টুকরো খবর |
তোজোকে ফেরাতে তোড়জোড় নেতাদের |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
আদরের ছোট্ট নাতি তোজোকে ফিরে পেতে মরিয়া বৃদ্ধ ঠাকুর্দা নির্মলকৃষ্ণ সাহা দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছেন। আজ, মঙ্গলবার বালুরঘাটে জেলাশাসকের সঙ্গে দেখা করবেন নির্মলকৃষ্ণবাবু। পাশাপাশি, নিউ জার্সিতে আদালতের দ্বারস্থ হতে গিয়ে সমস্যায় তাঁর ছেলে দেবাশিস সাহা। সাহা পরিবারের এই উদ্বেগের খবরে সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তার ইমেল আইডি দিয়ে নির্মলকৃষ্ণবাবুকে ঘটনার বিস্তারিত জানাতে বলেছেন। মন্ত্রী গৌতমবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর মাধ্যমে সমস্যা নিরসনের উদ্যোগ নেব।” রবিবার বালুরঘাটের কুণ্ডুকলোনি পাড়ার সাহা বাড়ি থেকে ঘুরে যান প্রদেশ কংগ্রেস মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র। তাঁর দাবি, বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূত নিরুপমা রাওকে ফ্যাক্সে ঘটনাটি বিস্তারিত জানিয়ে তিনি সাহায্যের আবেদন করেছেন। আজ, মঙ্গলবার বালুরঘাটে জেলাশাসকের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর কাছে নাতি তোজো ওরফে ইন্দ্রাশিসকে ফিরে পাওয়ার বিষয়ে আবেদন জানাবেন ঠার্কুদা নির্মলকৃষ্ণ সাহা। এ দিন কলকাতা থেকে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, মঙ্গলবার সকালে বালুরঘাটে ফিরে নির্মলকৃষ্ণবাবুর আবেদন মুখ্যমন্ত্রীকে ফ্যাক্সে পাঠানো হবে। নির্মলবাবুর আশা, নরওয়ের ঘটনার মতো তাদেরও মুখ্যমন্ত্রী সহায়তা করবেন। আগামী শুক্রবার ইন্দ্রাশিসের জন্মদিন। ওই দিনই নিউজার্সির আদালতে মামলাটির শুনানি। জানা যাবে, বাবা-মা’র কোলে ফিরতে পারবে কি না ছোট্ট তোজো। বালুরঘাটের বাড়িতে বসে উদ্বিগ্ন ও অসুস্থ ঠাকুমা সোনারানিদেবীর আর্তি, শুক্রবার তোজোর জন্মদিন। ওকে যেন একটু পায়েস করে খাওয়ানো হয়। ভিন দেশের পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই পাওয়া তোজোর মুখে কী করে জন্মদিনের পায়েস তুলে দেবেনফোনে বলতে বলতে চোখের জল রাখতে পারেননি তোজোর মা পামেলাদেবী।
|
ফেসবুকে ফাঁদ, সাবধান
সংবাদসংস্থা • মেলবোর্ন |
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ‘ফেসবুক’কে হাতিয়ার করে ন্যাটো বাহিনীর গোপন তথ্য সংগ্রহের নয়া কায়দা বের করেছে তালিবান। ফেসবুকে সুন্দরী মহিলার ছবি দিয়ে ‘বন্ধু’ পাতিয়ে গোপন তথ্য বের করার এই অভিনব কৌশল সম্পর্কে সেনা ও তাদের পরিবারের সদস্যদের সতর্ক করেছে অস্ট্রেলীয় সরকার। রিপোর্টে জানানো হয়েছে, ন্যাটোর গতিবিধি জানতে ফেসবুকে অসংখ্য ভুয়ো ‘প্রোফাইল’ খুলছে তালিবান জঙ্গিরা। ‘প্রোফাইলে’ থাকছে সুন্দরী মহিলাদের ছবি। উদ্দেশ্য, আফগান সেনাদের বন্ধু বানিয়ে বিশ্বাস অর্জন করে তাদের থেকে গোপন তথ্য সংগ্রহ করা। তথ্য ফাঁসের ফাঁদে ফেলা হচ্ছে সেনার পরিবারের সদস্যদেরও। ফাঁস হয়ে যাচ্ছে সেনা গতিবিধির যাবতীয় গোপন তথ্য। রিপোর্টের বক্তব্য, বহু ক্ষেত্রেই ফেসবুকে মন্তব্য করতে গিয়ে শুধু নিজেদের সম্পর্কে নয়, বাহিনীর অন্যদের গতিবিধি সম্পর্কেও খবর ‘ফাঁস’ করে ফেলেন অস্ট্রেলীয় সেনাদের একাংশ। এবং সেই সূত্রেই ‘কাঙ্খিত’ তথ্য হাতে চলে আসে জঙ্গিদের। বিষয়টি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন অস্ট্রেলীয় সরকার।
