দাবি-দাওয়া থাকবেই, কিন্তু ছাত্রদের আরও ধৈর্যশীল হতে হবে বলে মন্তব্য করলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার। বহিরাগত ছাত্রছাত্রীদের ভর্তির পরীক্ষা নেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং অক্টোবর থেকে সব বিভাগের ক্লাস শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ছাত্র সংসদের তরফে মিছিল করে গিয়ে উপাচার্যের কাছে বেশ কিছু দাবি জানানো হয়েছিল। ছাত্রদের সঙ্গে কথা বলার পরেই তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও দুই ডিনকে সঙ্গে নিয়ে চারটি হস্টেল ঘুরে দেখেন। উপাচার্যের কথায়, “ছাত্রদের অনেকগুলি দাবিই সঙ্গত। হস্টেলে পরিশ্রুত পানীয় জল বা বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহের মতো দাবি তাঁরা তুলতেই পারেন। জনস্বাস্থ্য কারিগরি দফতরের এখানে চারটি রিজার্ভার করার কথা রয়েছে। অন্তত একটি যাতে দ্রুত শেষ করা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি। তবে বিদ্যুতের তার যথেষ্ট পুরনো। সেগুলি ছাড়াও ট্রান্সফর্মার বদলাতে হবে। এর জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন। সেই অর্থ সংস্থানের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের বাজেটে বরাদ্দ রাখব।”
উপাচার্যের মতে, বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার সমাধানের ব্যাপারে ছাত্রছাত্রীরা আশা করতেই পারেন। তবে তার জন্য ধৈর্য ধরতে হবে। ছাত্র সংসদের বক্তব্য, দীর্ঘদিন নানা সমস্যা চলতে থাকাতেই ধৈর্যচ্যুতি ঘটেছে। তবে উপাচার্যের ভূমিকায় তারা খুশি। |