টুকরো খবর |
মূর্তি উধাও, নালিশ
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর |
মেদিনীপুর শহরের নান্নুর চক থেকে হঠাৎ-ই উধাও হয়ে গিয়েছে আরএসপি নেতা, তথা স্বাধীনতা সংগ্রামী ত্রিদিব চৌধুরীর মূর্তি। বৃহষ্পতিবার রাতে নান্নুরচকের ত্রিদিব চৌধুরী স্মৃতি উদ্যানের ভেতর থেকে কেউ বা কারা মূর্তিটি নিয়ে যায় বলে অভিযোগ। আরএসপি’র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক শক্তি ভট্টাচার্য বলেন, “রাজ্য জুড়ে এখন তৃণমূল-রাজ চলছে। শাসকদলের মদতপুষ্ট লোকজনই ওই মূর্তি নিয়ে গিয়েছে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি সুকুমার পড়্যা। তিনি বলেন, “কেউ বা কারা নিশ্চয়ই মূর্তিটি নিয়ে গিয়েছে। তবে এর সঙ্গে আমাদের দলের কারও কোনও যোগ নেই। |
|
ছবি: কিংশুক আইচ। |
নান্নুরচকের ত্রিদিব চৌধুরী স্মৃতি উদ্যানের ভেতরে পূর্ত দফতরের স্টাফ অ্যাসোসিয়েশনের একটি ঘর রয়েছে। এই সংগঠনটি আরএসপি প্রভাবিত। এক সময় এলাকাতেও এই বাম দলের ভাল প্রভাব ছিল। তবে গত বছর বিধানসভা নির্বাচনের সময় থেকেই ছবিটা বদলেছে। এলাকায় প্রভাব বেড়েছে তৃণমূলের। উদ্যানের ভেতরে থাকা আরএসপি প্রভাবিত সংগঠনের ঘরটিও মাস কয়েক আগে তৃণমূলের লোকজন দখল করেছে বলে অভিযোগ। তার পরই মূর্তি সরানোয় নাম জড়াল বর্তমান শাসকদলের। তৃণমূল নেতৃত্ব কোনও অভিযোগই মানেননি।
|
বস্তি কমিটির পুর-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বেশ কয়েক দফা দাবিতে শুক্রবার মেদিনীপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বস্তি সংগ্রাম কমিটি। পরে পুর-কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেই কমিটির এই কর্মসূচি। তাদের বক্তব্য, শহরের বিভিন্ন বস্তিতে অজানা জ্বর হচ্ছে, কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন বস্তিতে জল জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, অথচ পুর-কর্তৃপক্ষ পদক্ষেপ করছেন না। আবর্জনা সাফাই হচ্ছে না। বিক্ষোভে নেতৃত্ব দেন কমল ঘোষ, হিমাদ্রি দে। পুর-কর্তৃপক্ষের বক্তব্য, অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে সচেতনতায় নানা পদক্ষেপ করা হয়েছে।
|
সার্ধ-শতবর্ষে মনীষী স্মরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্বামী বিবেকানন্দ ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম সার্ধ-শতবর্ষ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে হুমগড় চাঁদাবিলা হাইস্কুল। বুধবার শুরু হওয়া অনুষ্ঠান শেষ হবে আজ, শনিবার। ইতিমধ্যে আন্তঃবিদ্যালয় ক্যুইজ প্রতিযোগিতা হয়েছে। শুরু হয়েছে প্রদর্শনী। বিজ্ঞান থেকে বাংলা সাহিত্য, সবই ঠাঁই পেয়েছে সেখানে। সব মিলিয়ে ১৭৬ জন ছাত্রছাত্রী প্রদর্শনীতে যোগ দিয়েছে। তাদের হাতে তৈরি নানা প্রোজেক্ট-মডেল রয়েছে প্রদর্শনীতে। কর্মসূচিতে এসে বিবেকানন্দ ও প্রফুল্লচন্দ্রের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন বিশিষ্টজনেরা। স্কুলের প্রধান শিক্ষক শ্যামলকান্তি সন্নিগ্রাহী বলেন, “জন্মের সার্ধ-শতবর্ষে ওঁদের শ্রদ্ধা জানাতেই আমাদের এই উদ্যোগ। এর ফলে ছাত্রছাত্রীরাও অনেক অজানা বিষয় জানতে পারবে।” আজ, কর্মসূচির শেষ দিনে বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হবে। বুধবার শিক্ষক দিবসও পালন করা হয়েছে স্কুলে।
|
শিক্ষকদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
‘এডুকেশন গ্রুপ’-এর উদ্যোগে বৃহস্পতিবার খড়্গপুর রবীন্দ্রপল্লিতে হল শিক্ষক-সংবর্ধনা। ১৪ জন বর্তমান ও প্রাক্তন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত হন আশিস সাহা, সিদ্ধার্থ সরকার, মুরারি ঘোষ, দুর্গাচরণ ভট্টাচার্য, খড়্গপুর আইআইটির প্রাক্তন অধ্যাপিকা মনজিরা সিংহ। ৩১ জন দুঃস্থ পড়ুয়াকে স্কুল সামগ্রীও দেওয়া হয়। সভা পরিচালনা করেন সঞ্জয় কর ও সাধন বন্দ্যোপাধ্যায়।
|
ব্যবসায়ীদের সভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুরের পুরাতনবাজারে হল ব্যবসায়ীদের সভা। খড়্গপুর চেম্বার অফ কমার্সের পুরাতনবাজার শাখা আয়োজিত এই সভায় হাজির ছিলেন এলাকার শতাধিক ব্যবসায়ী ও চেম্বার অফ কমার্সের পদাধিকারীরা। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও ব্যবসায়ীদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয় সভায়। সংগঠনের শাখাসম্পাদক আশিস পাল জানান, সম্প্রতি হওয়ায় গোষ্ঠী সংঘর্ষের পরে এলাকায় শান্তি বজায় রাখতেই এই সভা।
|
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিআইয়ের আদিবাসী-খেতমজুর সংগঠন মিছিল করে জেলাশাসককে স্মারকলিপি দিল শুক্রবার। ১০০ দিনের কাজের প্রকল্পকে ২০০ দিন করা, উপজাতি শংসাপত্র বিলির সমস্যা দূর করা, বনাঞ্চলের অধিকার সুরক্ষিত করা-সহ নানা দাবি জানানো হয়। জেলা প্রশাসন দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
|
সম্মেলন |
শালবনি থানা ব্যবসায়ী সমিতির সম্মেলন হল শুক্রবার। স্থানীয় এক সভাগৃহে এই সম্মেলন হয়। উপস্থিত ছিলেন জেলা ‘চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ’-এর সম্পাদক রাজা রায়, তারক মোদক। সম্মেলনে ব্যবসায়ীদের নানা সমস্যা, দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। হয়েছে রক্তদান শিবিরও। সেখানে ৬৫ জন রক্তদান করেন। |
|