টুকরো খবর |
উন্নয়ন বৈঠক বয়কট বাম বিধায়কদের |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
জেলার উন্নয়ন সংক্রান্ত বৈঠকে জেলা থেকে নির্বাচিত তিন সিপিএম বিধায়ক ও বিভিন্ন দফতরের জেলা আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সিপিএম পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি-সহ অন্য সদস্যদের আমন্ত্রণ জানানো হয়নি। এই ঘটনার প্রতিবাদে সভা বয়কট করলেন সিপিএমের সেই তিন বিধায়ক। সোমবার জেলার দশটি ক্ষেত্রকে চিহ্নিত করে একটি জরুরি সভার আহ্বান করেছিলেন অতিরিক্ত নির্বাহী আধিকারিক (জেলা পরিষদ) অশোক সাহা। বৈঠকে জেলার প্রত্যেক বিধায়কের পাশাপাশি কৃষ্ণনগর ও রানাঘাটের দুই সাংসদকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক ও অন্যান্য আধিকারিকেরাও। বৈঠক বয়কট করা প্রসঙ্গে পলাশিপাড়ার বিধায়ক সিপিএমের এসএম সাদি বলেন, “জেলার উন্নয়ন সংক্রান্ত কোনও বৈঠকে নির্বাচিত জেলা পরিষদের সভাধিপতি ও সদস্যেরা আমন্ত্রিত থাকবেন এটাই স্বাভাবিক। তাঁদের বাদ দিয়ে সভা ডাকা শুধু অগণতান্ত্রিক নয়, সংবিধান বিরোধীও। তাই আমরা বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক অশোক সাহা অবশ্য বলেন, “এই বৈঠক কেবল বিধায়কদের সঙ্গেই করা হয়েছে। সেই মতো সমস্ত বিধায়ককে ডাকাও হয়েছিল। এর সঙ্গে জেলা পরিষদের কোনও সম্পর্ক নেই।”
|
ছাত্রীদের উত্ত্যক্ত করায় ধৃত দুই মদ্যপ |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
স্কুলের ভিতরে ঢুকে ছাত্রীদের কটুক্তি করার অপরাধে পুলিশ দুই মদ্যপ যুবককে গ্রেফতার করেছে। ধৃতেরা হল কান্দি থানার যশোহরি গ্রামের আপেল শেখ ও নুর ইসলাম। পুলিশ জানিয়েছে, সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই দুই যুবক মদ্যপ অবস্থায় কান্দির কুলি সাধারণ বিদ্যাপীঠে হাজির হয়। তখন যথারীতি ক্লাস শুরু হয়ে গিয়েছে। তারা দোতলায় ক্লাস এইটের ঘরের সামনে গিয়ে ছাত্রীদের উদ্দেশে অশ্লীল মন্তব্য ও গালিগালাজ করতে থাকে। প্রধান শিক্ষক খবর পেয়ে তাদের স্কুল থেকে বেরিয়ে যেতে বলেন। স্কুল থেকে চলে যাওয়ার সময় ওই দুই যুবক আবার ছাত্রীদের লক্ষ করে কটুক্তি করতে থাকে। কয়েকজন শিক্ষককে মারধরের হুমকি পর্যন্ত দেয়। তারপর স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। কান্দি থানার পুলিশ তাদের গ্রেফতার করে। ক্লাস চলাকালীন দুই মদ্যপ যুবক স্কুলের ভিতর ঢুকল কীভাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জবাবে প্রধান শিক্ষক পলাশ লোচন হাজরা বলেন, “ ক্লাসঘর সংস্কারের কাজ চলছে। তাই রাজমিস্ত্রিদের যাতায়াতের জন্য বিদ্যালয়ের প্রধান গেট খোলা আছে। সেখান দিয়েই মদ্যপরা স্কুলে ঢোকে।”
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাসের ধাক্কায় এক যন্ত্রচালিত ভ্যান আরোহীর মৃত্যু হয়েছে। নাম সার্থক হালদার (৬৫)। কৃষ্ণগঞ্জের ময়রাপাড়ার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে কোতোয়ালি থানার কুলগাছি বাজার থেকে দুই নাতিকে সঙ্গে নিয়ে যন্ত্রচালিত ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। ভ্যানের চালক ছিলেন সার্থকবাবুর বড় নাতি সুব্রত হালদার। ঝাউতলার কাছে কৃষ্ণনগর-মাজদিয়া রাজ্য সড়কের উপর মাজদিয়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই সার্থক হালদারের মৃত্যু হয়।
|
