বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। রবিবার, বেহালার বামাচরণ রায় রোডে। নিকি সিন্ধি (৩৬) নামে ওই মহিলা দিদি-জামাইবাবুর সঙ্গে থাকতেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। হাসপাতালে নিকিকে মৃত ঘোষণা করা হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
|
বৃষ্টি ভেজা রাস্তায় মোটরসাইকেল পিছলে যাওয়ায় আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম মঙ্গল প্রধান (৩০)। রবিবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটেছে বড়তলা থানা এলাকায় এপিসি রোড ও সাহিত্য পরিষদ স্ট্রিটের মোড়ে। ট্রামলাইনে পিছলে যায় মঙ্গলের মোটরসাইকেল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।
|
নির্বাচন ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল আড়িয়াদহের কালাচাঁদ হাইস্কুলে। সেখানকার বাম প্রার্থীদের অভিযোগ, পুলিশের সামনেই তাঁদের মারধর করা হয়েছে। তাঁদের বুথ থেকে বার করে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে বলেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই প্রার্থীরা। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
|
বন্ধ কারখানা থেকে গ্যাস বেরোনোয় এলাকায় আতঙ্ক ছড়াল। রবিবার যাদবপুর থানা এলাকার ওই বন্ধ ল্যাম্প-কারখানা থেকে কটু গন্ধ ছড়ায়। দমকলের পাঁচটি ইঞ্জিন দরজা ভেঙে গ্যাস সিলিন্ডার নিষ্ক্রিয় করে।
|
‘কাজ’ সেরে পালাতে গিয়ে ধরা পড়ল ছিনতাইকারী। ধৃতের নাম শৌভিক লাহা। পুলিশ জানায়, রবিবার সল্টলেকের এফ ই ব্লকে এক বৃদ্ধার হার ছিনিয়ে পালানোর চেষ্টা করে শৌভিক। তখনই এক বাসিন্দা তাকে ধরে ফেলেন। পরে পুলিশে দেওয়া হয় তাকে। |