পেট্রোপণ্যের মূল্যবদ্ধির প্রতিবাদে পথ অবরোধ করল বামফ্রন্ট। রবিবার মেদিনীপুরের কেরানিতলায় বেলা এগারোটা নাগাদ অবরোধ শুরু হয়। তার আগে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিএমের শহর জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী-সহ ফ্রন্ট নেতৃত্ব। শহরের গুরুত্বপূর্ণ এলাকা কেরানিতলায় অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যানজট হয়। পথচলতি মানুষ সমস্যায় পড়েন। শুক্রবার থেকেই ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা জুড়ে প্রতিবাদ চলছে। পথে নেমেছে বামফ্রন্ট, বিজেপি, এসইউসি, এমনকী কেন্দ্রে ইউপিএ সরকারের শরিক তৃণমূলও। রবিবার মেদিনীপুর গ্রামীণ এলাকায় তৃণমূলের মিছিল হয়েছে।
|
গণধর্ষণে ধৃতেরা জেল হেফাজতে |
রেলশহর খড়্গপুরে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত ৪ জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার মেদিনীপুর শহর থেকে কালীদাস পট্টনায়েক, প্রবীণ কুমার, গৌতম দাস ও সোমনাথ চক্রবর্তী নামে ওই ৪ যুবককে পুলিশ গ্রেফতার করে। শনিবার আদালতে হাজির করা হলে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন মেদিনীপুরের সিজেএম কল্লোল দাস। ৮ সেপ্টেম্বর রাতে খড়্গপুরের মথুরাকাটিতে একাদশ শ্রেণীর ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে প্রথমে কৌশিক দাস ও প্রতীক দেব নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পরে এই ৪ জনকে ধরা হয়। ঘটনার সঙ্গে ৭ জন জড়িত বলে জেনেছে পুলিশ। বাকি ১ জনের খোঁজ চলছে। ঘটনার প্রতিবাদে রবিবারও একাধিক সংগঠনের পক্ষ থেকে খড়্গপুর টাউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। শহরে পুলিশি নজরদারি আরও বাড়ানোর দাবি তোলা হয়।
|
সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি প্রভাবিত রেলপথ হকার্স ইউনিয়নের দক্ষিণ -পূর্ব রেল এলাকার কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল খড়্গপুরে। এ রাজ্য ছাড়াও সংলগ্ন ঝাড়খণ্ড, ওড়িশার প্রতিনিধিরা এতে যোগ দেন। সম্মেলনের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ প্রবোধ পান্ডা। সম্মেলন থেকে নতুন কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক হয়েছেন খড়্গপুরের বিপ্লব ভট্ট। সভাপতি হাওড়ার গোলাম মোস্তাফা। রেল হকারদের নানা অসুবিধা -সমস্যা নিয়েই সম্মেলনে আলোচনা হয়। |