একই রাতে ২টি চুরির ঘটনা ঘটল সিউড়িতে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিউড়ি বেনীমাধব স্কুল মোড়ের কাছে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও জেলা গ্রন্থাগারে চুরি হয়। জেলা গ্রন্থাগারিক তরুণ মুখোপাধ্যায় বলেন, “দুটি দরজার ৮ টি তালা ভাঙা হয়েছে। তবে কম্পিউটারের একটি সিপিইউ ছাড়া আর কিছুই চুরি যায়নি।” অন্য দিকে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব ওঝা বলেন, “প্রতিটি ঘরের তালা ভেঙেছে। ১টি মনিটর ও ২টি ইউপিএস চুরি করেছে দুস্কৃতীরা। এছাড়াও কিছু নথিপত্র ঘেঁটে তছনছ করেছে।” পুলিশ জানিয়েছে, দু’টি অভিযোগ জমা পড়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
|
এক নাবালিকাকে অপহরণের অভিযোগে বর্ধমানের এক যুবককে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নানুর থানা এলাকার এক নাবালিকাকে জোর করে গাড়িতে নিয়ে পালানোর সময় বোলপুরের বাঁধগোড়া এলাকায় ওই মেয়েটির চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তখন বাসিন্দারা গাড়িকে আটকান। চালক পালাতে সক্ষম হলেও কাজল মাল নামে বর্ধমানের গুসকরার বাসিন্দা অভিযুক্ত ওই যুবক ধরা পড়ে যায়। তাকে মারধর করেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শুক্রবার ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। অভিযোগ ঠিক নয় বলে দাবি ধৃতের।
|
তাঁদের ভাতা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন রামপুরহাট শহর ও সংলগ্ন এলাকার পুরোহিতরা। আবেদনপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য শুক্রবার দুপুরে তাঁরা রামপুরহাটের উপপুরপ্রধানের কাছে দাবি জানান। তার আগে পুরোহিতরা রামপুরহাট শহরের কামারপট্টি মোড় থেকে পুরসভার প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করেন। উপ-পুরপ্রধান তৃণমূলের অনিন্দ্যকুমার সাহা বলেন, “পুরোহিতরা যে আবেদন করেছেন তা যথাস্থানে পৌঁছে দেওয়া হবে।”
|
আদিবাসীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার, ‘জুলুম’ বন্ধ করা, প্রশাসনিক বৈঠকে হওয়া সিদ্ধান্তগুলি কার্যকর করা-সহ ১৬ দফা দাবিতে শুক্রবার দুপুরে মহম্মদবাজার থানা ঘেরাও করল ‘আদিবাসী গাঁওতা’ নামে একটি সংগঠন। সিআই (সদর) প্রসেনজিৎ দাস তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে ঘেরাও উঠে যায়। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন। |