টুকরো খবর
নক আউট ফুটবলে জয়ী জাগরণী সঙ্ঘ
ছবি: পার্থসারথি নন্দী।
বনগাঁ পশ্চিমাঞ্চল ক্রীড়া সমিতি পরিচালিত ৮ দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নদিয়ার বিষ্ণুপুরের জাগরণী সঙ্ঘ। শুক্রবার গোপালনগরের হরিপদ ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত ফাইনালে তারা টাইব্রেকারে হারিয়ে দেয় আকাইপুর তরণ সঙ্ঘকে। নির্দিষ্ট সময়ে খেলার ফলাফল ছিল ১-১। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে এগিয়ে যায় জাগরণী। কয়েক মিনিটের মধ্যেই সমতা ফেরয় তরুণ সঙ্ঘ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন চ্যাম্পিয়ন দলের রাকেশ ব্যাপারী। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে নগদ অর্থ এবং ট্রফি দেওয়া হয়। কয়েক হাজার মানুষ খেলা দেখতে আসেন। ক্রীড়া সমিতি পরিচালিত প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লিগও সম্প্রতি শেষ হয়েছে। প্রথম বিভাগ ফুটবল লিগে জয়ী হয়েছে অগ্রগামী সঙ্ঘ। রানার্স অলিম্পিক ক্লাব। প্রথম বিভাগ লিগে খেলে ৯টি দল। দ্বিতীয় বিভাগ লিগে শ্রীমন্তপুরের মুক্তি সঙ্ঘ ফাইনালে হরিশপুর যুবগোষ্ঠীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই বিভাগে ১৪টি দল খেলে।

সাঁতারে জয়ী কলেজ স্কোয়ার
ছবি: প্রকাশ পাল।
রিষড়া সুইমিং ক্লাবের ৪০ তম বার্ষিক জলক্রীড়া গত শনিবার অনুষ্ঠিত হয়ে গেল। পরের দিন সারা বাংলা সাঁতার প্রতিযোগিতা হয়। আয়োজকেরা জানান, বিভিন্ন জেলার ৩৪টি ক্লাবের বিভিন্ন বয়সের ৪৩৬ জন প্রতিযোগী আসরে নামেন। দলগত চ্যাম্পিয়ন হয় কলকাতার কলেজ স্কোয়ার সুইমিং ক্লাব। এক পয়েন্ট কম পেয়ে রানার্স রিষড়া স্যুইমিং ক্লাব। চ্যাম্পিয়ন ক্লাবকে প্রয়াত বাবুলাল মোহতা ট্রফি দেওয়া হয়। রানার্স দল পায় প্রয়াত রঘুনাথজি সোনি ট্রফি। ব্যক্তিগত ক্ষেত্রে পুরুষ ও বালক বিভাগে জয়ী কলেজ স্কোয়ারের কুণাল বসাক। মহিলা ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ব্যারাকপুরের নোনা চন্দনপুকুরের পৌলমী দাস। বালকদের (চতুর্থ গ্রুপ) বিভাগে চ্যাম্পিয়ন বর্ধমানের কালচারাল ইনস্টিটিউশনের সাহিল সর। গ্রুপ-ফোর বালিকা বিভাগে জয়ী কলেজ স্কোয়্যারের অঙ্কণা রায়। চ্যাম্পিয়ন দলের কোচ জ্ঞানরঞ্জন দাস পুরস্কৃত হন।

