টুকরো খবর
মোটরভ্যানের গরম জল পড়ে জখম ৭ স্কুলপড়ুয়া
রামপুরহাট হাসপাতালে আহত দুই স্কুলপড়ুয়া। ছবি: সব্যসাচী ইসলাম।
যন্ত্রচালিত ভ্যান উল্টে গায়ে গরম জল পড়ে মারাত্মক জখম হল সাত স্কুলপড়ুয়া। সোমবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পাঁচগ্রাম এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। আহতেরা প্রত্যেকেই বীরভূমের নলহাটি থানা এলাকার বাসিন্দা। তারা বর্তমানে রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো এ দিন সকালেও নলহাটির বিভিন্ন গ্রাম থেকে ৩২ জন স্কুলপড়ুয়া যন্ত্রচালিত ভ্যানগাড়িটিতে চেপে পাঁচগ্রামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। স্কুল থেকে ১ কিমি আগেই পাঁচগ্রামের ভেতরে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানগাড়িটি উল্টে যায়। উল্টে যাওয়ার মুহূর্তে মোটর চালিত ভ্যানটির গরম জল পড়ুয়াদের গায়ে পড়ে যায়। তাতে ৬ থেকে ১০ বছর বয়সের ওই সাত পড়ুয়ার শরীরের নানা অংশ মারাত্মক ভাবে পুড়ে গিয়েছে। এ ভাবে বেআইনি যন্ত্রচালিত ভ্যানগাড়িতে কেন পড়ুয়াদের নিয়ে আসে হয়? উত্তরে ওই স্কুলের শিক্ষক নবি রসুল শেখ বলেন, “অভিভাবকেরাই এ ভাবে নিজেদের ছেলেমেয়েদের পাঠিয়ে দেন। তবে ভবিষ্যতে এ ব্যাপারে আমরা সতর্ক থাকব।” তাঁর অবশ্য দাবি, ওই ভ্যানে ১৫ জন পড়ুয়া ছিল।

রাজনগরের স্কুলে বিক্ষোভ
স্কুলের আট শিক্ষিকার মধ্যে সাত জনই শনিবার ক্লাস নেননি। প্রতিবাদে সোমবার ঘণ্টাখানেক শিক্ষিকাদের স্কুলের গেটের বাইরে দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ দেখালেন বেশ কিছু অভিভাবক। ঘটনাটি রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের। বিক্ষোভে সামিল হন স্কুল পরিচালন সমিতির সদস্যেরাও। স্কুল কমিটির সম্পাদক গণেশ মণ্ডল বলেন, “ছাত্রীদের স্বার্থে স্কুলের সময় ১০ মিনিট এগিয়ে নিয়ে আসা, শিক্ষিকাদের নির্দিষ্ট সময়ে স্কুলে আসা বাধ্যতামূলক করা এবং ছাত্রীদেরকে সঠিকভাবে পাঠদান-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শুক্রবার পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু, আলোচনার শেষে হঠাৎই প্রধান করণিকের সঙ্গে ব্যক্তিগত বাদানুবাদে জড়িয়ে পড়েন এক শিক্ষিকা। বিতণ্ডা থামলে সকলে বাড়ি যান।” স্কূল সূত্রের খবর, ওই ঘটনার জেরে শনিবার প্রধান শিক্ষিকা বাদে বাকি কোনও শিক্ষিকা ক্লাস নেননি। প্রধান শিক্ষিকা শিখা দত্ত বলেন, “শনিবার সকলে উপস্থিত থাকা সত্ত্বেও ক্লাস নিচ্ছিলেন না। সকলকেই জিজ্ঞাসা করেছিলাম। উত্তর পাইনি। শেষে আমি দু’টি ক্লাস নিই এবং মিড-ডে মিল চালাই। ফলে, অভিভাবকদের এই ক্ষোভ স্বাভাবিক।” অভিভাবক বলরাম মণ্ডল, অশোক মাজিদের বক্তব্য, “ব্যক্তিগত ঝামেলার জেরে আমাদের মেয়েরা কেন ভূগবে? ভবিষ্যতে এ রকম হলে আমরা আবার প্রতিবাদ করব।”

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম ফুলটুস শেখ। বাড়ি মুরারই থানার উত্তর কাশিল্যা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক মুরারই থানার রাজগ্রাম ও উত্তর কাশিল্যার মধ্যে একটি রাস্তার ধারে আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে রিভলবার ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতকে আজ, মঙ্গলবার রামপুরহাট আদালতে হাজির করানো হবে।

