রাস্তা যেন নদী, দুর্ভোগ ঘাটালে |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
টানা বৃষ্টিতে রাস্তায় জল জমে বন্ধ হয়ে যেতে বসেছে যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ঘাটালের দুই গুরুত্বপূর্ণ রাস্তা ঘাটাল-চন্দ্রকোনা ও ঘাটাল-মেদিনীপুর (ভায়া নাড়াজোল) রাস্তা দুটির অনেকটাই প্রায় জলের তলায়। শুক্রবারও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রকোনা রাস্তার ক্ষীরপাই লাগোয়া মনসাতলা চাতাল ও নাড়াজোল রাস্তার ঝলকার চাতালে জল বাড়তে থাকে। বিকেল থেকে ঘাটাল-চন্দ্রকোনা রাস্তায় পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে বাঁকুড়ার ফুলকুসমার ঘটনার জেরে সকাল থেকেই ছোট গাড়ি যাতায়াত বন্ধ করে দিয়েছিল প্রশাসন। ঘাটাল-মেদিনীপুর (ভায়া নাড়াজোল) রাস্তাটিতেও শুক্রবার বিকেল পর্যন্ত ছোট গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে ঝুঁকি নিয়েই যাতায়াত করেছে বেশ কয়েকটা বাস। ঘাটালের মহকুমাশাসক অংশুমান আধিকারী বলেন, “দুটি জায়গাতেই পুলিশ ও প্রশাসনের লোক রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। রাস্তায় জল ওঠায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলেও মহকুমার কোনও জলবসতি এলাকায় এখনও জল ঢোকেনি।” |
|
জলমগ্ন চাতাল। ঘাটাল-চন্দ্রকোনা রোডে সৌমেশ্বর মণ্ডলের ছবি। |
তবে আচমকাই এই দুটি সড়ক জলমগ্ন হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। বিশেষত বাস বা অন্য গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা বেড়েছে। কারন ঘাটাল-চন্দ্রকোনা রাস্তা দিয়ে শুধু মহকুমার নয়, একাধিক জেলার বাসও চলাচল করে। চলাচল করে মালবাহী লরি-ট্রাকও। এখন রাস্তা বন্ধ হওয়ায় সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য লরি। প্রশাসন সূত্রে খবর, এই মুহূর্তে জল ছাড়ার কোনও খবর নেই। তবে শনিবার থেকে ঘাটাল-চন্দ্রকোনা রাস্তার জল কেঠে খাল হয়ে শিলাবতী নদীতে পড়ার কথা। ফলে শনিবার বিকাল থেকে ঘাটালের বেশ কিছু এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। |
|