শিক্ষক ও সমাজসেবী হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন পূর্বস্থলীর সমুদ্রগড় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস নাগ। ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন তাঁর হাতে ওই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০১১ সালে দেবাশিসবাবুকে রাজ্য সরকারের তরফে ‘শিক্ষারত্ন’ পুরস্কারও দেওয়া হয়। চলতি বছরে তাঁর নাম নির্বাচিত হয় জাতীয় পুরস্কারের জন্য। শুক্রবার দুপুরে সমুদ্রগড় স্টেশনে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, পূর্বস্থলী থানার আইসি রঞ্জন সিনহা, শ্রীরামপুর পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ মল্লিক-সহ সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। দেবাশিসবাবু বলেন, “এই পুরস্কার আমার স্বপ্নেরও অতীত। এই পুরস্কার তাঁকে আরও ভাল কাজ করার অনুপ্রেরণা দেবে।” |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষকতার পাশাপাশি দীর্ঘ দিন ধরে সমাজ সেবার কাজও করে চলেছেন চাঁদপুর গ্রামের বাসিন্দা দেবাশিসবাবু। দু’দশক ধরে পূর্বস্থলীর দুই ব্লকে পানীয় জলে মাত্রাতিরিক্ত আর্সেনিকের বিষয়টি নিয়ে নানা আন্দোলনে সামিল হন তিনি। আর্সেনিকের প্রভাব সম্পর্কে জন সচেতনতা বাড়াতে ‘প্রসঙ্গ আর্সেনিক’ নামে একটি বইও লিখেছেন তিনি। এছাড়াও আর্সেনিক দূষণ প্রতিরোধ ও প্রতিবিধান কমিটি, লোকসংস্কৃতি উৎসব ও কৃষি মেলা কমিটি, বর্ধমান জেলা প্রকৃতি ও পশুপ্রেমী সঙ্ঘ, খাল বিল উৎসব কমিটির মতো অজস্র সংস্থার হয়ে দীর্ঘ দিন কাজ করছেন তিনি। |