মন্ত্রীর পাড়ায় চুরি বোলপুরে
দিনেদুপুরে মন্ত্রীর পাশের বাড়িতেই চুরি! সোমবার সকালে বোলপুরের ওই ঘটনায় নগদ টাকা-সহ সোনার গয়নাগাটিও চুরি গিয়েছে। বোলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বোলপুরের ১৬ নম্বর ওয়ার্ডে নায়েকপাড়ার বাসিন্দা তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের প্রতিবেশী পঙ্কজ সিংহ রায়ের বাড়িতে ওই চুরি হয়েছে। পঙ্কজবাবু বলেন, “সকাল ১১টা নাগাদ পেছন দিকের দরজা ভেঙে বাড়ির পুরনো অংশে চুরি হয়েছে। ওই সময় বাড়ির লোকজন কাজকর্মের জন্য নতুন অংশে ছিলেন। দরজা ভেঙে জানালার রড বেঁকিয়ে নগদ ২৭ হাজার টাকা, প্রায় ৬ ভরি সোনার গয়না ও দু’টি মোবাইল ফোন চুরি গিয়েছে।” চুরির বিষয়ে পঙ্কজবাবু পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজ্যের পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের প্রতিবেশীর বাড়িতে চুরি হওয়ায় স্বাভাবিক ভাবেই ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। বাসিন্দাদের একাংশ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন।

স্কুল ভোটে জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার বোলপুরে শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ে ওই নির্বাচন ছিল। সেখানে ৬টি পদেই জয়ী হয়েছে তৃণমূল। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কংগ্রেস পুলিশ ও প্রশাসনের কাছে ওই নির্বাচন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। নির্বাচনের পরেও বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের সভাপতি মহম্মদ জাহাঙ্গির হোসেন অভিযোগ করে বলেন, “তৃণমূল জোর করে আমাদের প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করিয়েছিল। রবিবারও আমাদের কর্মিসমর্থকদের ভয় দেখিয়ে এক তরফা নির্বাচন করিয়ে জিতেছে তৃণমূল।” কংগ্রেসের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল।

চোর সন্দেহে আটক তিন
শহরের দু’টি পৃথক জায়গায় সাইকেল ও মোটর বাইক চোর সন্দেহে তিন জনকে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা। সোমবার সকালে বোলপুর শহরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার বেলা ১১টা নাগাদ বোলপুরের ৪ নম্বর ওয়ার্ডের ভুবনডাঙা লাগোয়া সাই কমপ্লেক্স এলাকা থেকে চোর সন্দেহে দুই কিশোরকে ধরে মারধর করে স্থানীয় বাসিন্দাদের একাংশ। খবর পেয়ে ওই দুই কিশোরকে উদ্ধার করে আটক করে পুলিশ। অন্য দিকে, এ দিনই ৫ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লির বাসিন্দা বিপ্লব ভৌমিকের বাড়ির পাঁচিল টপকে দুই বালক বাইক চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ। এক জন পালিয়ে গেলেও অন্য জনকে ধরে ফেলে জনতা। পরে তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বোমাবাজিতে জখম ২
রাতভর দু’টি পাড়ার মধ্যে বোমাবাজির ঘটনায় ১৩ বছরের এক কিশোর-সহ দু’জন জখম হয়েছেন। রামপুরহাট থানার বগটুই গ্রামের ঘটনা। আহতেরা রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে।” পুলিশ ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বগটুই গ্রামের পূর্ব পাড়ার সঙ্গে পশ্চিমপাড়ার সংঘর্ষ চলেছে। ঈদের সময় এলাকার একটি অনুষ্ঠানকে ঘিরে দুই পাড়ার মধ্যে বিবাদ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এ দিনের ঘটনাস্থলের অনতিদূরেই রয়েছে মহকুমা পুলিশ আধিকারিকের কোয়ার্টার। ঘটনার পেছনে কোনও রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা সে বিষয়ে অবশ্য পুলিশ সুপার কোনও মন্তব্য করতে চাননি।

জয়ী জোট
দুবরাজপুর আরবিএসডি স্কুলের অভিভাবক প্রতিনিধির নির্বাচনে জয়ী হল কংগ্রেস-বিজেপি জোট সমর্থিত প্রার্থীরা। এ বার তৃণমূল আলাদা লড়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.