কর্তব্যরত এক স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানির চেষ্টার আভিযোগ উঠল খয়রাশোলে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওই থানা এলাকার কৃষ্ণপুরগ্রাম থেকে কেন্দ্রগড়িয়া পঞ্চায়েত যাওয়ার রাস্তায়। এ দিন বিকেলে এই মর্মে থানায় লিখিত অভিযোগ জমা দেন ওই স্বাস্থ্যকর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগে ওই স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, ‘আউট রিচ ক্যাম্প’ সেরে সাইকেলে করে কেন্দ্রগড়িয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে ফেরার পথে এক অপরিচিত যুবক তাঁর পিছু নিলে তিনি সাইকেলের গতি বাড়িয়ে দেন। তখন ওই যুবক ছুটে এসে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই সময় সামনে বস্তা নিয়ে এক সাইকেল আরোহীকে দেখতে পেয়ে যাওয়ায় ওই যুবক রাস্তার পাশে ঝোপে গা ঢাকা দেয়। স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় তিনি খয়রাশোলের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পৌঁছন। পরে বিএমওএইচ স্বরূপ মাণ্ডি ওই স্বাস্থ্যকর্মীকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করেন। ওই স্বাস্থ্যকর্মীর দাবি, “ওই যুবক আমার পরিচিত নয়। তবে যেটুকু দেখলাম সেই অনুযায়ী তার চেহারার বিবরণ পুলিশকে জানিয়েছি।” জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণলাল মণ্ডল বলেন, “ঘটনাটি দুর্ভাগ্যজনক। শোনার সঙ্গে সঙ্গে বিএমওএইচকে পুলিশের কাছে আভিযোগ করতে বলেছি। চাইব ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে।” পুলিশ তদন্ত শুরি করেছে। |