এ বার জম্মুতে খেলবেন টোলগেরা
জম্মুতে আজ মঙ্গলবার ওকোলি-টোলগে জুটিকে শুরুতে না-ও খেলাতে পারে মোহনবাগান। কাশ্মীর সফরে এটা সন্তোষ কাশ্যপের দলের দ্বিতীয় প্রদর্শনী ম্যাচ। আগের ম্যাচে যাদের ৪-০ হারিয়েছিলেন টোলগেরা, এ দিনের প্রতিদ্বন্দ্বী তারাই। দীর্ঘদিন পর মোহনবাগান খেলতে এসেছে ভূস্বর্গে। ফলে আগ্রহ তুঙ্গে। টিকিটের হাহাকার। কিন্তু মাঠের অবস্থা চিন্তায় ফেলেছে পুরো টিমকে। ফেড কাপের আগে ঘুরিয়ে ফিরিয়ে রিজার্ভ বেঞ্চ দেখে নেওয়ার ইচ্ছেও রয়েছে মোহন-কোচেরও। ফলে ফরোয়ার্ডে টোলগের সঙ্গে শুরু করতে পারেন অনিলকুমার। পরে নামানো হতে পারে ওডাফাকে। সন্তোষ কাশ্যপ সাংবাদিকদের বলেছেন, “যারা আগের ম্যাচে খেলেনি তাদের খেলাতে চাই। দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব ম্যাচের দিন সকালে।” মহমেডানের লড়াই শুরু: ফেডারেশন কাপে যোগ্যতা অর্জনের জন্য মহমেডান স্পোর্টিংয়ের লড়াই শুরু আজ থেকে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আইজল এফ সি। দলের ফুটবলাররা সুস্থ থাকলেও জ্বর-পেট খারাপে কাবু সাদা-কালো কোচ অলোক মুখোপাধ্যায়। জামশেদপুর থেকে ফোনে বলছিলেন, “মাত্র তিন দলের গ্রুপ। ম্যাচটা জিততেই হবে।” গ্রুপের অন্য দুই দলহ্যাল এবং আইজল এফসি। গ্রুপে চ্যাম্পিয়ন হলে তবেই মিলবে ফেড কাপের মূল পর্বের টিকিট। কলকাতা লিগের ম্যাচে ক’দিন আগেই হোসে ব্যারেটোর ভবানীপুরের কাছে হারতে হয়েছে মহমেডানকে। রক্ষণ শক্তিশালী করতে নতুন বিদেশি স্টপার ড্যানিয়েল ওজিকে শুরু থেকেই নামাবেন অলোক। অসীম বিশ্বাস ও সানডে শুরু করবেন ফরোয়ার্ডে। পিছন থেকে খেলবেন অ্যালফ্রেড। জামশেদপুরের কিনান স্টেডিয়াম থেকে এক ঘণ্টা দূরত্বে আছে মহমেডান দল। মহমেডান কোচ জানালেন, মাঠের হাল দেখার সুযোগ হয়নি।

ফাইনালে হার অঙ্কিতার
জাতীয় র‌্যাঙ্কিং টেবল টেনিসের দক্ষিণাঞ্চল মিটে চ্যাম্পিয়ন হতে ব্যর্থ বাংলার ছেলে-মেয়েরা। অলিম্পিয়ান অঙ্কিতা দাস রানার্স হলেন মেয়েদের বিভাগে। ফাইনালে অঙ্কিতা ৭-১১, ১১-৫, ১১-৪, ৭-১১, ৪-১১ হেরে যান শামিনির কাছে। অন্য দিকে পুরুষদের ফাইনালেই উঠতে পারেননি বাংলার কেউ। চ্যাম্পিয়ন অচান্ত শরদ কমলের কাছে সেমিফাইনালে ১-১১, ৭-১১, ১১-১৩, ৮-১১ হারেন অনির্বাণ ঘোষ। অন্য সেমিফাইনালে জুবিন কুমারের কাছে সৌম্যদীপ রায় ৮-১১, ৭-১১, ৪-১১, ৬-১১ হারেন। সেমিফাইনালে অঙ্কিতা হারিয়েছিলেন মৌমা দাসকে। শামিনি হারান পৌলমী ঘটককে।

দোলা-রাহুলের নতুন দায়িত্ব
কবাডি এবং তিরন্দাজিতে তৃণমূল স্তর থেকে প্রতিভা খুঁজে বার করতে বিশেষ প্রকল্প গড়ল রাজ্য সরকার। যুবকল্যাণ দফতরের নয়া প্রকল্পের নাম ‘প্রতিভার সন্ধানে’। সোমবার মহাকরণে যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, রাজ্যের গ্রামস্তর থেকে খেলোয়াড় তুলে নিয়ে এসে জেলাস্তরে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে। সেখান থেকে কবাডি ও তিরন্দাজিতে পুরুষ ও মহিলা মিলিয়ে রাজ্যস্তরে ৩০ জনকে বেছে নেওয়া হবে। চূড়ান্ত বাছাইদের সাইয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মন্ত্রী জানান, তিরন্দাজিতে জেলাওয়াড়ি প্রতিভা তুলে আনতে বিশেষ ভূমিকা নেবেন দুই তারকা দোলা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায়। ২০ নভেম্বর থেকে এক মাস জেলা শিবির হবে।

রবিকান্তদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের দুই বাংলার ক্রিকেটার রবিকান্ত সিংহ এবং সন্দীপন দাসকে মহাকরণে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁদের হাতে দু’লক্ষ টাকার দু’টি চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। যে বল নিয়ে রবিকান্ত ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন সেটা-সহ দু’টি বল মুখ্যমন্ত্রীকে উপহার দেন দুই ক্রিকেটার।

