কলকাতায় ধৃত ৩ মাওবাদী নেতা |
আজ সকালে উত্তর কলকাতার টালা এলাকা থেকে তিন সশস্ত্র মাওবাদী নেতাকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের নাম অভিষেক, নীল ও সমীর। ধৃতদের মধ্যে অভিষেক মুখোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। পুলিশ সূত্রের খবর এই অভিষেক কিষেণজীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং মাওবাদী সিটি কমিটির সেক্রেটারি। দীর্ঘদিন ধরেই অভিষেককে পুলিশ খুঁজছিল। আজ তাদের তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে।
|
পথ দুর্ঘটনা, বীরভূমে আহত ৪০ |
বীরভূমের চাম্পটিবাগান এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাসের ৪০ জন যাত্রী। আজ সকাল ৭টা নাগাদ রামপুরহাট থেকে বহরমপুর যাওয়ার পথে ৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক ৩ যাত্রীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেহাল রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
|
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ কলেজ |
কলেজের নিয়মশৃঙ্খলা-বিষয়ক একটি নির্দেশিকাকে কেন্দ্র করে মতান্তর এবং মতান্তর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ে তৃণমূলের ছাত্র পরিষদ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বুড়ুল কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ কর্তৃপক্ষ নোদাখালি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনলেও বুড়ুল কলেজ কর্তৃপক্ষ আজ থেকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। |