টুকরো খবর |
কোচবিহার সাজাচ্ছে বন দফতর |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পর্যটক টানতে কোচবিহার শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন উদ্যান ঢেলে সাজাতে উদ্যোগী হল বন দফতর। দফতরের উদ্যান ও কানন শাখা সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে ওই কাজ শুরুর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। শীতের আগে শেষ হবে। যে সমস্ত উদ্যান সংস্কার করা হবে সেগুলি হল কেশব আশ্রম, গোলবাগান, শহিদ বাগ মুক্তমঞ্চ, স্টেশন গার্ডেন, স্ট্যাচু গার্ডেন, এবিএন শীল কলেজ উদ্যান। এ ছাড়াও সাগরদিঘি পাড়, জেল চত্বর, দৃষ্টিহীন বিদ্যালয়ের উদ্যান সংস্কারের পরিকল্পনা আছে। রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “পর্যটকদের কাছে কোচবিহার শহরের আকর্ষণ বাড়াতে ওই পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রস্তুতির কাজ অনেকটা এগিয়েছে। আশা করছি পুজোর আগে কাজ শুরু হয়ে যাবে।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, কেশব আশ্রম কোচবিহারের অন্যতম আকর্ষণীয় স্থান। কিন্তু পরিচর্যার অভাবে তা নষ্ট হতে বসেছে। শহরের গোলবাগানেরও বেহাল দশা হয়েছে। স্টেশন গার্ডেন সংস্কারের অভাবে ধুঁকছে। ওই পরিস্থিতি নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সেই সঙ্গে পর্যটকদের কাছেও ভুল বার্তা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অবশেষে বনমন্ত্রী নিজে সেগুলির হাল ফেরাতে উদ্যোগী হয়েছেন। উদ্যান ও কানন শাখার উত্তরবঙ্গের ডিএফও রাণা দত্ত বলেন, “উদ্যানগুলিতে গাঁদা, গ্ল্যাডিওল্যাস, ডালিয়া ছাড়াও বিভিন্ন প্রজাতির ফুলের চারা বোনা হবে। ফুল ফুটলে দর্শণীয় হয়ে উঠবে।” দফতরের এক আধিকারিক জানান, উদ্যানগুলি সংস্কারের জন্য প্রায় ২০ লক্ষ টাকা খরচ হবে। উদ্যান ছাড়াও সাগরদিঘি পাড় ঢেলে সাজানো হবে। ওই কাজে সাড়ে ৩ লক্ষ টাকা খরচ করা হবে। বনমন্ত্রী বলেন, “বামফ্রন্টের সময় শহরের উদ্যান রক্ষণাবেক্ষণে কোনও ব্যবস্থা ছিল না। আমরা ওই খামতি মেটাতে চেষ্টা করছি।” প্রাক্তন বনমন্ত্রী তথা সিপিএম নেতা অনন্ত রায় অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। আমরা নিয়মিত উদ্যান সংস্কারের ব্যবস্থা করেছিলাম। ওঁরা দায়িত্ব নেওয়ার পরে সেগুলি বেহাল হয়ে পড়েছে।”
|
মোটর সাইকেলের ধাক্কা, হরিণ মৃত |
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হল একটি অন্তঃসত্ত্বা হরিণের। জখম হলেন মোটর সাইকেল আরোহীও। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোয়ালতোড়ের কাদড়ায়। বন দফতর ও পুলিশ সূত্রে খবর, চন্দ্রকোনা রোড-সারেঙ্গা রাস্তা ধরে মোটর সাইকেলে গোয়ালতোড়ের দিকে যাচ্ছিলেন দাসপুরের নিমতলার স্বপন দোলই। তখনই গোয়ালতোড় জঙ্গল থেকে বেরিয়ে বড় কাদড়া জঙ্গলে যাবে বলে রাস্তা পেরোচ্ছিল ৮ মাসের অন্তঃসত্ত্বা ওই চিতল হরিণটি। ডিএফও (মেদিনীপুর) আশিস সামন্ত বলেন, “ওই হরিণটি অন্তঃসত্ত্বা ছিল। তার দেহের ময়নাতদন্ত করা হবে।”ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই জখম মোটর সাইকেল আরোহী স্বপনবাবুকে উদ্ধার করে গোয়ালতোড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ‘রেফার’ করে দেন চিকিৎসকেরা। ডিএফও বলেন, “যেহেতু দুর্ঘটনা তাই মোটর সাইকেল আরোহীর বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। তবে আর যাতে না ওই রাস্তায় দুর্ঘটনায় কোনও হরিণ মারা না যায় তার ব্যবস্থা করা হবে।” বন দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত হয়ে হরিণটি বড় কাদড়া জঙ্গলে ঢুকে যায়। পরে তার মৃত্যু হয়। এলাকার মানুষ ও বনকর্মীরা জঙ্গলে তল্লাশি চালিয়ে দুপুর তিনটে নাগাদ হরিণটির দেহ উদ্ধার করে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কাদড়া, গাংদুয়ারি, বড় কাদড়া, গোয়ালতোড় সংলগ্ন এই সব জঙ্গলগুলিতে ১৫-২০টি হরিণ আছে।
|
|
