপিএমের মোরগ্রাম লোকাল কমিটির সদস্য ছিলেন দাউদ। বিধানসভা নির্বাচনে দলেরই প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে করে দল থেকে বহিষ্কৃত হন তিনি। যোগ দেন ফরওয়ার্ড ব্লকে। দাউদ বলেন, “সিপিএমের যে সব নেতার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিধানসভায় প্রার্থী হয়েছিলাম। সিপিএমের মধ্যে দুর্নীতিগ্রস্তরা রয়েছেন।” ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক বিভাস চট্টোপাধ্যায় অবশ্য রবিবার বিকেল পর্যন্ত জানতেন না এই দলবদলের কথা। বিভাসবাবু বলেন, “দলকে কিছু না জানিয়েই এভাবে দলত্যাগ করেছেন দাউদ। তবে এতে সাংগঠনিক কোনও ক্ষতির প্রশ্ন নেই।”

কৃষ্ণনগরে চোরাই গাড়ি উদ্ধার
একটি আন্তঃরাজ্য গাড়ি ছিনতাই চক্রের হদিস মিলল কৃষ্ণনগরে। পুলিশ চারজনকে গ্রেফতার করার পাশাপাশি দু’টি চোরাই গাড়ি উদ্ধার করেছে। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে কয়েক হাজার টাকা ও আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি। জেলার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে যৌথ ভাবে অভিযান চালিয়ে কোতোয়ালি থানার পুলিশ ওই দু’টি গাড়ি উদ্ধার করেছে। এই চুরি চক্রের চাঁইদের ধরার চেষ্টা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, ৫ অগস্ট ঝাড়খণ্ডের দুমকা স্টেশন থেকে তিন জন যাত্রী সেজে একটি গাড়ি ভাড়া করে। তারপরে ফাঁকা জায়গায় চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। চালকের কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় তারা। সেই মোবাইল ফোনের টাওয়ার ধরেই ছিনতাইকারীরা কোথায় পালিয়েছে, তা টের পেয়ে যায়। পালপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রদীপ বিশ্বাস নামে এক যুবককে। তাকে জেরা করে বাকিদের হদিস পাওয়া যায়।

নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
নাবালিকার বিয়ে আটাকাল প্রশাসন। ১৪ বছরের মেয়েকে তার বাবা মুর্শিদাবাদের নওদার একটি হোটেলে নিয়ে এসে বিয়ের ব্যবস্থা করেছিলেন। নাবালিকার বাড়ি নদিয়ার ফাজিলনগরে। তার বিয়ে হওয়ার কথা ছিল ডোমকলের এক পাত্রের সঙ্গে। নওদার আমতলার একটি হোটেলে শনিবার পাত্রপক্ষ ও পাত্রীপক্ষ হাজির হয়। কিন্তু, প্রশাসনের মধ্যস্থতায় তাদের বিয়ে বন্ধ হয়। পাত্রীর বাবা প্রশাসন নাবালিকা বিয়ের খারাপ দিকগুলি ব্যখ্যা করেন। ভুল করছিলেন তা বুঝে তিনি বলেন, “মেয়ের বয়স ১৮ বছর হওয়ার পরই বিয়ে দেব।” নওদা ব্লকের বিডিও মানস মন্ডল বলেন, “আমরা ঐ বিয়ের খবর জানতে পেরে সেখানে জয়েন্ট বিডিও ও পুলিশকে পাঠিয়ে বিয়ে বন্ধ করি।”

লছিমন উল্টে মৃত্যু
লছিমন উল্টে মৃত্যু হয়েছে রেশমাতারা নামে দেড় বছরের এক শিশুকন্যার। বাড়ি জলঙ্গি থানার উত্তর ফরিদপুরে। শনিবার বিকেলে খয়রামারি থেকে ডোমকল যাওয়ার পথে একটি লরিকে পাশ দিতে গিয়ে যন্ত্রচালিত ওই ভ্যান উল্টে যায়। তখন মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই শিশুকন্যা। ওই ঘটনায় দুজন গুরুতর জখম অবস্থায় বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
রবিবার সকালে কলকাতাগামী গরীব রথ এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল মইনুল মণ্ডল (২৩) নামে এক যুবকের। ঘটনাটি ঘটেছে আজিমগঞ্জ-ফরাক্কা রেলপথের গনকর ষ্টেশনের কাছে। মৃতের বাড়ি লালবাগ শহরের পাশে নতুনগ্রামে। তিনি বৃহস্পতিবার থেকে নিঁখোজ ছিলেন বলে জানায় রেল পুলিশ।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে মৃত্যু হয়েছে উরফান মণ্ডল (৪৯)। বাড়ি ডোমকলের রঘুনাথপুর গ্রামে। রবিবার সন্ধ্যায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে হবাজ পড়লে ঘটনাস্থলেই মারা যান।

জয়ী কংগ্রেস
নদিয়ার চাকদহের কদম্বগাছি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হল কংগ্রেস। ৬টি আসনই পেয়েছে কংগ্রেস।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.