রাজস্থানের হিরে উদ্ধার কালীগঞ্জে |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নাকাশিপাড়া ও কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় হানা দিয়ে বেশ কয়েক লক্ষ টাকার হীরে ও মূল্যবান পাথর উদ্ধার করল রাজস্থান পুলিশের একটি দল। নদিয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে রাজস্থানের জয়পুরের একটি সোনার দোকানে কাজ শুরু করেছিল কালীগঞ্জের জুরানপুরের বাসিন্দা সুবোধ দে নামে এক যুবক। মাসখানেক আগে সে ওই দোকান থেকে লক্ষাধিক টাকার সোনা ও হীরের গয়না নিয়ে চম্পট দেয়। তদন্তে নেমে রাজস্থান পুলিশ তাকে সম্প্রতি কলকাতার সোনাগাছি এলাকা থেকে গ্রেফতার করে। এরপর পুলিশ তাকে সঙ্গে নিয়ে জুরানপুর ও নাকাশিপাড়ার উদয়চন্দ্রপুর, মুড়াগাছা এলাকায় তার আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েক লক্ষ টাকার হিরে উদ্ধার করে।
|
|
রাস্তা নয়, যেন পুকুর। নদিয়ার ধানতলার পানিখালি মোড়ের কাছে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।
|
|
ছাত্র প্রহৃত, অভিযুক্ত শিক্ষক |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
সপ্তম শ্রেণির এক ছাত্রকে শ্রেণি কক্ষের ভিতর আছাড় মারার ঘটনায় শনিবার অভিযুক্ত হলেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের এক শিক্ষক। ওই শিক্ষককে ছাত্রটি কটুক্তি করার ওই ঘটনা বলে জানা গিয়েছে। ছাত্রটি এ কথা স্বীকারও করেছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত শিক্ষকও এ ব্যাপারে অনুতপ্ত বলে জানান। প্রধানশিক্ষক সুকেশ ভৌমিক বলেন, “উত্তেজিত অবস্থায় অনভিপ্রেত ঘটনা ঘটেছে। মিটমাটও হয়ে গিয়েছে।”
|
আত্মঘাতী ছাত্রী |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন কলেজ পড়ুয়া। নাম ফরিদা পরভিন (২১)। বাড়ি সুতি থানার লক্ষীপুর গ্রামে। সোমবার ভোরে ঘটনাটি ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছর বাংলা অনার্স নিয়ে জিয়াগঞ্জের একটি কলেজে তিনি ভর্তি হন। কিন্তু অনার্স কোয়ালিফাই করতে পারেন নি। সম্প্রতি রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে আবেদন করেও ব্যর্থ হন। ফলে হতাশা থেকেই আত্মঘাতী হন বলে সন্দেহ পরিবারের লোকজনের।
|
বিষক্রিয়ায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ভাই-বোনের মধ্যে ঝগড়ার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক কিশোরী। নাম ফুলটুসি খাতুন (১৬)। বাড়ি রঘুনাথগঞ্জের রানিনগর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
|
জয়ী বামফ্রন্ট |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়লাভ করল বামফ্রন্ট। রবিবার নওদা থানার সরযুবালা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে বামেরা ৬টি আসনেই জয়লাভ করে। কংগ্রেস সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল। তৃণমূল নির্বাচনে লড়েনি। বিগত বছরেও পরিচালন সমিতি বামফ্রন্টের দখলে ছিল।
|
ধৃতের জেল হাজত |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
ধর্ষণের চেষ্টার অভিযোগে সমাজকল্যাণ দফতরের এক কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। মলয়শঙ্কর আইচ নামে ওই সরকারি কর্মীকে সোমবার সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
দেহ উদ্ধার |
লালগোলার চোঁয়াপুকুর গ্রামে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। নাম, সফিকুল সরকার। তদন্তে নেমেছে পুলিশ। |
|