|
|
|
|
টুকরো খবর |
পুলিশের বিরুদ্ধেই পরোয়ানা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
একটি মামলায় হাজিরা না দেওয়ার কারণে কল্যাণ রায় নামে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল কালনা মহকুমা আদালত। শুক্রবার অতিরিক্ত জেলা ও দায়েরা বিচারক পবনকুমার মণ্ডল এই নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর পূর্বস্থলী ১ ব্লকের হাটসিমলা গ্রামের নামে এক তরুণী অভিযোগ করেন, তাঁর সঙ্গে এলাকার বাসিন্দা অদীর বসাকের একটি প্রেমের সম্পর্ক ছিল। তাঁর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন অধীর। তার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভিযোগ, অধীর তাঁকে চাপ দিয়ে গর্ভপাত করাতে বাধ্য করেন ও তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। এই মামলার তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হন পূর্বস্থলী থানার তৎকালীন এস আই কল্যাণবাবু। মামলা চালাকালীন কল্যাণবাবুকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেয় আদালত। কিন্তু তিনি হাজিরা না দেওয়ায় প্রথমে আদালত তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ দিন আদালত তাঁকে জামিন অযোগ্য ধারায় তাঁর গ্রেফতারি পরোয়ানা দায়ের করেছে। অধীরবাবুর আইনজীবী মলয় পাঁজা এ দিন বলেন, “কল্যাণবাবু আদালতে হাজিরা না দেওয়ায় বিচারপ্রক্রিয়া শ্লথ হয়ে যাচ্ছে।”
|
গলসিতে বাস উল্টে মৃত এক, জখম ৩০
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
বর্ধমান মেডিক্যালে জখম। —নিজস্ব চিত্র। |
বাস উল্টে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে গলসির গোহগ্রাম থেকে বর্ধমানে ফেরার পথে খেতুড় গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় একটি কমিউনিটি হলের সামনে উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে মৃত্যু হয় বাপি বাগদি (৪৫) নামে ওই ব্যক্তির। মৃতের বাড়ি গলসির আদ্রাহাটি গ্রামে। জখম হয়েছেন অন্তত ৩৫ জন। তাঁদের মধ্যে ১৯ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে গলসির পুরষা স্বাস্থ্যকেন্দ্রে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “রাস্তার বেহাল দশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান। রাস্তার খারাপ অংশগুলির ছবি তুলে আমরা এ দিন জেলাশাসকের কাছে জমা দিয়েছি।” জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ওই রাস্তা সারাইয়ের ব্যাপারে দ্রুত উদ্যোগ হবে। |
|
|
|
|
|