হাসপাতালে তালা দিয়ে পথ অবরোধ |
দুই চিকিৎসকের এক জন ছুটিতে। অন্য জন স্বাস্থ্যকর্তাদের জরুরি তলব পেয়ে চলে গিয়েছিলেন ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। রবিবার বিকেল থেকে চিকিৎসকহীন ছিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। সোমবারও স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কোনও চিকিৎসককে না পেয়ে হাসপাতালে তালা ঝুলিয়ে তিন ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ রোগী এবং বাসিন্দারা। চাঁচল মহকুমার সামসি হাসপাতালে সোমবার সকালে ঘটনাটি ঘটে। ৩ ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধের জেরে চূড়ান্ত নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। পরে স্বাস্থ্যকর্তারা ঘটনাস্থলে গিয়ে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ার দুপুর ১২টা নাগাদ অবরোধ ওঠে। চাঁচলের সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন বিশ্বাস বলেন, “ওই স্বাস্থ্যকেন্দ্রে দু’জন চিকিৎসক রয়েছেন। এক জন ছুটি নিয়েছেন। অন্য জনকে রতুয়া ব্লক হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি এ দিন সামসিতে চলে এসেছেন। আপাতত সমস্যা মিটে গিয়েছে।” অভিযোগ, দুজন চিকিৎসক থাকায় প্রতিদিনই চিকিৎসার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এক এক দিন এমনও হয় যে বেশ কিছু রোগীকে চিকিৎসা না করিয়ে ফিরে যেতে হয়। রবিবার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের দেখা পাননি রোগীরা। ফের একই ঘটনা ঘটায় রোগী-সহ স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন।
|
মশা দমনে ব্যবস্থা পুরসভায় |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
মশা দমনে শুক্রবার রামপুরহাট পুরসভা ১ লক্ষ ২০ হাজার টাকা রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছে বলে জানান পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি। তিনি বলেন, “ওই টাকায় ১০টি যন্ত্র কিনে রবিবার ১৭টি অওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে মশা দমনে কীটনাশক স্প্রে করা হয়। এর আগে পুরসভায় ৭টি যন্ত্র দিয়ে কাজ চলছিল। ফলে প্রতিটি ওয়ার্ডে ২টি করে যন্ত্র ব্যবহার করায় সব ওয়ার্ডে কীটনাশক স্প্রে করা সম্ভব হয়নি। আরও যন্ত্র আসায় সুবিধা হয়েছে।” কীটনাশক স্প্রে করার পাশাপাশি ব্লিচিং ছড়ানো হবে বলে পুরপ্রধান জানিয়েছেন।
|
শামুকতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার শামুকতলা চালহাটিতে চোখ পরীক্ষা ও চিকিৎসা শিবির হল। ৪৫০ জনের চোখ পরীক্ষা হয়। ৭০ রোগীকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। |