শিবলিঙ্গ অভিযান
পবর্তারোহীদের কাছে সব সময়ই যা বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে এত দিন, সেই শিবলিঙ্গ শৃঙ্গ জয় করার উদ্দেশে অভিযান চালাবে ইয়ুথ হোস্টেলস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া-র (দমদম শাখা) পরিচালিত একটি দল। শিবলিঙ্গের জোড়া শৃঙ্গ (উত্তর-পূর্ব ২১, ৪৬৫ ফিট, দক্ষিণ পশ্চিম ২১, ৩২৯ ফিট) জয়ই থাকবে লক্ষ্য। পশ্চিম প্রান্ত দিয়ে জোড়া শৃঙ্গ অভিযান এর আগে কোনও ভারতীয় দল করেনি। প্রসেনজিৎ সামন্তর নেতৃত্বাধীন দলটি রওনা হবে ১২ সেপ্টেম্বর।

জিতল পোর্ট, কালীঘাট
সোমবার কলকাতা প্রিমিয়ার লিগে বড় জয় পেল কালীঘাট ক্লাব। সদ্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কালীঘাটে যোগ দিয়েছেন অমল দত্ত। রাণাঘাটে এ দিন তারা ৩-০ হারাল পশ্চিমবঙ্গ পুলিশকে। অমল দত্ত অবশ্য মাঠে যেতে পারেননি। গোল করেন অভিষেক বিশ্বাস, ইমানুয়েল এবং সুং হো। অন্য ম্যাচে গয়েশপুরে সাব্বির আলির সাদার্ন সমিতি ০-৩ হারল মনোরঞ্জন ভট্টাচার্যের পোর্ট ট্রাস্টের কাছে। গোল করেন প্রশান্ত, সায়ো এবং একটি আত্মঘাতী।

সচিন ফেসবুকে
সদ্য সচিন তেন্ডুলকরকে সেঞ্চুরি করতে দেখেছেন আর ইচ্ছে করছে অভিনন্দন জানাবেন! আর সমস্যা নেই। ফেসবুকে সরাসরি জানাতে পারেন বাহবা। মঙ্গলবার সচিন ঢুকে পড়লেন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। টুইটারে এসেছিলেন বছর খানেক আগেই। ফেসবুকে ভিডিও বার্তায় সচিন জানিয়েছেন তাঁর এই নতুন ইনিংস শুরুর গল্প। এক ঘণ্টার মধ্যেই চার লক্ষ ভক্ত ঢুকে পড়েন তাঁর পেজ-এ। কেউ অভিনন্দন জানাচ্ছেন। কেউ ‘লাইক’ করছেন। সচিনের জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনার ঝলক রয়েছে তাঁর পেজ-এ। প্রথম সেঞ্চুরির থেকে রাজ্যসভার সদস্য হওয়ার বৃত্তান্ত।

জয়দীপ চারে
বিশ্ব শুটিংয়ের প্রোন বিভাগের র‌্যাঙ্কিং-এ জয়দীপ কর্মকার এখন চতুর্থ। এর আগে যে জায়গা ছুঁতে পারেননি কোনও ভারতীয়, সোমবার সেখানেই পৌছলেন অলিম্পিকে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হওয়া বঙ্গসন্তান। অলিম্পিক নয়, সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্ব শুটিং সংস্থা র‌্যাঙ্কিং ঠিক করে। জয়দীপ বললেন, “জীবনের সর্বোচ্চ জায়গায় পৌঁছলাম। এর আগে ভারতের একজনই প্রোন বিভাগে সর্বোচ্চ ১২ হয়েছিলেন।” সামনের সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করবেন ঠিক করেছেন জয়দীপ।

অভিষেক একশোয়
দাবা অলিম্পিয়াডের রুপো এক ধাক্কায় তাঁকে ঢুকিয়ে দিয়েছে বিশ্বর‌্যাঙ্কিংয়ে প্রথম একশোয়। এ বার রাজস্থানের অভিষেক গুপ্তর লক্ষ্য বছরের শেষে ২৭০০ পয়েন্ট। ইস্তানবুলে রবিবার অভিষেকের রুপো জয় ছিল ২২ বছর পর এই টুর্নামেন্টে কোনও ভারতীয়ের পদক জয়। নোভিসাদে ১৯৯০-এ দিব্যেন্দু বড়ুয়া সোনা জেতেন। ইস্তানবুলে অবশ্য তানিয়ে সচদেবও ব্রোঞ্জ জিতেছেন। অভিষেক বলছেন, “এই জয় দারুণ আনন্দের। তানিয়াকেও অভিনন্দন। দাবা অলিম্পিয়াডের পদক অলিম্পিকের পদকের সমান নয়, তবু আশা করব লোকে আমাদের কথাও জানুক।” দশ দিনের মধ্যেই যাচ্ছেন বাকু ওপেন খেলতে।

খেলাপ্রমী অমিতাভ
ইউএস ওপেনের পুরুষদের ফাইনাল দেখতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। টুইটে জানান, সারা রাতের উড়ানে ক্লান্ত হলেও খেলা দেখতে তীব্র আগ্রহী তিনি।

অন্য খেলায়
সিএলটি টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ১৪-১৬ সেপ্টেম্বর




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.