উৎসবের মরসুমের মুখে জোর ধাক্কা খেল দেশের গাড়ি শিল্প। অগস্টে এক ধাক্কায় ১৮.৫৬ শতাংশ (প্রায় ১৯%) কমে গেল যাত্রী গাড়ির বিক্রি। গত ১০ মাসে সব থেকে বেশি। ওই সময় রফতানিও কমেছে ২৬.৮%। ১১ বছরে এই প্রথম। সাড়ে তিন বছরের রেকর্ড ভেঙে ৮.৪৬% বিক্রি কমেছে মোটরসাইকেলেরও। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, চলতি আর্থিক বছরের পূর্বাভাস ফের কমানোর কথা ভাবছে গাড়ি নির্মাতাদের সংগঠন সিয়াম। সঙ্কট কাটাতে উৎপাদন শুল্ক কমানোরও আর্জি জানিয়েছে তারা। সিয়ামের অন্যতম কর্তা সুগত সেনের দাবি, চড়া সুদ, পেট্রোলের মূল্যবৃদ্ধি-সহ নানা কারণে এখনও ক্রেতা শো-রুম বিমুখ। এই ধারা বজায় থাকলে, উৎসবের মরসুমেও গাড়ি বিক্রি কতটা বাড়বে, তা নিয়ে সন্দিহান তাঁরা। সিয়াম-কে যথেষ্ট চিন্তায় রাখছে ভারি বাণিজ্যিক গাড়ি বিক্রি ৯% কমাও। অনেকে অবশ্য মনে করছেন, মারুতি-সুজুকির কারখানা বন্ধ থাকারই প্রভাব পড়েছে এ বারের পরিসংখ্যানে।
|
প্রায় ৩৫ কোটি ডলারে সুইস তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সংস্থা লোডস্টোন হোল্ডিং কেনার কথা ঘোষণা করল ইনফোসিস। একই দিনে মার্কিন সংস্থা মার্শ-কেও হাতে নেওয়ার কথা জানিয়েছে তাদের বিপিও শাখা ম্যাকক্যামিশ সিস্টেমস। হাতে নগদ থাকা সত্ত্বেও অধিগ্রহণের পথে না-হাঁটায় দীর্ঘ দিনই সমালোচিত হচ্ছিল ইনফোসিস। সোমবার সিইও এস ডি শিবুলালের দাবি, খোলনলচে বদলে ঘুরে দাঁড়াতেই ১,৯১৩ কোটি টাকায় ওই সুইস সংস্থা কেনার সিদ্ধান্ত। অন্য অধিগ্রহণের অঙ্ক নিয়ে অবশ্য বিশদ জানায়নি সংস্থা।
|
প্যান্টালুন রিটেলে মিশে যাচ্ছে তার শাখা সংস্থা ফিউচার ভ্যালু রিটেল। উল্লেখ্য, এই ফিউচার ভ্যালুর আওতাতেই রয়েছে বিগবাজার, ফুডবাজারের বিপণি। তবে শেয়ার বিনিময়ের হার-সহ বিভিন্ন তথ্য বিশদে জানায়নি সংস্থা।
|
টু-জি লাইসেন্স বাতিল নিয়ে ভারতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সিস্টেমা। এ জন্য ছ’মাস আগেই নোটিস দেয় সিস্টেমা-শ্যাম টেলি সার্ভিসেস (এসএসটিএল)। সংস্থার দাবি, সেই প্রক্রিয়া শুরুতে এখন আর কোনও আইনি বাধা নেই। |