|
|
|
|
খড়্গপুর পুরসভা নিয়ে মামলা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রত্যাশিত ভাবেই খড়্গপুর পুরসভা নিয়ে আদালতের দ্বারস্থ হল কংগ্রেস। শুক্রবার কলকাতা হাইকোর্টে এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে। প্রাক্তন পুরপ্রধান তথা কংগ্রেস কাউন্সিলর রবিশঙ্কর পাণ্ডে বলেন, “আমরা মনে করি, পুর-দফতরের নির্দেশ অবৈধ। আদালতের উপর আমাদের আস্থা রয়েছে। আমাদের আশা, সুবিচার মিলবে।” দলীয় সূত্রে খবর, কংগ্রেস কাউন্সিলরদের হয়ে মামলাটি লড়বেন প্রাক্তন বিধায়ক তথা আইনজীবী অরুণাভ ঘোষ।
এই মামলায় কী হয়, রেলশহর খড়্গপুরের নজর এখন সে দিকে। কংগ্রেসের মামলা প্রসঙ্গে তৃণমূলের পুরপ্রধান পারিষদ মহম্মদ আকবর বলেন, “পুর-দফতর নিশ্চয়ই সব দিক খতিয়ে দেখেই ওই নির্দেশ দিয়েছে। আমরা মনে করি, ওই দিন অবৈধ ভাবেই বোর্ড মিটিংয়ের সভাপতি নির্বাচন করা হয়েছে।”
শুরুতে তৃণমূল পুরবোর্ডকে সমর্থন করেছিল কংগ্রেস। পরে তারা সমর্থন প্রত্যাহার করে। বেশ কিছু অভিযোগ তুলে গত ১৪ অগস্ট তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস। ওই প্রস্তাবের প্রেক্ষিতে গত ২৭ অগস্ট পুরসভায় বোর্ড মিটিং হয়। এই মিটিংয়ে ঠিক কী হয়েছে, মিটিংটি বৈধ না অবৈধ, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। কংগ্রেসের দাবি, বৈধ ভাবে মিটিং হয়েছে। অনাস্থা ভোটে হেরে গিয়েছেন পুরপ্রধান জহরলাল পাল। অন্য দিকে, তৃণমূলের বক্তব্য, অবৈধ ভাবে মিটিং হয়েছে। ফলে জেতা-হারার প্রশ্নই নেই। প্রায় এক সপ্তাহ ধরে এই টালবাহানা চলে। শেষমেশ গত বুধবার পুর-দফতরের নির্দেশিকায় জানানো হয়, বিষয়টি এখন লিগ্যাল সেলের বিবেচনাধীন। তারা মতামত না দেওয়া পর্যন্ত তৃণমূলের জহরলাল পালই পুরপ্রধানের কাজকর্ম চালাবেন।
এই নির্দেশকে ‘চ্যালেঞ্জ’ করেই শুক্রবার হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। কংগ্রেসের বক্তব্য, বিষয়টি যখন লিগ্যাল সেলের বিবেচনাধীন, তখন উপপুরপ্রধান তুষার চৌধুরীকেই পুরপ্রধানের কাজ চালানোর নির্দেশ দেওয়াই উচিত ছিল। |
|
|
|
|
|