|
ভালুক-ভ্রমে গুলি, নিহত এক যুবক
সংবাদসংস্থা • আইজল |
প্রতিবেশী তাঁকে ভালুক ভেবে গুলি করেছিলেন। শনিবার সেই গুলিতেই নিহত হয়েছেন মিজোরাম-মায়ানমার সীমান্তবর্তী গ্রাম ফরকৌনের বাসিন্দা রলথঙ্গা (৩৭)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রতিবেশীর নাম লালপেকসঙ্গা। পুলিশ আরও জানিয়েছে, ভালুকের পায়ের টাটকা ছাপ দেখেই এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওৎ পেতে বসেছিলেন লালপেকসঙ্গা। ঠিক সেই মুহূর্তেই সামনে চলে আসেন রলথঙ্গা (৩৭)। ভালুক ভেবে তার উপরেই গুলি চালান লালপেকসঙ্গা। পুলিশ আপাতত তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
|
আটক মার্কিন
সংবাদসংস্থা • বেজিং |
বেজিং থেকে মিউনিখ যাওয়ায় পথে আটক হলেন মার্কিন নাগরিক। যাত্রিবাহী বিমানে নিষিদ্ধ রাসায়নিক বহন করার অপরাধে ১০ দিনের পুলিশি হেফাজত হল তাঁর।
|
সার্নের ব্যাখ্যা
সংবাদসংস্থা • প্যারিস |
দু’মাস আগে সার্ন জানায় পদার্থের ভর-ব্যাখ্যাকারী ঈশ্বর কণার অস্তিত্ব রয়েছে। সোমবার তাদের গবেষণাপত্রটি ‘ফিজিক্স লেটার বি’ পত্রিকায় প্রকাশিত হল।
|
অক্টোবরে মুক্তি
সংবাদসংস্থা • লন্ডন |
অক্টোবরেই মুক্তি পাচ্ছে ড্যানিয়েল ক্রেগ অভিনীত ‘স্কাইফল’। যুবরাজ চালর্সের উপস্থিতিতে আনুষ্ঠানিক মুক্তি পেতে চলেছে জেমস বন্ড সিরিজের ওই ছবি।
|
পিটের দাবি
সংবাদসংস্থা • লন্ডন |
পরিবারের সুরক্ষার জন্য অন্তত একটা বন্দুক চাই-ই তাঁর, দাবি মার্কিন অভিনেতা ব্র্যাড পিটের। তাঁর যুক্তি, ব্যক্তিগত অস্ত্রধারণের অধিকার মার্কিনদের রক্তে ই থাকে।
|
যাত্রীর মৃত্যু
সংবাদসংস্থা • লন্ডন |
উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হল বিনা টিকিটের যাত্রীর। রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয় হিথরো বিমানবন্দর সংলগ্ন পোর্টম্যান অ্যাভিনিউ থেকে।
|
সমুদ্র যাত্রা
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
প্রকাশিত হল জেমস ক্যামেরনের দুঃসাহসিক সমুদ্র যাত্রার থ্রিডি ভিডিও। প্রায় ৭ মাইল ডুবসাঁতার দিয়ে মারিয়ানা ট্রেঞ্চ পৌঁছানোর ইতিহাস গড়েছেন তিনি।
|
কেনিয়ায় সংঘর্ষ
সংবাদসংস্থা • নাইরোবি |
দক্ষিণ-পূর্ব কেনিয়ায় কৃষক ও যাযাবর শ্রেণির মধ্যে সংঘর্ষে নিহত ৯ পুলিশ-সহ ৩৮ জন। জমি ও জলবণ্টন নিয়ে বিবাদের জেরেই এই সংঘর্ষ বলে অনুমান।
|
বানভাসি ২৯
সংবাদসংস্থা • হ্যানয় |
প্রবল বৃষ্টিপাতে ধস নেমে মারা গেলেন ২৯ জন, নিখোঁজ ৪। বিপর্যস্ত উত্তর ও মধ্য ভিয়েতনামের স্বাভাবিক জনজীবন।
|
চিতার সঙ্গে
সংবাদসংস্থা • লন্ডন |
জলজ্যান্ত চিতার সঙ্গে রোমাঞ্চকর দৃশ্যের শ্যুটিং করতে প্রস্তুত হলিউডের ক্যামেরন ডিয়াজ। সিনেমার নাম ‘দ্য কাউন্সিলর’। |
|