পা মিলিয়ে। বিষ্ণুপুর রেঞ্জের লোটিহিল গ্রামে সোমবার ছবিটি তুলেছেন শুভ্র মিত্র। |
|
অনুমতি ছাড়াই গাছ কাটার নালিশ কুলটিতে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কুলটি পুরসভার একটি পার্কে একটি গাছ কাটাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়াল কুলটি থানার মিঠানি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ দিন সকালে হঠাৎই দেখেন কয়েক জন লোক গাছটি কাটছে। বাসিন্দারা জড়ো হয়ে গাছ কাটা বন্ধ করেন ও পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে যারা গাছগুলি কাটছিল, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের কাছে তারা দাবি করে, পুরসভার কাছ থেকে অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে। এর পর বাসিন্দারা পুরসভার উপপুরপ্রধান বাচ্চু রায়ের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, পুরসভার তরফে সে রকম কোনও অনুমতি দেওয়া হয়নি। কী ভাবে গাছ কাটা হচ্ছিল পুর কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবেন বলেও জানানো হয়।
|
মারা গেল রানির পুষ্যি |
সংবাদসংস্থা • লন্ডন |
বাকিংহাম প্রাসাদ ছিল তার ঠিকানা। খোদ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রিয় পুষ্যি সে। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রানিমা আর জেমস বন্ডকে নিয়ে তৈরি ছবির ক্লিপেও দেখা গিয়েছিল তাকে। ‘সেলিব্রিটি’ সেই কর্গি কুকুর মন্টির মৃত্যু হয়েছে। ব্রিটেনের একটি দৈনিক এই খবর জানিয়েছে। রাজপ্রাসাদের তরফে যদিও ১৩ বছরের মন্টির মৃত্যুর কারণ নিয়ে মুখ খোলা হয়নি। মন্টির সঙ্গে মারা গিয়েছে সাইডার নামে আর একটি ডর্গি কুকুরও। জানা গিয়েছে, এক মার্কিন ঘোড়া বিশেষজ্ঞের নাম অনুসারে মন্টির নাম রাখা হয়েছিল। রানিমাকে বাকিংহামের ঘোড়া ও ডর্গি কুকুর নিয়ে পরামর্শ দিতেন তিনি। এখন বাকিংহামে রানির আরও দু’টি ডর্গি রয়েছে--উইলো আর হলি। এই দু’জনকেও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল।
|
সর্পদষ্টের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
রবিবার রাতে বাঁকুড়ার কোতুলপুর থানার ট্যাংরাখালিতে সর্পদষ্ট হন এক বধূ। পুলিশ জানায়, চম্পা রায় (২৮) নামে ওই বধূকে বাড়ির উঠোনেই সাপে ছোবল দেয়। তাঁকে আনা হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। সোমবার ভোরে সেখানেই মারা যান তিনি। অন্য দিকে, রবিবার রাতে পুড়শুড়ার শ্যামপুরে বিষপান করে আত্মঘাতী হয়েছেন রবিন মাজি (৪১) নামে এক দিনমজুর।
|
চিতাবাঘের আক্রমণ |
সংবাদসংস্থা • বাহরাইচ |
চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত উত্তরপ্রদেশের জামুনিয়া করিকট গ্রামের কান্তি নামে সাত বছরের এক মেয়ে। চিতাবাঘটি কাটারনিয়াঘাট অভয়ারণ্যের।
|
অজগর উদ্ধার |
সংবাদসংস্থা • ইরোড |
তামিলনাড়ুর আন্থিয়ুরের কাছে আখের ক্ষেত থেকে ১২ ফুট লম্বা একটা অজগর উদ্ধার করেন বনকর্মীরা। পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ১৭ কেজির অজগরটিকে।
|
রুজির টানে |
|
মৌচাক থেকে মধু সংগ্রহ। বাঁকুড়ার ওন্দার পেড়োরা
গ্রামে অভিজিৎ সিংহের তোলা ছবি। |
|
হত গন্ডার |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
স্ত্রী গন্ডারের খড়্গ-কাটা দেহ মিলল কাজিরাঙায়। বনকর্তাদের অনুমান, চোরাশিকারিদের গুলিতেই তার মৃত্যু হয়।
|
বিমানে মৌমাছি-হানা |
বিমানবন্দরে মৌমাছির হানায় সোমবার ছাড়তে দেরি হল পটনাগামী ইন্ডিগোর উড়ানের। পরে দিল্লি ও বেঙ্গালুরুগামী বিমানেও হানা দেয় মৌমাছির দল। প্রত্যক্ষদর্শীরা জানান, অগুনতি মৌমাছি ধেয়ে আসে। ২৩ অগস্টও এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আক্রমণ করে মৌমাছি। আমলে ওখানে অনেক অবৈধ কাজ হয়েছে। বিগত অডিটেও গোলমাল রয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্তের জন্য সদর মহকুমা শাসককে বলেছি। সে জন্যও পুরনো নথি সরানো হতে পারে।”
|
|