|
|
|
|
বিশ্ববিদ্যালয়ের নির্দেশ |
পুজোর আগেই কলেজ-ভোট |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দুর্গাপুজোর আগেই সব কলেজে ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উচ্চশিক্ষা সংসদের পাঠানো নির্দেশিকার ভিত্তিতেই পুজোর আগে কলেজগুলিতে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “উচ্চশিক্ষা সংসদ থেকে একটি নির্দেশিকা এসেছে। তার ভিত্তিতেই কলেজগুলিতে পুজোর আগে ছাত্র সংসদের নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে।” তবে আদালতের নির্দেশ বা অন্য কোনও সমস্যা থাকলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কলেজ পুজোর পরেও ছাত্র সংসদ নির্বাচন করতে পারে। কয়েকটি কলেজে ইতিমধ্যেই নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। মেদিনীপুর কমার্স কলেজে যেমন আগামী ৫ অক্টোবর নির্বাচন হবে।
গত ৬ সেপ্টেম্বর কলেজ অধ্যক্ষকদের নিয়ে এক বৈঠক করেন উপাচার্য। সেখানে জানিয়ে দেন, আগামী ১০ দিনের মধ্যে যেন কোনও কলেজে নির্বাচনের দিন ঘোষণা না করা হয়। উচ্চশিক্ষা সংসদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা চাওয়া হয়েছে। একটি কলেজ অবশ্য এই বৈঠকের আগেই ভোটের প্রস্তুতি শুরু করেছিল। উপাচার্যের নির্দেশে তারা পিছিয়ে আসে। স্নাতক স্তরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪২টি ডিগ্রি কলেজ রয়েছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রতি বছরই বিভিন্ন কলেজে সংঘর্ষ হয়। রাজ্যে পালাবদলের পর থেকে সংঘর্ষের ঘটনা আরও বেড়েছে। পশ্চিম মেদিনীপুরে এক সময় এসএফআইয়েরই ‘একাধিপত্য’ ছিল। তখন বিভিন্ন কলেজের নির্বাচনে তাদের বিরুদ্ধেই ‘জুলুমে’র অভিযোগ উঠত। কোথাও সিপি-টিএমসিপি-ডিএসওকে মনোনয়নে বাধা, কোথাও বিরোধী প্রার্থীদের মারধর বা নানা ভাবে মনোনয়ন প্রত্যাহারে ‘চাপ’ দেওয়ার অভিযোগ।
রাজ্যে পালাবদলের পরে এই জেলার কলেজগুলিতে টিএমসিপি’র প্রভাব বেড়েছে। এই পরিস্থিতিতে কেউই ‘জমি’ ছাড়তে নারাজ। ফলে সংঘর্ষ বাড়ছে। ইতিমধ্যে মেদিনীপুর, খড়্গপুর, ডেবরা, সাঁকরাইলের মতো জায়গায় ছাত্র সংঘর্ষ হয়েছে। কোথাও এসএফআই-টিএমসিপি, কোথাও টিএমসিপি-সিপি সংঘর্ষ। সাধারণত, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই কলেজে কলেজে নির্বাচন শুরু হত। তবে পরিস্থিতি দেখে এ বার তড়িঘড়ি কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন করার ঝুঁকি নেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বদলে নির্বাচন নিয়ে উচ্চশিক্ষা সংসদের নির্দেশিকা চাওয়া হয়েছিল। সম্প্রতি ওই নির্দেশিকা এসে পৌঁছনোর পরই যাবতীয় ধোঁয়াশা কেটেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগে নির্বাচনের ক্ষেত্রে যা যা নিয়ম ছিল, এ বারও তাই রয়েছে। নতুন কিছু সংযোজিত হয়নি। |
|
|
|
|
|