যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কাজের ফাঁকেই ছবি আঁকেন। কাজের অবসরের সেই সৃষ্টিও ‘কাজে’ আসে। এ বার সেই ‘কাজ’ই হতে চলেছে দেশের সীমানা পেরিয়ে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি এ বার বিক্রির জন্য যাচ্ছে বিদেশে। আমেরিকার কর্মরতা মহিলাদের একটি সংগঠন আগামী ২১ অক্টোবর রাতে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিটি নিলামে উঠবে। ছবিটি যে দামে বিক্রি হবে, সেই টাকা ভারতের দুঃস্থ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পে খরচ করা হবে।
তাঁর কর্মব্যস্ততার মধ্যেই একটু অবসর খুঁজে রং-তুলি নিয়ে ক্যানভাসের জমি ছবিতে ভরিয়ে তোলেন মমতা। ইতিমধ্যেই কলকাতায় তাঁর আঁকা ছবি নিয়ে তিনটি প্রদর্শনীও হয়ে গিয়েছে। তাঁর ছবির প্রথম প্রদর্শনী হয় ২০০৫ সালে ‘স্বভূমি’তে। পরে আরও দু’টি প্রদর্শনী হয় কলকাতায়।
তিনটি প্রদর্শনীতেই ছবি বিক্রির ব্যবস্থা ছিল। কিন্তু বিদেশে ছবি বিক্রির আয়োজন এই প্রথম।
মুখ্যমন্ত্রী নিজে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে ঘনিষ্ঠ মহলে তাঁর বক্তব্য, “ওঁদের (মহিলাদের সংগঠন) উদ্দেশ্য মহৎ। গরিব ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়া, চিকিৎসার জন্য ওঁরা অর্থ সাহায্য করেন। আমার ছবি বিক্রি করে ওঁরা তা শিশুদের কল্যাণে খরচ করবেন জেনে আমার ভাল লাগছে।”
মমতার ঘনিষ্ঠ এক সূত্রের খবর, তিন-চার মাস আগে নিউ ইয়র্কের মহিলা সংগঠনের পক্ষ থেকে সাগরিকা রুদ্র মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আঁকা একটি ছবি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। কেন তাঁরা ছবি চাইছেন, তা-ও সাগরিকা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন। সংস্থাটির উদ্দেশ্য জেনে মুখ্যমন্ত্রী সম্মতি জানিয়েছিলেন। তার পরেই মহাকরণে কাজের ফাঁকে মাত্র ৪৫ মিনিটের মধ্যে চার ফুট বাই তিন ফুট ক্যানভাসের উপরে মুখ্যমন্ত্রী এঁকেছেন একগুচ্ছ ফুল। ছবির নাম দেওয়া হয়েছে ‘ফ্লাওয়ার পাওয়ার’। সোমবারই ছবিটি নিউ ইয়র্কে পাঠানো হয়েছে।
নিউ ইয়র্কের সংগঠনটির এক সূত্রে জানা গিয়েছে, মূলত ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের দুঃস্থ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও আশ্রয় গড়ে তোলার প্রকল্পের জন্য গত কয়েক বছর ধরে তাঁরা ‘সেলিব্রিটি’দের ব্যবহৃত জিনিস নিলাম করে টাকা তুলেছেন। টেনিস তারকা লিয়েন্ডার পেজের র্যাকেট, ক্রিকেটার কপিল দেবের ব্যাট ও বল নিলাম করে টাকা তোলা হয়েছে। এ বার মমতার আঁকা ছবিই ওই সংগঠনের অনুষ্ঠানের মূল আকর্ষণ। কলকাতায় মমতার আঁকা ছবির প্রদর্শনীর আয়োজকদের এক জন ছিলেন ডেরেক ও’ব্রায়েন। বর্তমানে রাজ্যসভার সাংসদ ডেরেক জানিয়েছেন, মমতার প্রথম ছবির প্রদর্শনীতে ছবি বিক্রি করে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উঠেছিল। সমস্ত টাকাই ‘স্প্যাসটিক সোসাইটি’কে দান করা হয়েছিল।
এ বছরের শেষে অথবা নতুন বছরের গোড়ায় ফের মমতার আঁকা ছবির প্রদর্শনী কলকাতায় হওয়ার কথা। তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, “পঞ্চায়েত ভোটের জন্য দলের খরচ তুলতেই আমাদের নেত্রী প্রদর্শনীর কথা ভেবেছেন।”
প্রসঙ্গত, ২০০৭ সালে কলকাতায় মমতার ছবির প্রদর্শনী হয়েছিল। সেই প্রদর্শনীতে প্রায় ১১ লক্ষ টাকার ছবি বিক্রি হয়েছিল। সমস্ত টাকাই মমতা দান করেছিলেন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে ‘শহিদ’ পরিবার ও ‘অত্যাচারিতা’ মহিলাদের। এ বার বিদেশের মহিলারা এগিয়ে এসেছেন তাঁর ছবির জন্য। |