বেহালা হত্যাকাণ্ডের কিনারা, গ্রেফতার ৪ |
ঘটনার ৪ দিনের মাথায় বেহালা হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। কলকাতা শহর সংলগ্ন এলাকা আমতলা ও কবরডাঙা থেকে ঘটনার মূল চক্রী মুন্না ঢালি-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জেরার মুখে খুন করার কথা স্বীকার করেছে মুন্না। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, বাড়িতে ৫ লক্ষ টাকা থাকার খবর পেয়েই ওই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্য নিয়ে চড়াও হয়। অন্য দিকে মুন্না গৃহকর্তার কেবলের অফিসে কাজ করত, ফলে তাকে চিনে ফেলায় ৪ জনকে হত্যা করে তারা। ধৃতদের আজ আদালতে তোলা হবে। পুলিশি হেপাজতে রাখার আবেদন জানানো হবে বলে বলে পুলিশ সূত্রের খবর।
|
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আজ সকালে ইসরো তাদের শততম উৎক্ষেপণ করল। সকাল ৯টা ৫১ মিনিটে ইসরোর পিএসএলভি-সি২১ রকেটটি ফ্রান্স ও জাপানের দু’টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয়। উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ। তিনি ইসরোকে অভিনন্দন জানিয়ে বলেছেন ‘এই ঘটনা দেশকে উজ্জীবিত করবে।’
|
আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ দুর্গাপুরে |
আজ সকাল ৯টা নাগাদ দুর্গাপুর সিটি সেন্টারের কাছে একটি দোকান থেকে ২ জন দুষ্কৃতী বাইকে করে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুর্গাপুরের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি। ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ।
|
বাঁকুড়া থেকে চিকিত্সাধীন বন্দি পালাল |
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সঞ্জয় সরকার নামে এক চিকিত্সাধীন বন্দি পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল। গত ২৫ অগস্ট সঞ্জয়কে গ্রেফতার করেছিল সোনামুখী থানার পুলিশ। মানসিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশের পাহারা থাকা সত্ত্বেও কী ভাবে সঞ্জয় পালাল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। |